স্বামী স্ত্রীর হালাল বিনোদন

স্বামী স্ত্রীর হালাল বিনোদন

ধর্মীও বিধি নিষেধ মেনে চলা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অতিব জরুরী বিষয়। অনেকের ধারণা ধর্মীও নিয়ম-কানুন মেনে চললে কোনো বিনোদন করা যায় না। আবার অনেকের ধারণা ইসলামে বিনোদন নেই। যদিও এসব কথা মোটেও সঠিক নয়। ইসলাম ধর্মে অনেক বিনোদনের ব্যাবস্থা রয়েছে। শুধু ইসলাম নয় প্রত্যেক ধর্মের মানুষের জন্যই নিজ নিজ ধর্ম মেনে বিনোদনের সুযোগ রয়েছে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্কের নাম। যখন কোনো পুরুষ ও নারী একে অপরের জীবণ সঙ্গী হন তখন নিজেদের পাশাপাশি পরিবারের অন্য সদ্যদের দেখভাল করতে হয়। অনেকে অতি ব্যাস্ত হয়ে পরেন জীবণ যুদ্ধে ছুটতে গিয়ে। সারাদিনের ক্লান্তি দুর করতে তখন প্রয়োজন হয় হালাল বিনোদনের। যা সারাদিনের কষ্ট ও ক্লান্তি দুর করে মন ও শরীরকে পরবর্তী দিনের জন্য চাঙ্গা করে তুলবে।

হালাল বিনোদন কি এবং কোনগুলো?

শরীয়তের বিধি নিষেধ মান্য করে যে সকল বিনোদন করা যায় তার সবি হালাল বিনোদন। যে বিনোদনে ধর্মীও নিয়ম অমান্য হবেনা তার সবি করা যাবে। এমন কিছু হালাল বিনোদন সম্পর্কে উদাহরণসহ নিচে তুলে ধরা হয়েছে।

স্বামী-স্ত্রীর মধ্যে রসিকতা

বিবাহের পূর্বে আমরা বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সাথেই সবচেয়ে বেশি কথা বলে থাকি। কিন্তু বিবাহের পরে অবশ্যই বেশি কথা ও রসিকতা স্বামী- স্ত্রীর মধ্যেই হওয়া উচিৎ। স্বামী-স্ত্রী যদি একে অপরের সাথে মন খুলে কথা বলতে না পারে তবে এমনিতেই মন ভার হয়ে থাকবে। কোনো কাজে মন আসবেনা। তাছাড়া যে মানুষটির পাশে বসবেন, খাবেন, ঘুমাবেন তার সাথে যদি রসিকতা না থাকে তবে একসাথে থাকা সময়টুকু বিষন্নতায় ভরে যাবে।

স্বামী-স্ত্রী একে অপরের সাথে মসকরা করে বা দুষ্টামীর ছলে কথা বললে এমনিতেই মন ফ্রেশ হয়ে আসে। আর এটি অন্য যেকোনো বিনদনের থেকে উত্তম।

স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা

প্রতিযোগিতা যে কেবল শত্রু পক্ষের সাথেই হয় তা মোটেও নয়। প্রিয় মানুষের সাথে নিরিবিলি সময়ে সবার চোখ এড়িয়েও প্রতিযোগিতা হতে পারে। উদাহরণস্বরূপ একটি ঘটনা উল্লেখ করছি। হযরত আয়েশা (রাঃ) প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কনিষ্ঠ স্ত্রী ছিলেন। একদা এক সফরে চলার সময় দৌড় প্রতিযোগিতার সিদ্ধান্ত নিলেন। এসময় হযরত আয়েশা (রাঃ) অনেক দ্রুত গন্তব্য স্থলে পৌছে গেলেন নবী (সাঃ) এর আগে। এরুপভাবে আবারো একদিন দৌড় প্রতিযোগিতায় আয়েশা (রাঃ) হেড়ে গিয়েছিলেন। কারণ সে সময় পূর্বের তুলনায় অনেকটা মোটা ও ভারী হয়ে গিয়েছিলেন, তাই দৌড়ে জিততে পারেননি। এসময় নবী (সাঃ) বলেন, এই বিজয় সেই বিজয়ের বদলা। ঘটনাটির উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদ শরীফের ২৫৭৮ নং হাদীসে।

আমরাও স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে দৌড় প্রতিযোগিতা দিতে পারি। শুধু দৌড় কেন? পর্দার ব্যাঘাত হবেনা এমন যেকোনো কিছু করা যেতে পারে। আবার ঘরে বসে লুডু খেলা বা এমন অন্য কোনো খেলায় সময় কাটানো যেতে পারে। নিজেদের মধ্যে গান ও নাচো করা যেতে পারে। যে নাচ অন্য পুরুষের সামনে নিষিদ্ধ, সেটি স্বামী-স্ত্রীর জন্যে অনুমোদিত।

জ্ঞনার্জন ও বই পাঠ করা

এমন অনেক দম্পতি রয়েছেন যারা এখনো লেখাপড়া করছেন। অনেকে আছেন বি.সি.এস বা অন্য কোনো প্রতিযোগিতামূল পরীক্ষায় অংশ নেয়ার জন্য পড়ছেন। তাদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর উভয়ের অংশগ্রহণ অনেক গুরুত্ব বহন করে। যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে প্রতিদিনের পাঠ্য প্রতিদিন শেষ করেন তবে অনেকটা বিনোদনের মধ্য দিয়েই পড়ালেখা এগিয়ে যাবে। তাছাড়া একে অপরের তদারকিও করা হবে, ফলে আলসেমি ও সময়ের অপচয় কমে যাবে। আর যদি স্ত্রী পড়ালেখা না করতে চান তবে তিনি মাস্টারের ভূমিকায় স্বামীর পাশে থেকে তদারকি করে এগিয়ে নিতে পারবেন স্বামীর পড়ালেখা। স্বাভাবিক পড়ালেখার মধ্যে যেখানে বোরিং সময় পার হয়, সেখানে বিনোদনের মধ্য দিয়ে নিজের লক্ষ্যে পৌছতে পারবেন।

ঘুরতে যাওয়া ও পায়ে হাটা

বিনোদনের একটি বড় মাধ্যম কোথাও ঘুরতে যাওয়া। দামি রিসোর্ট বা পার্কে ঘুরতে যেতে হবে এমনটি মোটেও নয়। সকালে কিংবা বিকালে আশে পাশে কোথাও ঘুরতে গেলেন বা হাটা-হাটি করলেন… এতে বিনোদন পাবেন। সাথে একটু বাদাম চিবালেন বা কিছু খেলেন, ফলে মন ও শরীর উভয়ের জন্য উপকার হবে। তাছাড়া সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়া হালাল এবং উত্তম একটি কাজ।

হারাম বিনোদন থেকে বেচে চলার গুরুত্ব

যদি আপনি সর্বদা হালাল বিনোদনের মধ্যে থাকতে চান তাহলে সর্বগ্রথম জানা থাকতে হবে হারাম বিনোদন কোনগুলো। হালাল-হারামের পার্থক্য করতে না পারলে সবকিছু এলোমেলো লাগতে পারে। শরীয়তের বিধান অনুসারে মদ্যপান, উদ্দম নাচ-গান, যাত্রা-পালা কিংবা এমন কোনো অনুষ্ঠান যেখানে বেপর্দায় চলাফেরা ও অংশগ্রহণ হয়ে থাকে তার সবি হারাম। বর্তমান সময়ে বিয়ের মতো পবিত্র দিনেও অনেক মানুষ না জেনে বুঝে হালাল বিনোদনের পরিবর্তে হারাম বিনোদনে মেতে উঠেন। তাই নিজ ধর্ম ও ধর্মীও অনুশাসন সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করা প্রয়োজন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top