ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সিরাজগঞ্জে আপনাকে স্বাগতম। ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল একটি বন্ধুত্বপূর্ণ, নিরাপদ এবং সূলভ মূল্যে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতালের জন্য “নার্স ” পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
নার্স পদে চাকরির সারসংক্ষেপ:
- কর্মক্ষেত্র: অফিসে
- পদ সংখ্যা: ০৭ টি
- কর্মস্হল: সিরাজগঞ্জ
- বেতন: আলোচনা সাপেক্ষ
- চাকরির ধরন: ফুল টাইম
- বিভাগ: জেনারেল ওয়ার্ড ও এনআইসিইউ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- বাংলাদেশ নার্সিং কাউন্সিল সার্টিফিকেটধারী হতে হবে।
- সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং সনদধারী হতে হবে।
- অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে জরুরী ভাবে প্রতিদিন (যতদিন উপযুক্ত প্রার্থী না পাওয়া যাবে ততদিন পর্যন্ত) সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ৭:০০ টার ভিতর ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর Help Desk এ এসে যোগাযোগ করতে জানানো যাচ্ছে।
বি:দ্র: যেহেতু আবেদনের শেষ তারিখ উল্লেখ করা নেয় সেহেতু হাসপাতাল যাবার আগে আবশ্যয় সিউর হয়ে যাবেন লোক নেওয়া হয়েছে কিনা। যোগাযোগ নাম্বার: ০১৭১২ ৮৩৯৯৯০
যোগাযোগ ঠিকানা:
ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড
ঠিকানা: এম. এ মতিন সড়ক, নিউমার্কেট, (মেইন গেইট), সিরাজগঞ্জ
মোবাইল: ০১৭১২ ৮৩৯৯৯০
ই-মেইল: brighthospital16dec@gmail.com
ঠিকানা: এম. এ মতিন সড়ক, নিউমার্কেট, (মেইন গেইট), সিরাজগঞ্জ
মোবাইল: ০১৭১২ ৮৩৯৯৯০
ই-মেইল: brighthospital16dec@gmail.com

Advertisement