টিকটিকি গায়ে পড়লে কি হয় ।। টিকটিকির রক্তের রং কি

টিকটিকির রক্তের রং কি

টিকটিকি একটি সরীসৃপ প্রানী। টিকটিকি ইংরেজি নাম lizard এবং Hemidactylus frenatus হলো বৈজ্ঞানিক নাম। এটি গৃহ-গিরগিটি, এশীয় গৃহ-টিকটিকি, প্রশান্ত মহাসাগরীয় গৃহ-টিকটিকি, দেয়াল টিকটিকি ও চন্দ্র-গিরগিটি নামেও পরিচিত। এই টিকটিকি নিয়ে আমাদের ভ্রান্ত ধারনার কোনো শেষ নেয়।

টিকটিকি গায়ে পড়া ভালো নাকি খারাপ?

জ্যোতিষশাস্ত্র ও শকুন শাস্ত্র মতে, ব্যক্তির জীবনে ঘটে যাওয়া সাধারণ ঘটনা দেখে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। বাড়িতে অনেক সময় হঠাৎ করে মানুষের গায়ে টিকটিকি পড়ে যায়। যা থেকে ওই ব্যক্তির জীবনের ভালো-মন্দ ঘটনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক গায়ে বা শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কি হয় বা কি হতে পারে তা জেনে নেওয়া যাক—

  1. কোনো ব্যক্তির পেটে টিকটিকি পরলে সেই ব্যক্তির অর্থ ও অলঙ্কার বৃদ্ধি পেতে পারে।
  2. কোনো ব্যক্তির জঙ্ঘায় টিকটিকি পড়লে সেই ব্যক্তি অপ্রত্যাশিত অর্থ লাভ করতে পারেন।
  3. কোনো ব্যক্তির ডান হাতে টিকটিকি পড়লে তার অর্থ লাভ হতে পারে। আবার বাঁ হাতে টিকটিকি পড়লে আর্থিক ক্ষতি হতে পারে।
  4. কোনো ব্যক্তির ঘাড়ে টিকটিকি পড়লে সেই ব্যক্তি সৌভাগ্য ও যশ লাভ করতে পারেন। আবার কোনো ব্যক্তির গলায় টিকটিকি পড়লে তার শত্রুনাশ হতে পারে।
  5. কোনো ব্যক্তির ডান হাতের তালুতে টিকটিকি পড়লে সেই ব্যক্তির নতুন বস্ত্র লাভ হতে পারে। আবার বাঁ হাতে টিকটিকি পড়লে তার আর্থিক লোকসান হতে পারে।
  6. কোনো ব্যক্তির মাথার উপর টিকটিকি পড়লে সেই ব্যক্তির সুখ, সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে। এছাড়াও তার জীবনের বিশেষ ব্যক্তির সাথে দেখা হতে পারে।
  7. কোনো ব্যক্তির ওপরের ঠোঁটে টিকটিকি পড়লে তার আর্থিক ক্ষতি হতে পারে। আবার কোনো ব্যক্তির নিচের ঠোঁটে টিকটিকি পড়লে সেই ব্যক্তি প্রচুর অর্থ লাভ করতে পারেন।
  8. কোনো ব্যক্তির বাঁ কাধে টিকটিকি পড়লে তার নতুন নতুন শত্রু তৈরি হতে পারে। আবার কোনো ব্যক্তির ডান কাঁধে টিকটিকি পড়লে সেই ব্যক্তি বিবাদ ও যুদ্ধ জয়লাভ করতে পারেন।
  9. কোনো ব্যক্তির বুকের ডান পাশে টিকটিকি পড়লে সেই ব্যক্তির আনন্দ লাভ হতে পারে। আবার কোনো ব্যক্তির বুকের বাঁ পাশে টিকটিকি পড়লে সেই ব্যক্তির পারিবারিক কলহ হতে পারে।
  10. কোনো ব্যক্তির ডান চোখে টিকটিকি পড়লে সেই ব্যক্তির প্রিয় বন্ধুর সথে হঠাৎ করে দেখা হতে পারে। আবার কোনো ব্যক্তির বাঁ চোখে টিকটিকি পড়লে সেই ব্যক্তি বড়সড় কোনো ক্ষতির সমুখিন হতে পারেন।

টিকটিকির রক্তের রং সাদা নাকি লাল?

টিকটিকির রক্তের রং সাদা।

টিকটিকির রক্তে হিমোগ্লোবিন থাকে না যে কারণে টিকটিকির রক্তের রং সাদা হয়। আবার "Prasinohaema" নামক সরীসৃপ (রেপটাইল) রয়েছে, যাদের রক্তের রং সবুজ হয়। এটাও এক ধরনের টিকটিকি। এদের রক্তের রং সবুজ কারণ হলো এদের রক্তের হিমোগ্লোবিন ভেঙে "বিলিভার্ডিনে" পরিণত হয়।

নোট: অনেকে বিশ্বাস করে টিকটিকির রক্তের রং লাল। তাদের ধারণা আমাদের দেশের অনেক সাধারণ জ্ঞানের বইয়ে “টিকটিকির রক্তের রঙ সাদা” এই তথ্যটা ভূল লিখা রয়েছে। তবে তারা এর কোনো সঠিক প্রমান দিতে পারেন নি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url