ময়ে ময়ে (Moye Moye) মানে কি? কি আছে এই গানে? কেন মেতেছে সবাই এই গানে?

 

ময়ে ময়ে (Moye Moye)

২০২৩ সালে মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডের সেই গানটি নিয়ে টিকটক এবং ইউটিউবে এত বেশি শর্ট ভিডিও তৈরি হয়েছে যে তা কোনোনা কোনো সময় আমাদের সামনে চলেই এসেছে। একারণে ময়ে ময়ে গানটির অংশ বিশেষ কেউ শুনেননি এমন নেটিজেন খুজে পাওয়া সম্ভব হবেনা। এই জোয়ার শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে এবং সবার কাছে ভালোও লেগে যায়। গানটি ভাইরাল হবার প্রায় ১ বছর পেড়িয়ে গেলেও এখনো এর সুর যেন পুরোদমে নেটজুরে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে ফেজবুক ও টিকটকে যেন গানটির ডিমান্ড কমছেইনা।

তো চলুন তাহলে জানতে চেষ্টা করি কি আছে এই গানটিতে এবং কেনইবা সবার মুখে মুখে ছড়িয়েছে এতো দ্রুত।

ময়ে ময়ে মানে কি?

ময়ে ময়ে একটি সার্বিও শব্দ যার বাংলা অর্থ দুঃস্বপ্ন। গানের কথায় এবং সুরে এক গভীর বিষাদ ছড়ানো রয়েছে। গায়িকা তেয়া দোরা গানের মাধ্যমে বুঝাতে চেয়েছেন: দিনের পর দিন দুস্বপ্ন (ময়ে ময়ে) তাকে তাড়া করে চলেছে। এই দুস্বপ্ন থেকে মুক্তি পেতে এমন কারো জন্যে তিনি অপেক্ষা করছেন যে সকল দুস্বপ্ন ও বিষন্নতা দুর করতে পাশে এসে দাড়াবে। মাথায় হাত বুলিয়ে দেবে। কেউ তাকে বুঝুক, কি চায় কেন চায়? কিভাবে চায়?

জীবণের হাজারো কষ্ট ও দুখের মধ্যে একটু খড়কুটো ধরে বেচে থাকার আকুতি ফুটিয়ে তুলেছেন শিল্পী।

কিভাবে ময়ে ময়ে গানে সবাই ভেসেছে?

২০২৩ সালের ২২ মার্চ সর্বপ্রথম গানটি মুক্তি পায় ইউটিউব এবং স্পটিফাইতে। এটি একটি সার্বিয়ান গান। যার সংগীত প্রযোজনায় ছিলেন দুইটি প্রতিষ্ঠান, যথা: রেইম ও জুনির। মুক্তির প্রথম সাত মাসে ৪ কোটি ৭০ লাখ বার ইউটিউবে ভিউ হয়। মুক্তির ২ মাসের মধ্যেই গানটি অংশবিশেষ 'ময়ে ময়ে' ছড়ুিয়েছে টিকটকে। মূলত টিকটকে ভাইরাল হবার পরেই আরেক বার ঝড় ওঠে ইউটিউব ও ফেজবুকে। এরপর খুব অল্প সময়ের ব্যাবধানে বিশ্বব্যাপী গানটি পরিচিতি পায় সবার কাছে।

কে এই ময়ে ময়ে গানের শিল্পী?

সার্বীয় ভাষায় গানটি গেয়েছেন শিল্পী "তেয়া দোরা"। একাধারে তিনি শিল্পী, মডেল সুরকার এবং লেখিকাও এই গানটির। তবে গানটি তিনি যৌথভাবে লিখেছেন এবং সুরও বেধেছেন যৌগভাবে সুরকার লোকা জোভানোভিকের সাথে।

কিভাবে ময়ে ময়ে এতো জনপ্রিয়তা পায়?

গানটি সার্বিয়ার জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম ও জুনির ভেতারের ব্যানারে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ২২ মার্চ, ২০২৩। প্রকাশের পর গানটির অংশ বিশেষ ময়ে ময়ে টিকটকে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পর সবাই ইউটিউবে সার্স করতে শুরু করে। এভাবেই গানটি সবার কাছে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url