শাকিব খানের রাজকুমার সিনেমা কতটা ব্যাবসা সফল হলো?

রাজকুমার

মুক্তির আগে থেকেই সংশ্লিষ্ট সকলের আশা ছিল সিনেমাটি দর্শকের মন কাড়বে। যেমনটি দেখা গিয়েছিল গত বছরে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটিতে। শাকিব খানকে এক অন্য রকম চরিত্রে এবং অভীনয়ে দেখতে পেয়ে দর্শকের চাহিদাও আরো বেড়ে গিয়েছিল। তাই সবাই অপেক্ষায় ছিল রাজকুমার মুক্তির।

দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ঈদুল ফিতরের প্রথম দিন মুক্তি পায় ১৪৭টি সিনেমা হলে রাজকুমার। মুক্তির আগে থেকেই সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট কাটার ধুম পড়ে যায়। জয়জয়কার দেখা যায় সর্বত্র।

কতটা দর্শক টেনেছে রাজকুমার?

মুক্তির এক সাপ্তাহ পর সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রাজকুমার সবচেয়ে বেশি দর্শক টেনেছে। তাছাড়া নিয়মিত সিডিউলের বাইরে আরো বেশি পরিমাণে রাজকুমারের শো দেয়া হয়েছে দর্শকের চাপের কারণে। টিকিট বিক্রি এবং আয়ের দিক থেকে প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সকলে ধারণা করছেন।

দেশের বাইরেও শাকিব খানের রাজকুমার মুক্তি পেয়েছে। বরাবরের মতোই দর্শক টানছে বহুল আলোচিত এই সিনেমাটি। 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার ও দর্শকদের মন্তব্যের ভিত্তিতে স্পষ্ট হয়ে উঠেছে রাজকুমার সিনেমাটি কতটা ব্যাবসা সফল হয়েছে। শাকিব খানসহ সিনেমাটির সাথে সংশ্লিষ্ট সকলের দাবি, জনপ্রিয়তার দিক থেকে রাজকুমার প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে।

রাজকুমার সিনেমার দৃশ্য

কেমন ছিল রাজকুমার সিনেমার প্রথম দিন ?

এবারের ঈদে সিনেপ্লেক্সে আটটি বাংলা সিনেমা চলেছে। তার মধ্যে রাজকুমারের নাম ছিল সবার মুখে মুখে। সাধারণত দেখা যায় কোনো সিনেমা মুক্তির আগে এক বা একাধিক ট্রেলার মুক্তি পায়। কিন্তু রাজকুমারের ক্ষেত্রে তার ব্যাতিক্রম দেখা যায়। কোনো ট্রেলার মুক্তি না দিয়ে সরাসরি সিনেমা মুক্তি দেয়া হয়। এতে সিনেমা প্রেমিরা একটু অসন্তোষ ছিলেন। তবে সরাসরি সিনেমা দেখার পর অনেকের রাগ কেটে যায় এবং নিজেদের ভালোলাগার কথা জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

কত আয় করেছে রাজকুমার সিনেমা?

অফিশিয়ালভাবে এখনো পুরো আয়ের খবর প্রকাশ করেনি রাজকুমাট টিম। তবে টিকিট বিক্রি, শো এর পরিমান এবং হল সংখ্যার হিসাব থেকে আনুমানিক আয় হয়েছে বাংলাদেশ থেকে প্রায় ২৬ কোটি টাকা। অন্যদিকে দেশের বাইরে মুক্তির পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি টাকা আয় করতে পেরেছে রাজকুমার।

রাজকুমারের বক্স অফিস কালেকশন পূর্বের সব বাংলা সিনেমার ইতিহাসকে ছাড়িয়ে যাবে ধারণা করা হচ্ছে। বাংলা সিনেমার মাধে এক নতুন যোজার বইতে দেখা যাচ্ছে। যার একটি বড় অংশে রয়েছেন নাম্বার ওয়ান খ্যাত দেশের সবচেয়ে জনপ্রিয় বড় পর্দার নায়ক সাকিব খান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top