অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত আল বারাকা হাসপাতালের জন্য “ডায়ালাইসিস নার্স” পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
নার্স পদে চাকরির সারসংক্ষেপ:
- কর্মক্ষেত্র: অফিসে
- পদ সংখ্যা: ০২ জন
- কর্মস্হল: শরীয়তপুর
- বেতন: আলোচনা সাপেক্ষ
- চাকরির ধরন: ফুল টাইম
- অভিজ্ঞতা: সর্বনিম্ন ১ বছর
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরুর তারিখ: ২২ অক্টোবর ২০২৪
- আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞত:
- ডিপ্লোমা ইন নার্সিং।
- বিএনএমসি রেজিটেশন থাকতে হবে।
- হাসপাতালে ০১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
অন্যান্য সুবিধাসমূহ:
- ওভারটাইম ভাতা
- পারফরম্যান্স বোনাস
- বেতন পর্যালোচনা: বার্ষিক
- উৎসব ভাতা: ১টি (বার্ষিক)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৬/১১/২০২৪ ইং তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জীবন বৃত্তান্ত/ সিভি ই-মেইল (albarakahospital24@gmail.com) আপনার সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ ঠিকানা:
আল বারাকা হাসপাতাল
ঠিকানা: হাসপাতাল গেট, সদর রোড, শরীয়তপুর
ই-মেইল: albarakahospital24@gmail.com
ঠিকানা: হাসপাতাল গেট, সদর রোড, শরীয়তপুর
ই-মেইল: albarakahospital24@gmail.com

Advertisement