রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উপাদান গুলো আলোচনা কর?

রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উপাদান গুলো আলোচনা কর

রাষ্ট্র কাকে বলে?

জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই উপাদান গুলো নিয়ে গঠিত সংগঠনকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের উপাদানগুলো নিচে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে।

রাষ্ট্রের উপাদান চারটি যথা-
  1. জনসমষ্টি,
  2. নির্দিষ্ট ভূখণ্ড,
  3. সরকার ও
  4. সার্বভৌমত্ব।

জনসমষ্টি:

জনসমষ্টি হলো একটি রাষ্ট্রের প্রথম উপাদান। রাষ্ট্র গঠন করার জন্য জনসমষ্টি অপরিহার্য। জনশূন্য মরুভূমিতে বা জনহীন অরণ্যে রাষ্ট্র গঠন করা কখনোই সম্ভব নয়। কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা জনসাধারণকে জনসমষ্টি বলা হয়। তবে জনসংখ্যার নির্দিষ্ট কোনো সংখ্যা নেয়। রাষ্ট্রের জনসংখ্যা বেশি বা কম, এমনকি অধীকও হতে পারে।

নির্দিষ্ট ভূখণ্ড:

নির্দিষ্ট ভূখণ্ড হলো একটি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড বলতে সাধারণত নির্দিষ্ট একটি ভৌগোলিক সীমানার স্থলভাগ, জলভাগ এবং উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।

ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনাও করা যায় না। কেননা শুধুমাত্র নির্দিষ্ট ভূখণ্ডের অভাবে যাযাবর জাতি রাষ্ট্র গঠন করতে ব্যার্থ হয়েছিল। জনসমষ্টির মতো নির্দিষ্ট ভূখণ্ডেও সীমারেখার কোন ধরা বাঁধা নিয়ম নেই। আয়তন দিক থেকে রাষ্ট্র ছোট বা বড় হতে পারে, তবে রাষ্ট্রের অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে।

সরকার:

জনগণের মুখপাত্র হল সরকার। কারণ সরকার একটি রাষ্ট্র পরিচালনা করে থাকেন। রাষ্ট্র গঠন করার জন্য সুসংগঠিত একটি সরকার দরকার, যার মাধ্যমে রাষ্ট্র ও সাধারণ জনগণের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত হবে এবং তা কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা জনগোষ্ঠীর একটি ছোট অংশ নিয়ে সরকার গঠিত হয়। আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগকে নিয়ে সরকার গঠিত হয়।

তবে সরকারের প্রকৃতি বা রূপ সকল রাষ্ট্রে এক নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন- রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার ইত্যাদি।

সার্বভৌমত্ব:

সার্বভৌমত্ব হলো রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সার্বভৌমত্ব বলতে সাধারণত রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু মাত্র জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকলেই রাষ্ট্র গঠিত হয় না।

সার্বভৌমত্ব ক্ষমতার দুটি দিক রয়েছে-
  1. রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
  2. রাষ্ট্রকে বহিরা শক্তির হাত থেকে রক্ষা করে।
সারসংক্ষেপ: রাষ্ট্র একটি ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। মানুষ রাষ্ট্রের মাধ্যমে নাগরিক জীবন শুরু করে। কারণ মানুষ রাজনৈতিক ও সামাজিক জীব। প্রত্যেকটি মানুষ কোন না কোন রাষ্ট্রের সদস্য। রাষ্ট্রের ৪টি মৌলিক উপাদান রয়েছে- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটি উপাদানই রাষ্ট্রের জন্য অপরিহার্য, যদি এর থেকে কোন একটি না থাকে তাহলে রাষ্ট্র গঠিত হতে পারে না।

বিশিষ্ট ব্যাক্তিদের মতে রাষ্ট্রের সংজ্ঞাসমহ নিম্নরূপ:

এরিস্টটলের মতে, “রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার মূল উদ্দেশ্য হলো স্বয়ংসম্পূর্ণ জীবন-যাপন করা।”

রুন্টসলির মতে, “কোন একটি নির্দিষ্ট ভূখণ্ডের রাজনৈতিক ভাবে সংগঠিত জন সমাজই হলো রাষ্ট্র।”

উড্রো উইলসন মতে, “কোন একটি নির্দিষ্ট ভূখণ্ডে আইনের মাধ্যমে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকেই রাষ্ট্র বলে।”

সুতরাং রাষ্ট্র বলতে সেই জনগোষ্টিকে বোঝায়, যারা নির্দিষ্ট একটি ভৌগোলিক সীমানায় বসবাস করে এবং সর্বোপরি বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বোতভাবে মুক্ত রাখতে একটি সরকার রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url