খালি পেটে তেতুল খেলে কি হয়

খালি পেটে তেতুল খেলে কি হয়
তেতুল অনেক উপকারী একটি ফল। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং রক্তে চিনির মাত্রা ঠিক রাখতে তেতুলের তুলনা হয় না। এক কাপ তেতুল জলে ভিজিয়ে তাতে সামান্য নুন, গুড় বা চিনি মিশিয়ে খেলে পেট ফাঁপা বা বদহজম কমে যায়। এছাড়াও কোষ্ঠবদ্ধতা, স্কার্ভি রোগ, শরীর জ্বালাপোড়া সহ প্রভৃতি রোগ নিরাময়ে তেতুলের শরবত খুব উপকারী। তেতুলে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, তবে তেতুল সব সময় ভরা পেটে খেতে চেষ্টা করবেন এবং আতিরিক্ত তেতুল খাওয়া থেকে বিরত থাকবেন।

খালি পেটে তেতুল খেলে কি হয়:

তেতুল হল একটি অ্যাসিডিক ফল যে কারণে এই ফলটি খালি পেটে খাওয়া একেবারেই ঠিক নয়। কারণ খালি পেটে তেতুল খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা হতে পারে। খালি পেটে তেতুল খেলে উপকারিতার থেকে অপকারিতাই বেশি হবে তাই খালি পেটে তেতুল খাওয়া এড়িয়ে চলুন। চলুন নিচ থেকে জেনে নেওয়া যাক খালি পেটে তেতুল খাওয়ার অপকারিতা সমূহ:
  • খালি পেটে তেতুল খেলে প্রেসার লো হয়ে যেতে পারে।
  • খালি পেটে তেতুল খেলে পিওথলিতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
  • নিয়মিত খালি পেটে তেতুল খেলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে।
  • অতিরিক্ত তেতুল খেলে জন্ডিস এর মতো সমস্যা দেখা দিতে পারে।
  • নিয়মিত খালি পেটে তেতুল খেলে শরীরের ওজন দ্রুত কমে যেতে পারে।
  • খালি পেটে তেতুল খেলে শরীরে এসিডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
  • খালি পেটে তেতুল খেলে বা অতিরিক্ত তেতুল শরীরে এলার্জির মাত্রা বাড়িয়ে দিতে পাড়ে।
  • নিয়মিত বা অতিরিক্ত তেতুল খালি পেটে খেলে শরীরের কোনো অংশ কেটে গেলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।
  • খালি পেটে গ্লুকোজের মাত্রা এমনিতেই কম থাকে তার ওপর তেতুল খেলে তা আরো কমে যেতে পারে। কারণ তেতুল গ্লুকোজের মাত্রা কমাতে কার্যকারী ভূমিকা পালন করে।

তেতুল খাওয়ার উপকারিতা:

তেতুল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। নিচে তেতুল খাওয়ার উপকারিতা গুলো তুলে ধরা হলো-
  • তেতুল আমাদের শরীরের রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
  • তেতুলে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে ভেতর থেকে ভালো রাখতে সাহায্য করে।
  • তেতুল একটি ফাইবার সমৃদ্ধ ফল, যে কারণে নিয়মিত তেতুল খেলে হজমের সমস্যা দূর হয়ে যায়।
  • কাশি, সর্দি দূর করতে গরম পানিতে গোলমরিচ আর তেতুল মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়।
  • মাথার ত্বকে তেতুলের রস লাগালে ফলিকলের বৃদ্ধি ঘটে যা চুলকে অনেক গুন বেশি শক্তিশালী করে তুলে।
  • তেতুলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা আমদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
  • হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে তেতুল একটি কার্যকরী ফল। নিয়মিত তেতুল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যাবে।
  • তেতুলে রয়েছে হাইড্রক্সি সাইট্রিক এসিড, যা শরীরের চর্বি জমতে দেয় না। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা খাদ্য তালিকায় তেতুলের শরবত রাখতে পারেন।
  • ডায়াবেটিক রোগীদের জন্য তেতুল বেশ উপকারী একটি ফল। তেতুলে থাকা “অ্যান্টি ইনফ্লেমেটরি” উপাদান শরীরের শর্করার শোষণ ক্ষমতা কমিয়ে দেয় ফলে শর্করা নিয়ন্ত্রণে থাকে।
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top