টিকটিকির উপকারিতা ও ক্ষতিকর দিক

টিকটিকির উপকারিতা

টিকটিকি একটি সরীসৃপ প্রাণী। এরা দিনের বেলায় লুকিয়ে থাকে এবং রাতে খাবার খাওয়ার জন্য পোকামাকড়ের খোজে বের হয়। এদেরকে ঘরের দেয়ালে চড়ে বেড়াতে দেখা যায় এবং "টিক টিক" শব্দ শুনে এদের উপস্থিতি বুঝা যায়। সে যাই হোক টিকটিকি চিনেন না বা কোনো দিন দেখেন নি এমন মানুষ খুজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কিন্তু অনেকেই এর উপকারিতা বা ক্ষতিকর দিকগুলো জানেন না। চলুন যেনে নেওয়া যাক টিকটিকির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে।

টিকটিকি উপকারিতা সমূহ:

মহান সৃষ্টিকর্তা উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেননি। টিকটিকির প্রয়োজন আছে বলেই একে সৃষ্টি করা হয়েছে। নিচে টিকটিকির কিছু ভালো দিক বা উপকারিতা উল্লেখ করা হলো-

  1. টিকটিকি প্রধানত উইপোকা, তেলাপোকা, মাকড়সা, মৌমাছি, ভিমরূল, পতঙ্গ, প্রজাপতি এবং বিভিন্ন ধরনের গুবরে পোকা খেয়ে জীবন ধারণ করে থাকে। টিকটিকি এই সব পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
  2. টিকটিকি মশা মাছি খেয়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এনকেফেলাইটিস ইত্যাদি মশা ও মাছি বাহিত রোগ প্রতিরোধে সাহায্য করে।

টিকটিকির ক্ষতিকর দিক:

আমাদের বাড়িতে যেসব টিকটিকি দেখতে পাওয়া যায়, সেসব টিকটিকি সাধারণত বিষাক্ত হয় না এবং এরা মানুষের কোনো ক্ষতিও করে না। টিকটিকি ক্ষতিকর প্রাণী না হলেও একে ছোট বড় সব বয়সের মানুষ কম বেশি ভয় পায়। নিচে টিকটিকির ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো-

  1. টিকটিকি বিপদের আভাস পেলে নিজেকে রক্ষা করার জন্য হাত পায়ে কামড় দিতে পারে।
  2. টিকটিকি কামড়ালে আক্রান্ত স্থানে ব্যথা অনুভব হতে পারে এবং আক্রান্ত স্থান ফুলে যেতে পাড়ে।
  3. টিকটিকি মল বা বমি খাবারের সাথে পেটে চলে গেলে বমি, ডায়রিয়া সহ পেটের বিভিন্ন সমস্যা হতে পারে।
  4. টিকটিকি খাবারে পড়লে সে খাবার খেলে বমি হতে পারে। এছাড়াও ভয় থেকে গা গোলানো, খিঁচুনি, মাথা ঝিমঝিম করতে পারে।
  5. টিকটিকি থেকে অনেকের অ্যালার্জি হয়। ফলে সেই সব মানুষ টিকটিকির সংস্পর্শে এলে আমবাত, চুলকানি এবং শ্বাসকষ্ট হতে পারে।
  6. টিকটিকি জামা কাপড়ের মধ্যে ঢুকে মলত্যাগ করে কাপড়ে দাগ ফেলে দিতে পাড়ে এবং তা থেকে গন্ধ হতে পারে।
  7. টিকটিকির গায়ে সালমোনেলা নামে এক ধরনের জীবাণু থাকে যা বড়দের জন্য মারাত্মক না হলেও বাচ্চাদের জন্য ভয়ানক মারাত্মক হতে পাড়ে।

টিকটিকি কি বিষাক্ত?

টিকটিকি বিষাক্ত নয়। বিশ্বের অনেক স্থানে টিকটিকি কে বিষাক্ত প্রাণী বলে মনে করা হয়। তবে টিকটিকির মল বা বমি যদি কোনো মানুষের পেটে চলে যায় তাহলে তার থেকে পেটে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আবার টিকটিকি যদি খাবারে পড়ে যায় তাহলেও নানা সমস্যা হতে পারে।

অনেকেই মনে করে যে টিকটিকি খাবারে পড়লে সেই খাবার খেলে মানুষ মারা যায় এটা ভূল ধারনা। যেমন যেসব সাপের বিষ নেয় তারপড়েও সেই সব সপ কামড়ালে শুধুমাত্র ভয়ের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে মানুষের মৃত্যু ঘটে। ঠিক তেমনি টিকটিকির ক্ষেত্রেও হয়ে থাকে।

এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ টিকটিকি কে শুভলক্ষণের বাহক বলে বিশ্বাস করেন। অন্যদিকে ফিলিপাইনের মানুষ টিকটিকির "টিক টিক" শব্দকে আসন্ন অতিথি বা চিঠির ইঙ্গিত বলে বিশ্বাস করেন। আমাদের দেশে প্রচলিত আছে যে, কোনো মানুষ কোনো একটা কথা বলার সময় টিকটিকি যদি ‘টিক টিক’ শব্দ করে থাকে তাহলে তা সত্য হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url