ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সিনিয়র স্টাফ নার্স পদের চাকরির সারসংক্ষেপ:
- খালি পদ: নির্দিষ্ট নয়
- বয়স: অনুর্ধ ৩০ বছর
- কর্মস্হল: চট্টগ্রাম
- বেতন: হাসপাতালের বেতন কাঠামো অনুযায়ী। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
- চাকরির ধরন: ফুল টাইম
- আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৪
কারা আবেদন করতে পারবেন:
- যে কোনো সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং / ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেট ধারীরা আবেদন করতে পারবেন (সবাই আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই)।
- BNMC সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন করবেন কিভাবে?
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ৩০ মে ২০২৪ইং তারিখের মধ্যে সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পূর্ব শাহী ঈদগাহ সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে। আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও নাগরিকত্ত্বের সার্টিফিকেট / এন আই ডি কার্ড এর ফটোকপি / জন্ম নিবন্ধন এর কপি ও মোবাইল নম্বর সহ হার্ড কপি সরাসরি / ডাকযোগে অথবা সফট কপি পিডিএফ করে ই-মেইলে (ই- মেইল : nhfsyl@yahoo.com) দাখিল করতে হবে।
শুধুমাত্র বৈধ আবেদন কারীদের সাথে সাক্ষাত কারের জন্য মোবাইল ফোন / এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে।
যে কোনো প্রয়োজনে কল করতে পারেন ০৮২১-৭২৮৪১৩, ০১৭৮৭ ৪৮৭১১৭ এই নাম্বারে (সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প্রযান্ত)।
সাধারণ সম্পাদক
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট।
ঠিকানা: পূর্ব শাহী ঈদগাহ, টিভি গেইট, সিলেট।
ফোন: ০৮২১-৭২৮৪১৩, ০১৭৮৭ ৪৮৭১১৭
ই-মেইল: nhfsyl@yahoo.com
ওয়েবসাইট: www.nhfsyl.org
হাসপাতালের সংক্ষিপ্ত বিবারণ:
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট ১০০ শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি কার্ডিয়াক হাসপাতাল। যেখানে একটি সম্পূর্ণ কার্যকরী ইমার্জেন্সি, সিসিইউ, পিসিসিইউ, ডায়াগনস্টিক ল্যাব, ক্যাথল্যাব, হাইব্রিড কার্ডিয়াক ওটি, ওয়ার্ড এবং কেবিন রয়েছে। যা বহিরাগত এবং ইনপেশেন্ট উভয়ের ক্ষেত্রে সঠিক সেবা প্রদান করতে সক্ষম। পর্যায়ক্রমে এটিকে ২০০ শয্যা বিশিষ্ট কার্ডিয়াক হাসপাতালে পরিণত করা হবে।
হাসপাতালটি বৃহত্তর সিলেট অঞ্চল থেকে প্রতি বছর প্রায় ১০,০০০ রোগীকে আক্রমণাত্মক এবং অ-আক্রমণাত্মক কার্ডিয়াক কেয়ার প্রদান করে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি
