মনপুরা দ্বীপ

মনপুরা দ্বীপ

বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরা দ্বীপ, যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলা ভূমি। যার চারপাশে সবুজ-শ্যামল ঘেরা, সুবিশাল নদী, ধানের ক্ষেত, চতুর্দিকে বেড়ীবাঁধ, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগান। মনপুরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর এখানে ভিড় জমান পর্যাটকরা।

মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?

মনপুরা দ্বীপ ভোলা জেলার অবস্থিত।

মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে ভোলা জেলার কিছুটা অংশ জুড়ে মনপুরা উপজেলায় অবস্থিত। এই দ্বীপটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপের মোট আয়তন ১৪৪ বর্গমাইল (৩৭৩ বর্গ কিলোমিটার)। মনপুরা দ্বীপের উপকূলীয় অন্যান্য দ্বীপের মধ্যে হাতিয়া ও ভোলা দ্বীপ উল্লেখযোগ্য।

মনপুরা দ্বীপের অবস্থান:

মনপুরা দ্বীপের অবস্থান বঙ্গোপসাগরে।

বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা হলো মনপুরা। দ্বীপটি মেঘনার কোল ঘেসে জেগে ওঠেছে যার তিন দিকে রয়েছে মেঘনা নদী আর একদিকে বঙ্গোপসাগর। ভোলা জেলার সদর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের কোলঘেষে চারটি ইউনিয়ন নিয়ে মনপুরা উপজেলা গঠিত হয়েছে।

এর পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া, পশ্চিমে লালমোহন ও চরফ্যাশন উপজেলা, তজুমদ্দিনের কিছু অংশ অবস্থিত। উত্তরে তজুমদ্দিন উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে।

মনপুরা দ্বীপের চর সমূহ:

মনপুরা দ্বীপে ছোট বড় অনেক গুলো চর রয়েছে। এছাড়াও বনবিভাগের প্রচেষ্টায় সবুজ বিপ্লব গড়ে উঠেছে। এখানে মাইলের পর মাইল জুরে শুধু সবুজ বৃক্ষরাজি, যা বিশাল মনপুরা দ্বীপকে সাজিয়েছে সবুজের সমারোহে। শীতের মৌসুমে এখানে শত শত পাখির কলকাকলিতে মুখরিত থাকে। নিচে মনপুরা দ্বীপের চর সমূহ উল্লেখ করা হলো-
  • লালচর
  • ডাল চর
  • চর নিজাম
  • চর পিয়াল
  • চরমুজাম্মুল
  • চর নজরুল
  • চর পাতালিয়া
  • কলাতলীর চর
  • চর সামসুউদ্দিন

মনপুরা দ্বীপের ইতিহাস:

ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিঃ মিঃ দূরত্বে সাগরের বুকে অপরুপ সৌন্দর্য নিয়ে দাড়িয়ে রয়েছে মনপুরা দ্বীপ। তবে এই দ্বীপের নামকরণ নিয়ে অনেক মতভেদ রয়েছে। এখানকার স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতানুসারে, এই দ্বীপের অপরূপ সৌন্দর্য ও উপকূলবর্তী খাবার অথিতিদের মন জয় করত। যে কারণে দ্বীপের নামকরণ করা হয় মনপুরা।

আবার অনেকের ধারণা, শাহবাজপুর জমিদারের কাছ থেকে মনগাজী নামের এক লোক এই দ্বীপটি ইজারা নিয়েছিলের। ফলে তার নামের ওপর ভিত্তি করে এলাকার নামকরণ করা হয়।

আবার কেউ কেউ মনে করেন, অনেক বছর আগে মনগাজী নামে এক লোক বাঘের আক্রমনে মনপুরা দ্বীপে নিহত হন। এর পর তার নামানুসারে নামকরণ করা হয় মনপুরা।

মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে মনপুরা উপজেলা, যার বুকে লক্ষাধিক মানুষের বসবাস। একসময় পর্তুগীজদের এই দ্বীপে আস্তানা ছিল।

বর্তমানে ভূমি ক্ষয়ের প্রবল ঝুকিতে রয়েছে মনপুরা দ্বীপ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url