গ্র্যান্ড খাল সম্পর্কে বিস্তারিত তথ্য

গ্র্যান্ড খাল

চীনের প্রাচীনতম একটি খাল হল "গ্র্যান্ড খাল"। আপনি যদি গ্র্যান্ড খাল সম্পর্কে যানতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। কারণ আজকে আমরা এই পোষ্টে গ্র্যান্ড খাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন নিচে থেকে জেনে নেওয়া যাক গ্র্যান্ড খাল সম্পর্কে।

গ্র্যান্ড খাল

গ্র্যান্ড খাল হলো চীনের মহাখাল বা বেইজিং হাংজু গ্র্যান্ড খালের অন্য নাম। এই খালটি বিশ্বের প্রাচীনতম ও দীর্ঘতম খাল বা কৃত্রিম নদী এবং এই গ্র্যান্ড খালের উদ্ভোদন করা হয় ৬১০ সালে। এই খালটি চীনের একটি বিখ্যাত পর্যটক গন্তব্য। গ্র্যান্ড খাল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে খালের প্রাচীনতম অংশটি নির্মিত, তবে খালের বিভিন্ন অংশগুলো ৫৮১সাল থেকে ৬১৮ সালে প্রথম সুই রাজবংশের সময়ে সংযুক্ত ছিল। পরবর্তীতে ১২৭১ সাল থেকে ১৬৩৩ সালে রাজবংশগুলো উল্লেখযোগ্যভাবে খালের পুনঃনির্মাণ করেন এবং তাদের মূলধন বেইজিংয়ে সরবরাহ করার জন্য তার রুট পরিবর্তন করেন।

গ্র্যান্ড খাল কোথায় অবস্থিত?

গ্র্যান্ড খাল চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং-এর মধ্যবর্তী স্থানে অবস্থিত।

খালটি বেইজিং থেকে শুরু করে থিয়েনচিন, শানতুং, হপেই, চচিয়াং ও চিয়াংসু প্রদেশের হাংচৌ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ছাং চিয়াং নদী এবং হুয়াংহো নদীকে সংযুক্ত করে। সুই সাম্রাজ্য প্রথম এই খালটির নির্মাণ কাজ শুরু করেন। খালের নির্মাণ কাজ বেইজিং-এ শুরু হয় এবং শেষ হয় হাংচৌ-এ।

গ্র্যান্ড খালের উচ্চতা:

খালের উচ্চতম স্থানটি ১৩৮ ফুট (৪২ মিটার), যেটি শানতুং প্রদেশের পর্বতমালায় অবস্থিত।

সাধারণত খালটি পাঁচটি নদী ব্যবস্থার জলবিভাজিকা অতিক্রম করে। তবে এগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য এতটায় কম যে এগুলো শুধুমাত্র একটি একক জলপথ হিসাবে কাজ করে। খালের তলদেশের উচ্চতা হংকংয়ের সমুদ্রতলের ১ মিটার থেকে ৩৮.৫ মিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। বেইজিংয়ে খালটির উচ্চতা ২৭ মিটারে, যে কারণে পাহাড় থেকে পশ্চিমে দিকে খালের জল প্রবাহিত হয়। বেইজিং থেকে থিয়ান চিনের দিকে, নানইয়াং উত্তর থেকে থিয়ানচিনের পর্যন্ত এবং নানউয়াং দক্ষিণ থেকে ছাং চিয়াং নদী পর্যন্ত জল প্রবাহিত হয়। চিয়াংনান খালের তলদেশের উচ্চতা সমুদ্রতল থেকে খুব কমই থাকে।

গ্র্যান্ড খালের দৈর্ঘ ও প্রস্থ:

গ্র্যান্ড খালের মোট দৈর্ঘ্য ১,১০৪ মাইল (১,৭৭৬ কিলোমিটার) এবং প্রস্থ ৩৬ মিটার।

ঐতিহাসিক ভাবে "হুয়াংহো নদী" প্রতি বছর বন্যার কারণে খালের নিরাপত্তা ও কার্যকারিতা হুমকির মুখে পড়ে যায়। শত্রু সৈন্যবাহিনী থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধকালীন সময়ে হুয়াংহো নদীর উচ্চ জলপ্রাচীরকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে বন্যা সৃষ্টি করা হয়েছিল। এর ফলে দুর্যোগ এবং দীর্ঘায়িত অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। অপব্যবহার ও অস্থিরতা সত্ত্বেও গ্র্যান্ড খালটি সুই যুগের পর থেকে চীনের শহুরে জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান অর্থনৈতিক বাজারকে উদ্বুদ্ধ করেছে। খালটি দ্রুত ব্যবসা-বাণিজ্যকে সহায়তা করেছে এবং চীনের অর্থনীতির উন্নতি করেছে। বর্তমানে পণ্য পরিবহনে এই খালের দক্ষিণ অংশ ব্যপক ভাবে ব্যবহার করা হয়।

পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?

পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল হল গ্রান্ড খাল।

পৃথিবীর দীর্ঘতম খাল হল গ্রান্ড খাল। গ্রান্ড খালের দৈর্ঘ্য ১,৭৭৬ কিলো মিটার। এটি একটি প্রাচীনতম খাল। এর অন্য নাম হলো বেইজিং হাংজু গ্র্যান্ড খাল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url