অত্যাধুনিক চিকিৎসা সুবিধা ইউনিক হাসপাতাল হেমায়েতপুরের জন্যে ডিপ্লোমা নার্স পদে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির সারসংক্ষেপ:
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন: আলোচনা সাপেক্ষ
- চাকরির ধরন: ফুল টাইম
- বয়স: সর্বনিম্ন ২২ বছর
- কর্মস্হল: ঢাকা (সাভার)
- অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর
- কর্মক্ষেত্র: অফিসে
- আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৪
কারা আবেদন করতে পারবেন?
- ডিপ্লোমা ইন নার্সিং
- বৈধ্য বিএনএমসি সার্টিফিকেট থাকতে হবে।
- হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে সর্বনিম্ন ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধাসমূহ:
- মেডিকেল ছুটি,
- বেতন পর্যালোচনা: বার্ষিক,
- উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আগামী ১০/১০/২০২৪ ইং তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জীবন বৃত্তান্ত/ সিভি স্ব-শরীলে ইউনিক হাসপাতাল, হাজী বাহার টাওয়ার, হেমায়েতপুর (সিঙ্গাইর রোড), সাভার, ঢাকা-১৩৪০ ঠিকিনায় জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ ঠিকানা:
ইউনিক হাসপাতাল হেমায়েতপুর
ঠিকানা: হাজী বাহার টাওয়ার, হেমায়েতপুর (সিঙ্গাইর রোড), সাভার, ঢাকা-১৩৪০
ইমেইল: uniquehospital2023@gmail.com
ঠিকানা: হাজী বাহার টাওয়ার, হেমায়েতপুর (সিঙ্গাইর রোড), সাভার, ঢাকা-১৩৪০
ইমেইল: uniquehospital2023@gmail.com
ওয়েবসাইট: https://uniquehospital.amarhms.com/

Advertisement