কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৯৪ সালে ময়মনসিংহে প্রয়াত অধ্যাপক ডাঃ এআইএম মাফাখখারুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পেশা ও অবস্থানের ৩০ জন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়।
কমিউনিটি ভিত্তিক মেডিকেল কলেজ বাংলাদেশ (CBMCB) হল কমিউনিটি হেলথ ফাউন্ডেশন (CHFB) এর একটি একাডেমিক উদ্যোগ। স্বাস্থ্য এবং বিজ্ঞানের প্যারামিটারের মধ্যে একটি অর্থবহ, স্ব-টেকসই জীবন এবং পরিবেশের মান অর্জনে সামগ্রিক জাতীয় প্রচেষ্টার মধ্যে বিনয়ীভাবে অবদান রাখে।
কমিউনিটি ভিত্তিক মেডিকেল কলেজ বাংলাদেশ ১০ কিমি দূরে উইনারপাড়ে অবস্থিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ময়মনসিংহ শহরের সামনে। ঢাকা ও ময়মনসিংহ শহর থেকে সড়কপথে সহজলভ্য গণপরিবহনে।
কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশে কিছু সংখ্যক নার্স নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট সরাসরি হাসপাতালের ঠিকানায় সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
চাকরির সংক্ষিপ্ত বিবারণ:
- কর্মক্ষেত্র: অফিসে
- খালি পদ: নিদিষ্ট নয়
- কর্মস্হল: ময়মনসিংহ
- চাকরির ধরন: ফুল টাইম
- আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৪
- পদের নাম: সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ইন্সট্রাক্টর
যোগ্যতা:
- নূ্ন্যতম ডিপ্লোমা নার্সিং পাশ হতে হবে।
- BNMC প্রদত্ত রেজিস্ট্রেশন থাকতে হবে।
শর্তসমূহ:
- লিখিত পরীক্ষা আগামী ০৫ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখ, বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
- পরীক্ষায় আসা-যাওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ. প্রদান করা হবে না।
- মোখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।
- নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
- সার্কুলারের বিষয়ে আরো তথ্য জানার থাকলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে:০১৯১২-৫৮০৯৯১
বেতন:
উক্ত পদসমূহে বেতন-ভাতাদি চুক্তিভিত্তিক সময়ে সিএইচএফবি’র বর্তমান চুক্তিভিত্তিক নিয়মানুযায়ী এবং নিয়মিত হওয়ার পর সিএইচএফবি ও সরকারী বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ২০/১১/২৪ইং তারিখ বুধবার, বেলা ২.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র (মোবাইল নাম্বারসহ), পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও বিএনএমসি’র রেজিস্ট্রেশন (হালনাগাদ), জাতীয় পরিচয় পত্র ও অভিজ্ঞতার ফটোকপি নির্বাহী সভাপতি (ডাঃ শেখ মোঃ আব্দুল মান্নান) কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ উইনারপাড়, ময়মনসিংহ ঠিকানায় পৌঁছাতে হবে।
বি:দ্র: উভয় পদের জন্য ৮০০/- (আটশত) টাকার ব্যাংক ড্রাফট/ ফাউন্ডেশনের হিসাব শাখায় নগদ জমা দিয়ে রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
যোগাযোগ ঠিকানা
ঠিকানা: উইনারপাড়, ময়মনসিংহ, বাংলাদেশ
মোবাইল: ০১৯১২-৫৮০৯৯১
ওয়েবসাইট: www.cbmcb.org