সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফল উৎপাদনে যথেষ্ট সফলতা অর্জন করেছে। বাজারে এখন সারা বছরই প্রায় সব ধরনের ফল পাওয়া যাচ্ছে। ফলের বাণিজ্যিক বাগান সৃজন, ফল চাষের জমি বৃদ্ধি, বসতবাড়িতে ফল গাছ সম্প্রসারণ, গবেষণা, ফল গাছের উত্তম ব্যবস্থাপনা, দেশি ফল খাওয়ার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দেশি ফলের নামের তালিকা:
ফল আমরা সবাই খায়। কিন্তু কোন গুলো আমাদের দেশের ফল আর কোন গুলো বিদেশি ফল তা আমরা অনেকেই জানি না। আপনিও যদি আমার মত বাংলাদেশের ফলের নাম না জেনে থাকেন তাহলে নিচ থেকে বাংলাদেশের ফলের নামের তালিকা দেখে নিন-
- কুল
- আম
- লিচু
- কাঁঠাল
- পেয়ারা
- ডালিম
- বেল
- কতবেল
- তেঁতুল
- আমড়া
- জলপাই
- জাম
- জামরুল
- গোলাপজাম
- কমলা
- চিনার
- লুকলুকি
- ডেউয়া
- কামরাঙা
- করমচা
- বেতফল
- তিমতোয়া
- বুটিজাম
- পুতিজাম
- কাউফল
- বঁইচি
- কাঠবাদাম
- জংলি বাদাম
- বন আম
- পেঁপে
- কলা
- ডুমুর
- আমলকি
- আশফল
- আতা
- বহেরা
- বাতাবী লেবু
- বিলিম্বি
- লটকন
- লালি আম
- শসা
- সফেদা
- সুপারি
- হরিতকী
- আদা জামির
- আকুরা
- আঙ্গুর
- আনারস
- পানিজাম
- পানিফল
- এলাচি লেবু
- কেওড়া ফল
- করুন জামির
- কাকজাম
- কাটাজামির
- কাঁকুর
- কাগজি লেবু
- কাজু বাদাম
- কাঁটাখাসি
- কালোজা
- কুমকই
- কুসুম ফল
- কেয়া ফল
- খিরাই
- খামো/ ঝানা
- খেজুর
- খুদিজাম
- বনজাম
- গজারী ফল
- গাব
- গাবগুলাল
- গোল ফল
- চামফল
- চালতা
- চিহুর
- চুকুর
- চেরি
- জলফই
- জামান ফল
- জারা লেবু
- জিলাপি ফল
- জংলী বাদাম
- জংলী বরই
- টক আতা
- তরমুজ
- তাল
- নারিকেল
- ডেওফল
- তমাল
- ডাম্বেল
- তুঁত
- তৈকর
- ননী ফল
- নলিজাম
- পইর
- পটকা
- পাটা গোটা
- পানকি চুনকি
- পিরালু
- ফলসা
- বন জাম
- বন বরই/ গোটবরই
- বহনারী
- বাওয়ালী ফল
- বাঙ্গি
- বিলাতি গাব
- বেউলাটুকি
- বেচি
- কাটাবহুরী
- ডুর
- ভোলাটুকি
- মন ফল
- মহুয়া
- মাখনা
- মাজুফল
- মুড়মুড়ি/ আমঝুম
- মুলাফল
- রাজকাউ
- লুটকি/ দাতরঙা
- শরিফা
- শরবতী ফল
- ট্যাং ফল
- প্যাশন ফল
- শরবতী লেবু
- শিয়াকুল
- সাতকরা
- সিঙ্গারা ফল
- সিহার ফল
- হামজাম/ কাউয়াডুলি
- হেতাল খেজুর
- অরবরই
- আকশি
বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে খুব ছোট দেখালেও এ দেশেই শতাধিক প্রজাতির ফল জন্মে। এ দেশে চাষ করা ফলের প্রজাতির সংখ্যা ৭০ এবং বুনো ফলের সংখ্যা ৬০, সব মিলিয়ে এ দেশে খাওয়ার যোগ্য ফল জন্মে ১৩০টি। এর মধ্যে ১০ – ১২টি প্রজাতির ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। যেমন কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা, পেঁপে, লিচু, তরমুজ, কুল, বিভিন্ন লেবু , নারকেল ইত্যাদি এগুলোকে প্রচলিত ফল বলা হয়।
অপ্রচলিত ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো কতবেল, বেল, তেঁতুল, জলপাই, আমড়া, জাম, গোলাপজাম, জামরুল, কমলা, লুকলুকি, চিনার, ডেউয়া, করমচা, কামরাঙা ইত্যাদি।
বুনো ফল হলো চাপালিশ কাঁঠাল, বেতফল, তিমতোয়া, বুটিজাম, আঁকুরা, পুতিজাম, বঁইচি, কাউফল, কাঠবাদাম, বাদাম, জংলি, বন আম ইত্যাদি।