হিন্দু সম্প্রদায়ের লোক হয়েও অনেকেই হিন্দুধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন না। সবাই সব জিনিস জানবে বিষয়টা এমনও নয়, তবুও কিছু কিছু জিনিস জানা প্রয়োজন। যেমন ধরুন বর্তমানে গোটা বিশ্বে মোট কতটি হিন্দু দেশ রয়েছে, সেটা কিন্তু জানা প্রয়োজন। যদি আপনি বিশ্বে কতটি হিন্দু দেশ বা রাষ্ট্র রয়েছে তা না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলের মধ্যমে জেনে নিন কাজে লাগবে। আজকের এই আর্টিকেলে পৃথিবীতে কয়টি হিন্দু দেশ রয়েছে, হিন্দু ধর্ম কত বছর আগে এসেছে এবং পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
পৃথিবীতে হিন্দু দেশ কয়টি ?
হিন্দু দেশ হিসেবে পৃথিবীতে কোনো দেশকে এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি। তবে নেপাল, ভারত এবং মরিশাস এই তিনটি দেশে হিন্দু ধর্মের অনুসারীরা বেশি বসবাব করেন। এছাড়াও বিশ্বের ১২০ কোটিরও বেশি মানুষ হিন্দু ধর্মের অনুসারী। তাই আপনাদের জন্য নিচে টেবিল আকারে পৃথিবীর কোন দেশ কত শতাংশ হিন্দু ধর্মের অনুসারীরা বসবাস করেন তা তুলে ধরা হলো-
দেশের নাম | হিন্দুদের শতাংশ (%) |
---|---|
নেপাল | ৮০.৬% |
ভারত | ৮০.৫% |
মরিশাস | ৪৮% |
বাংলাদেশ | ৯.৩% |
গায়ানা | ২৮.৩% |
বাহরাইন | ৬.২৫% |
ইন্দোনেশিয়া | ২% |
ফিজি | ৩০% |
মালয়েশিয়া | ৬.৩% |
পাকিস্তান | ১.৫% |
কুয়েত | ১২% |
নিউজিল্যান্ড | ১% |
কাতার | ৬.৭% |
কেনিয়া | ১% |
ওমান | ৩% |
ভুটান | ২% |
কানাডা | ১% |
বেলিজ | ২.৩% |
হিন্দু ধর্ম কত বছর আগে এসেছে
সনাতন হিন্দু ধর্মের কোনো উৎপত্তি বা উৎপত্তিকাল নেই। সনাতন পরমেশ্বর যেরূপ সৃষ্টির প্রারম্ভ থেকেই বর্তমান ছিলেন, সেইরূপ সনাতন ধর্মও সৃষ্টির প্রারম্ভ থেকেই বর্তমান ছিল।
বেদবিহিত ধর্মই “সনাতন ধর্ম”।
সত্যধর্মই “সনাতন ধর্ম”। (মহাভারত- ৩/২৬৭/৬০)
হিন্দু ধর্ম হলো একটি প্রাচীন ধর্ম। এই ধর্ম কত বছর আগে পৃথিবীতে এসেছে তা এখন পর্যন্ত ইতিহাসবিদরাও সঠিক সময় নির্ধারণ করতে পারেননি।
ইতিহাস বিশ্লেষকদের মতে, ২,৫০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যদের মাধ্যমে ভারতবর্ষে হিন্দু ধর্ম প্রবেশ করে। সেদিক থেকে হিন্দু ধর্মের ৪,৫০০ থেকে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয়। কিন্তু অনেকেই আর্যদের ভারতবর্ষে আগমনে কথা বিশ্বাসই করেন না। আবার কেউ কেউ মনে করেন হিন্দুধর্মের উৎপত্তি হয়েছে ৪০০০ বছর আগে, তবে কেউই তার সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি।
পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত
হিন্দুধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম। ২০২৪ সালের হিসাব অনুসারে খ্রিস্টান ও মুসলিমের পর হিন্দুধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। পিউ রিসার্চ অনুসারে, বর্তমানে বিশ্বে ১২০ কোটিরও বেশি মানুষ হিন্দু ধর্মের অনুসারী। তাদের মধ্যে ৮০.৬% নেপালে এবং ৮০.৫% ভারতে বসবাস করেন।
এশিয়ার দেশগুলোতে অধিকাংশ হিন্দু ধর্মের অনুসারীদের পাওয়া যায়। সর্বাধিক হিন্দু নাগরিক এবং বাসিন্দার পঁচিশটি দেশের নাম হলো-
- নেপাল,
- ভারত,
- মরিশাস,
- বাংলাদেশ,
- পাকিস্তান,
- সংযুক্ত আরব আমিরাত,
- শ্রীলঙ্কা,
- মালয়েশিয়া,
- দক্ষিণ আফ্রিকা,
- ইন্দোনেশিয়া,
- যুক্তরাজ্য,
- ত্রিনিদাদ ও টোবাগো,
- কানাডা,
- মিয়ানমার,
- সৌদি আরব,
- সিঙ্গাপুর,
- গায়ানা,
- অস্ট্রেলিয়া ,
- ফিজি,
- ভুটান,
- কুয়েত,
- ওমান,
- কাতার,
- কুয়েত ,
- ইয়েমেন।
প্রাচীনকালে হিন্দু রাজ্যের উত্থান ঘটে দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে নেপাল, বার্মা , ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম জুড়ে হিন্দু ধর্ম ও তার ঐতিহ্য ছড়িয়ে পড়ে।