রক্ত পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

রক্ত পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

খেলার সময় বা কাজ করার সময় অসতর্কতার কারণে শরীরের যে কোন অংশ কেটে যেতে পারে এবং কাটা অংশ থেকে রক্তপাত হতে পারে। মাঝে মাঝে কেটে যাওয়া স্থান ছোট হলেও রক্তপাতের পরিমাণ বেশি হতে পারে। কাটার স্থান ছোট হলে অধিকাংশ সময় নিজের থেকে রক্তপাত বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক সময় রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। যদি এমন হয়, তাহলে ঘরোয়া কিছু পদ্ধতিতে দ্রুত রক্তপাত বন্ধ করতে পারবেন। আজকে আমরা রক্ত পড়া বন্ধ করার ঘরোয়া উপায় নিয়ে নিচে আলোচনা করব।

রক্ত পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

কাটা অংশে চাপ দিয়ে ধরা: কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করার জন্য শুকানো পরিষ্কার কাপড় বা তুলো নিয়ে ৫ থেকে ১০ মিনিট চেপে ধরে রাখুন। এতে যদি রক্ত পড়া বন্ধ না হয় তাহলে আরো ৫ মিনিট চেপে ধরে রাখুন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তবে, কারো যদি এরপরেও রক্ত পড়া বন্ধ না হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

কফি পাউডার: কফি পাউডার রক্ত পড়া বন্ধ করতে বেশ কার্যকারী ভূমিকা পালন করে। তাই যে স্থান থেকে রক্তপাত হচ্ছে সেখানে কিছুটা কফি পাউডার ছিটিয়ে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

বরফ: শরীরের যেকোনো অংশ কেটে গেলে, নরম সুতি কাপড়ে এক টুকরা বরফ নিয়ে তা কাটা স্থানে হালকা করে ঘষে নিন। এভাবে কয়েক মিনিট ঘষে নিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি ফোলা ভাবও কমে যাবে।

টি-ব্যাগ: কেটে যাওয়া স্থানে ভেজা টি-ব্যাগ লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি ব্যথাও কমে যাবে। কারণ চায়ের মধ্যে থাকা ট্যানিক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে হারবাল চা ব্যবহার করা যাবে না। শুধু মাত্র ব্ল্যাক-টি ও গ্রিন-টি (ক্যাফেইনযুক্ত) ব্যবহার করতে পারবেন।

কাঁচা হলুদ: কাঁচা হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে বেশ পরিচিত। তাই কোনো স্থানে কেটে গেলে রক্ত পড়া বন্ধ করার জন্য কাটা স্থানে কাঁচা হলুদের সাথে অ্যালোভেরা মিশিয়ে লাগাল, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

লবণ পানি: লবণ পানি রক্ত পড়া বন্ধ করতে বেশ উপকারী। কাটা স্থানের রক্তপাত বন্ধ করতে সামান্য পানির মধ্যে ১ চিমটি লবণ মিশিয়ে কাটা স্থানটি পানিতে ডুবিয়ে রাখুন। কাটা স্থানে লবণ পানি লাগলে প্রথমে একটু জ্বালাপোড়া করতে পারে, কিন্তু কিছুক্ষনের মধ্যে জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে এবং রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে।

নোট: কাটা স্থানটি যদি ছোট হয় তাহলে উপরের উপাদানগুলো ব্যবহার করবেন। কাটা স্থান বড় বা গভীর হলে ডাক্তারের পরামর্শ গ্রহন করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url