গ্রেস হাসপাতাল বাংলাদেশের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যাধুনিক চিকিৎসা সুবিধা প্রধান করে। ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত, গ্রেস হাসপাতাল লিমিটেডে রোগীর মঙ্গল এবং আরামের উপর দৃষ্টি নিবদ্ধ করে ব্যাপক চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত গ্রেস হাসপাতাল লিমিটেডের জন্য “নার্স ” পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
নার্স পদে চাকরির সারসংক্ষেপ:
- কর্মক্ষেত্র: অফিসে
- পদ সংখ্যা: ০৭ টি
- কর্মস্হল: ঢাকা (ধানমন্ডি)
- বেতন: ১২০০০ টাকা (মাসিক)
- চাকরির ধরন: ফুল টাইম
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরুর তারিখ: ২৪ অক্টোবর ২০২৪
- আবেদনের শেষের তারিখ: ২২ নভেম্বর ২০২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- বাংলাদেশ নার্সিং কাউন্সিল সার্টিফিকেটধারী হতে হবে।
- সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সনদধারী হতে হবে।
- অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ২২/১১/২০২৪ ইং তারিখের মধ্যে সাম্প্রতিক দুই কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকফি, আপডেট করা সিভি, অভিজ্ঞতার এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সহ স্ব-শরীরে গ্রেস হাসপাতাল লিমিটেড, গ্রীন রোড, হাউস-৩/এ, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায় আবেদনপত্র জমা করার রার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
যোগাযোগ ঠিকানা:
ঠিকানা: গ্রীন রোড, হাউস-৩/এ, রোড-০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
মোবাইল: 01711386155
ই-মেইল: info@gracehospitalltd.com
ওয়েবসাইট: www.gracehospitalltd.com