মুদি দোকান বলতে সাধারনত আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানকে বুঝি। যে সব পন্য রান্না বা খাবারের জন্য প্রতিনিয়ত আমার ব্যাবহার করে থাকি, সেই সব জিনিস গুলো একত্রে যে দোকানে পাওয়া যায় তাকেই মুদির দোকান বলা হয়। আপনি হইতো নতুন মুদির দোকান দিবেন ভাবছেন, তাই মুদি দোকানের পণ্যের তালিকা ও মুদি দোকানের সুন্দর নামের তালিকা লিখে গুগলে খোজাখুজি করছেন তাহলে আমাদের আজকের এই পোষ্টটি শুধু আপনার জন্য। চলুন যেনে নেওয়া যাক মুদি দোকান সম্পর্কে।
মুদি দোকানের পণ্য তালিকা:
মুদির দোকান খুলবেন কিন্তু কি কি পন্য তুলবেন বুজতে পারছেন না। তাহলে আপনি প্রথমে নিচের উল্লেখিত পন্য গুলো দিয়ে শুরু করতে পারেন। পরে কাষ্টমারের চাহিদা বুঝে পন্য তুলে নিবেন। মুদি দোকানের পণ্যের তালিকা আপনাদের সুবিদার্থে নিচে উল্লেখ করা হল দেখে নিতে পারেন।
- চাল
- আটা
- লবণ
- ডাল
- মসুর ডাল
- ছোলার ডাল
- সয়াবিন তেল
- নারিকেল তেল
- সরিষার তেল
- চিনি
- চা পাতা
- পানি
- বিভিন্ন প্রকারের সাবান
- ডিটারজেন্ট পাউডার
- ব্রাশ
- পেস্ট
- সুজি
- সেমাই
- পাঁচফ্রণ
- ধনিয়া
- আদা
- হলুদ
- শুকনো মরিচ
- গোল মরিচ
- লবঙ্গ/ লং
- দারুচিনি
- তেজ পাতা
- এলার্চ
- জিরা
- মৌরি
- পেঁয়াজ
- রসুন
- বিভিন্ন প্রকারের বিস্কুট
- বিভিন্ন প্রকারের চিপস
- চানাচুর
- বাচ্চাদের খাবার
- ডিম
- আলু
- নুডুস
- গুড়া দুধের প্যাকেট
- আইসক্রিম (যদি ফ্রিজ থাকে)
- বিভিন্ন প্রকারের সফ ড্রিংক (স্পিড, ৭ আপ, টাইগার ইত্যাদি)
মুদি দোকানের সুন্দর নামের তালিকা:
অনেকেই নতুন দোকান খুলবেন ভাবছেন কিন্তু কি নাম দিবেন তা বুঝে উঠতে পারছেন না। আপনার সুবির্থে আমরা এখানে কিছু সুন্দর নাম তুলে ধরেছি আশা করছি আপনি আপনার মনের মত একটা নাম এখান থেকে পেয়ে যাবেন।
- সততা মুদি ভান্ডার
- লাল সবুজ মুদি ভান্ডার
- নিখাদ মুদি ভান্ডার
- ভরসা মুদি পণ্য বিতান
- কল্যাণ নিত্য পণ্য বিতান
- নিরাপদ মুদি ভান্ডার
- সতেজ নিত্য পণ্য ভান্ডার
- তাজা নিত্য পণ্য ভান্ডার
- বিশ্বস্ত মুদি পণ্য বিতান
- স্বদেশ বন্ধু নিত্য পণ্য বিতান
- জনতার আস্থা মুদি পণ্য বিতান
- জনতার মুদি ঘর
- জন বন্ধু মুদি ভান্ডার
- দেশ বন্ধু মুদি ভান্ডার
- জনপ্রিয় মুদি পণ্য বিতান
- আশার আলো মুদি ভান্ডার
- নব সূচনা নিত্য পণ্য বিতান
- স্বপ্ন বিলাস মুদি ঘর
- অগ্র দূত নিত্য পণ্য বিতান
- বিশুদ্ধ নিত্য পণ্য বিতান
- নিত্য প্রয়োজন মুদি ঘর
- অরণ্য মুদি ভান্ডার
- খাঁটি পণ্য মুদি ঘর
- বিশাল মুদি ভান্ডার
- সমাহার মুদি পণ্য বিতান
- পদ্মাবতী মুদি ভান্ডার
- আশার আলো মুদি ভান্ডার
- দাওয়াত মুদি ঘর
- সপ্নীল মুদি ভান্ডার
- সাদামাটা মুদি পণ্য বিতান
- বর্ণালী মুদি বিতান
- সোনার বাংলা মুদি ভান্ডার
- ন্যায্য মূল্য মুদি ভান্ডার
- একতা মুদি ঘর
- নবসূচনা মুদি ঘর
- সৌভাগ্য মুদি ঘর
- সদাই মুদি ঘর
- খাঁটি পণ্য মুদি বিতান
- জনতার আস্থা মুদি ঘর
- সূর্যালোক পণ্য বিতান
- অথবা মুদি ভান্ডার
- উত্তম জেনারেল স্টোর
- আকর্ষন পণ্য ভান্ডার
- ঐক্য জোট মুদি ঘর
- আত্মতৃতি মুদি ঘর
- নতুন মুদি পণ্য বিতান
Advertisement