প্রিয়তমা ও রাজকুমারের পর তুফানের উন্মাদনায় ভাসছেন বাংলা সিনেমা প্রেমিরা

তুফান

বাংলা সিনেমার ইতিহাসে হঠাৎ করেই যেন নতুন পাল উঠেছে। একের পর এক নতুন মুভি মুক্তির পর পরি দেখা যাচ্ছে দর্শকের বাধ ভাঙা জোয়ার। বিশেষ করে একটি নাম “সাকিব খান” সবার আগে চলে আসে।

গত বছরের ঈদুল আযহায় মুক্তি পায় সাকিব খান ও ইধিকা পালের অভিনীত প্রিয়তমা সিনেমাটি। যেখানে চির পরিচিত সাকিব খানকে দেখা যায় এক অন্যরকম লুকে। দেশ ও দেশের বাইরে প্রিয়তমার উন্মাদনা ছড়িয়েছে সমানতালে। বাংলাদেশী সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডও ভেঙেছিল প্রিয়তমা। এরপর এসেছে রাজকুমার। রাজকুমার মুক্তি পেয়েছে মাত্র এক মাস হতে চলেছে। এখনো এর রেশ কমেনি দর্শকদের মন থেকে। সিনেমা হলগুলোতেও চলছে এখনো পুরো দমে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে শাকিব খানের আরো একটি বিগ বাজেটের সিনেমা তুফানের উন্মাদনা।

তুফানের পোস্টার প্রকাশ

সাকিব খানের জন্মদিনে তুফানের একটি লুকিং পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে সাকিব খানকে দেখা গিয়েছে একজন গ্যাংস্টারের রুপে। এরপর সোসিয়্যাল মিডিয়ায় তুফানের একটি শুটিং চলাকালিন ফটো ছড়িয়ে পরে। এরপর থেকেই যেন তুফান আসছে অন্য রকম একটি গতি নিয়ে। আগ্রহ এবং প্রত্যাশা সবার মনে অনেক বেশি উন্মাদনা ছড়াচ্ছে।

রাজকুমার মুভির মুক্তির পরপরি ১৩ই এপ্রিল শনিবার সন্ধ্যায় সাকিব খান রওনা হয়েছেন তুফান সিনেমার শুটিং এর জন্য কলকাতায়। এরপর ১৫ই এপ্রিল সোমবার থেকে বহুল আলোচিত রায়হান রাফী পরিচালিত তুফান সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন। প্রায় একমাস চলবে ভারতের বিভিন্ন স্থানে তুফানের শুটিং।

তুফান সিনেমার গল্প

নব্বই দশকের একজন গ্যাং স্টারের জীবণের কাহীনি নিয়ে এগিয়ে যাবে তুফান সিনেমা। সাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের পরিচিত এবং সবার মুখে মুখে থাকা গ্যাংস্টারের চরিত্রে। সাকিব খানের জন্মদিনে একটি লুকিং পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি সাকিব ভক্তরা লুফে নিয়েছেন। 

এখন পর্যন্ত যতদুর জানা যায় চরকি ও আলফা আই এর যৌগ প্রযোজনায় মুক্তি পাবে তুফান। তবে এর সাথে ভারত থেকে এসভিএফ যুক্ত থাকবেন প্রযোজনায়।

তুফান সিনেমায় যাদেরকে দেখা যাবে

তুফান সিনেমায় শাকিব ছাড়াও যাদের দেখা যাবে তারা হলেন: কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের আয়নাবাজি খ্যাত নাইকা নাবিলা। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

কতটা সাড়া ফেলবে তুফান?

রায়হান রাফীর প্রযোজনায় এখন পর্যন্ত যে কয়টি সিনেমা প্রকাশিত হয়েছে সবগুলোই ব্যাবসা সফল হয়েছে। এদিক থেকে বিবেচনা করে বললে ধরে নেয়া যায় তুফান সিনেমাটিও বাজিমাত করবে। আবার সুপার স্টার শাকিব খানের পরপর দুটি সিনেমা হিট হবার পর সম্পূর্ণ নতুন লুকে আসা তুফান সিনেমাটি পূর্বের প্রিয়তমা ও রাজকুমারকে ছাড়িয়ে যাবে, সেটা স্পস্ট হয়ে গিয়েছে সামান্য একটি লুকিং পোস্টার প্রকাশ পাবার পরপরি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top