আবহাওয়ার খবর ২০২৪ (রোববার ০৫-০৫-২৪)
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা গত শুক্রবার থেকেই কিছুটা কমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছেন, আজ রোববার দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অবশ্য আজ থেকে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানা গেছে আজ সকাল থেকে ঢাকাসহ, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গতকাল “শনিবার” দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রাজধানীর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সথে কোথাও কোথাও অশান্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়াও দেশের অনান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশে মে মাসে সব থেকে বেশি বজ্রঝড় হয়। এরপর জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস হয়ে থাকে। কিন্তু এবছর এখন পর্যন্ত মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে। তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটাও অস্বাভাবিক ভাবে হয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা প্রকৃতির এ আচরণকে অস্বাভাবিক বলে মনে করেন।
বৃহস্পতিবারের বৃষ্টিতে দেশের মাটির কিছুটা স্বস্তি ফিরলেও শুক্রবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ ফিরে এসেছে। তবে আবহাওয়াবিদের মতে, এই সপ্তাহেই বৃষ্টি বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন।
ঝড়বৃষ্টি হতে পারে কাল সোমবার থেকে
আবহাওয়া অধিদপ্তর বলেছেন, দেশের বিভিন্ন স্তানে একটানা ছয় দিন ধরে ঝড়-বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই ঝড়বৃষ্টি এবং থাকবে পরবর্তী ৫দিন।। একটানা কয়েক দিনের বৃষ্টির পরে তাপপ্রবাহ কমে যেতে পারে।
এখন কালবৈশাখীর সময় যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। যে কারণে নিজেদের সুরক্ষার জন্য সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া অফিসাররা।
আবহাওয়াবিদের মতে, সোমবার (০৬ মে ২০২৪) থেকে দেশের বিভিন্ন স্থানে বজ্রঝড় শুরু হতে পারে। এমনিতেই এখন দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে, তবে তা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, “পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে”। যার প্রভাবে গত শুক্রবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া দেশের অনান্য স্থানে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক ছিল। পাবনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
চাঁদপুর জেলা এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা আজ থেকে কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আজ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে
আজ দুপুরে দেশের ২ অঞ্চলের ওপর দিয়ে ঝড় হওয়ার সম্ভবনার রয়েছে। ঝড় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে বলে আশক্ষা করছেন আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদের মতে, নোয়াখালী অঞ্চরের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে।
অন্যদিকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
মে মাসে আরো ৫টি তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে
চলতি সপ্তাহে বৃষ্টিতে দেশের সব জায়গায় তাপমাত্রা কমতে পারে বলে জানা গেছে। তবে আগামী শনিবারের (১১ মে ২০২৪) পর থেকে আবারও তাপপ্রবাহ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহওয়াবিদ অফিসারগন। মে মাসে ২টি অতি তীব্র তাপপ্রবাহ এবং ৩টি ছোট বা মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এপ্রিল মাসের মতো অতোটা তীব্র না হলেও মে মাসের প্রথম সপ্তাহে ভ্যাপসা গরমে পুরছে রাজধানী ঢাকা। কিন্তু আসার আশার আলো দেখিয়ে আবহাওয়াবিদ জানান, আজ রাতে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।
তাপমাত্রা নিয়ে আবহাওয়াবিদগন জানান, সাধারণত মে মাসের গড় তাপমাত্রা থাকে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এ বছর মে মাসে স্বাভাবিকের চেয়ে গড় তাপমাত্রা বেশি থাকবে। আগামী মে মাসের ১১ তারিখের পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে এপ্রিলের চেয়ে মে মাসের তাপমাত্রা কিছুটা কম থাকবে।
আবহাওয়াবিদগন আরও জানান, সোমবারের (০৬ মে ২০২৪) পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি বছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রবৃষ্টি হয়। এবারও তেমনই হতে পারে।