অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত রিলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেডের জন্যে নার্স/ ডাক্তার সহকারী পদে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির সারসংক্ষেপ:
- পদ সংখ্যা: ১০ জন
- বেতন: আলোচনা সাপেক্ষ
- বয়স: সর্বনিম্ন ২০ বছর
- চাকরির ধরন: ফুল টাইম
- কর্মস্হল: ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট
- কর্মক্ষেত্র: অফিসে
- আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৪
কারা আবেদন করতে পারবেন?
- ডিপ্লোমা ইন নার্সিং সার্টিফিকেট থাকতে হবে।
- ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আগামী ১৯/১০/২০২৪ ইং তারিখের মধ্যে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আপডেট জীবন বৃত্তান্ত/ সিভিসহ স্ব-শরীরে নিউমার্কেট অফিস, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, লেভেল ৪, নিউ মার্কেট, ঢাকা ঠিকানায় ইন্টারভিউতে যান।
বি:দ্র: ইন্টারভিউতে যাবার আগে আবশ্যয় 01755559738 নাম্বারে যোগাযোগ করে যাবেন।
যোগাযোগ ঠিকানা:
রিলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা
ঠিকানা: নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, লেভেল ৪, নিউ মার্কেট, ঢাকা
ফোন: 01755559738
রিলুমিনস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা
ঠিকানা: নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, লেভেল ৪, নিউ মার্কেট, ঢাকা
ফোন: 01755559738

Advertisement