আমরা অনেকেই আরবিতে ফুল ফলের নাম জানি না। আবার অনেকের যানা ছিল কিন্তু এখন কেমন যানি ঠিক মনে নেয়। তবে নিজের সন্তানকে তো শিখাতে হবে, সে জন্য অনেকেই আনলাইনে খোজাখুজি করছেন। তাদের সুবিধার্থে আজকে আমরা আরবি ফল ও ফুলের নাম নিয়ে আলোচনা করব। যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সন্তানকে আরবি শিক্ষা দেওয়া, যাতে করে তারা বড় হয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। এখন হয়তো অনেকেই বলবেন আরবি না জানলে ভালো মানুষ হওয়া যায়? আবশ্যয় ভালো মানুষ হওয়া যায় তবে ধর্ম সম্পর্কে জ্ঞান থাকে না। সে যাইহোক কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কিছু ;আরবি ফল ও ফুলের নাম।
আরবি ফলের নাম
আরবি ফলের নাম যারা জানতে চান তাদের জন্য নিচে ৩০টি ফলের নাম আরবিতে বাংলাসহ দেওয়া হল। আপনিও যদি ;আরবি ফলের নাম জানতে চান তাহলে এখনি নিচ থেকে শিখে নিন-
- আম – মানজা/ আনাজ
- কমলা – বুরতুকাল
- খেজুর – তামার
- আপেল – তুফফাহ
- আঙুর – ইনাব
- কিসমিস – ঐযিব
- কলা – মাউষ
- পেঁপে -পাপায়া
- গাজর – জাজার
- লিচু – লিচি
- লেবু – লেমন/ লাইমুন
- নারিকেল – নারজেল
- কাঁঠাল – কাস্তাল
- শশা – খেয়ার
- টমেটো – বেনাডুরা
- আনারস – আনানাস
- বরই – বারকুল
- ডালিম – রুম্মান
- স্ট্রবেরি – ফারাওলা
- নাশপাতি – ইজাস/ আরমুদ
- কামরাঙ্গা – কারামবুলা
- গাব – কাকা
- বাদাম – লাওজ
- আমলকি – ইহিলিলাজ
- সুপারি – ফোফাল
- তরমুজ – হাফহাফ/ হাবহাব/ বিত্তিখ/ বিত্বিখ
- চেরি – ছামারুল কারয
- ম্যান্ডারিন – ইউসুফী
- ডুমুর – তীন
- জলপাই – যাইতুন
উপরের উল্লেখিত ফলের নাম ছাড়া আপনার জানা ;কোনো ফলের নাম থাকে তাহলে কমেন্ড করে জানাতে পারেন। আমরা পোষ্টে এড করে দিব।
আরবি ফুলের নাম
বাচ্চাকে শেখানোর জন্য অনেকেই আরবিতে ৫টি ফুলের নাম বা আরবিতে ১০টি ফুলের নাম লিখে গুগলে সার্চ করছেন তারা নিচ থেকে ফুলের নাম গুলো শিখে নিতে পাড়েন-
- গোলাপ – ওয়ারদাতুন
- চামেলি – ইয়াসমীন
- রজনীগন্ধা – মিসকুর রূম
- গন্ধরাজ – জার দীনিয়া
- শাপলা – ;যানবাক্বুন
- পদ্ম – নাইলূফার/ নীলুফার
- জুঁই – ইয়াসমীন
- সূর্যমুখী – যাহরাতুশ শামছি
- গাঁদাফুল – ক্বাতীফা
- জবা – আলওয়ারদুস সীনী
- গন্ধরাজ – ইয়াসমিন
- বেলি ফুল – যাহারতুণ বাতনুণ
উপরের উল্লেখিত ফুলের নাম ব্যতিত আপনার জানা কোনো ফুলের নাম থেকে থাকে তাহলে কমেন্ট করে জানতে পাড়েন। আমরা এড করে দিব এতে করে অন্যরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।