অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত অ্যাপোলো ক্লিনিক হলো “জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড”এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই মুহূর্তে, অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি, ঢাকার জন্য বেশ কিছু পদে নার্স নিয়োগ দেওয়া হবে। জরুরি ভিত্তিতে নিম্ম লিখিত পদে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির সারসংক্ষেপ:
- কর্মক্ষেত্র: অফিসে
- পদ সংখ্যা: নিদিষ্ট নয়
- বেতন: আলোচনা সাপেক্ষ
- চাকরির ধরন: ফুল টাইম
- কর্মস্হল: ঢাকা (ধানমন্ডি)
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৪
- পদের নাম: নার্সিং সুপারভাইজার, ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স ও জুনিয়র স্টাফ নার্স
- বিভাগ: নার্সিং সার্ভিস, ওয়ার্ড, কেবিন, ইমার্জেন্সি, ওটি, পোস্ট অপারেটিভ, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালাইসিস
কারা আবেদন করতে পারবেন?
- সুপারভাইজার পদে: বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী। বিএনএমসি রেজিটেশনসহ কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইনচার্জ পদে: বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী। বিএনএমসি রেজিটেশনসহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র স্টাফ নার্স পদে: বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী। বিএনএমসি রেজিটেশনসহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- জুনিয়র স্টাফ নার্স পদে: কারিগরি শিক্ষা বোর্ড থেকে ০৩ বছরের নার্সিং সম্পন্নসহ কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রে পদের নাম, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ আগামী ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০- বিকাশ ৫.০০) নিম্ন লিখিত ঠিকানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা ই-মেইল-এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের ঠিকানা: বরাবর, সিইও অ্যাপোলো ক্লিনিক, ধানমতি, ঢাকা, ৬৪ সাত মসজিদ রোড, ধানমন্ডি সি/এ, ঢাকা-১২০৫। ই-মেইলে আবেদনের ঠিকানা: hrd-career@apollojmi.com (সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)।
যোগাযোগ ঠিকানা:
অ্যাপোলো ক্লিনিক (জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিঃ)
ঠিকানা: ৬৪ ৭ মসজিদ রোড, ধানমন্ডি সি/এ, ঢাকা-১২০৫
হেল্পলাইন: ০৯৬৭৭৪৪৪২২২
ই-মেইল: hrd-career@apollojmi.com
ঠিকানা: ৬৪ ৭ মসজিদ রোড, ধানমন্ডি সি/এ, ঢাকা-১২০৫
হেল্পলাইন: ০৯৬৭৭৪৪৪২২২
ই-মেইল: hrd-career@apollojmi.com

Advertisement