রাধা রানীর ১০৮ নাম বাংলা

রাধা রানীর ১০৮ নাম বাংলা

রাধা রানী হলেন আমাদের সনাতন ধর্মের দেবী, কৃষ্ণের প্রিয়তমা এবং পরমাপ্রকৃতি। রাধা রানী মূলত কোমলতা, প্রেম, ভক্তি ও করুণার দেবী হিসাবে পূজিত হন। তিনি দেবী লক্ষ্মীর অবতার এবং গোপীশ্রেষ্ঠা হিসাবেও তাকে বর্ণনা করা হয়। সনাতন ধর্মে রাধা রানীকে সর্বোচ্চ দেবী হিসাবে বিবেচনা করা হয়। তিনি হলেন নারীর প্রতিরূপ এবং কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি।

রাধা রানী কৃষ্ণের প্রিয়সী ছিলের তা আমরা সকলেই জানি। তিনি কৃষ্ণের সাথে মিলে অনেক লিলা করেছেন। তাদের প্রত্যেক লিলার একটি করে ভিন্ন ভিন্ন নামও রয়েছে যা আমরা সবাই জানি না। যে কারণে অনেকেই রাধা রানীর নাম জানতে নাম। আমরা আমদের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে রাধা রানীর ১০৮ নাম জানাতে চেষ্টা করব।

রাধা রানীর নাম বাংলায়:

আমাদের প্রিয় দেবী রাধা রানীর ১০৮ টি নাম রয়েছে। আপনিও যদি আমার মত রাধা রানীর ১০৮ নাম না যেনে থাকেন তাহলে নিচ থেকে রাধা রানীর ১০৮ নাম যেনে নিন।

  1. রাধা
  2. কৃষ্ণা
  3. শ্যামা
  4. শ্রীজি
  5. উত্তমা
  6. রাসেশ্বরী
  7. বিষ্ণু প্রিয়া
  8. কৃষ্ণ প্রিয়া
  9. বৃন্দাবনী
  10. কাঞ্চনাভ্য
  11. বেদপ্রিয়া
  12. হেমগাত্ৰা
  13. বেদ গঙ্গা
  14. বেনুরীতি
  15. চন্দ্ৰকান্তা
  16. কৃষ্ণ চন্দ্ৰ
  17. বেনু বাদ্য
  18. বৃষভানুজা
  19. রশিক-ঈশ্বরী
  20. কীর্তিদাকন্যাকা
  21. স্ত্রী রাস-বাসিনী
  22. শ্রীকৃষ্ণ প্রাণাধিক
  23. কৃষ্ণ স্বরূপিনী
  24. পরমানন্দ রুপিনি
  25. বৃন্দাবন বিনোদিনী
  26. শতচন্দ্ৰনি ভনান
  27. কৃষ্ণবামঙ্গসম্ভুতা
  28. গান্ধাব্ধারাধিকা
  29. দামোদরদ্বৈত সখি
  30. মাধব সঙ্গিনী
  31. আনন্দমঞ্জুরিজৈষ্ঠায়
  32. বৃন্দাবনেশ্বরী
  33. রাস বিলাসিনী
  34. গান্ধার্বিকা
  35. জীবন স্বরূপা
  36. সূর্য উপাসিকা
  37. বিশাখা সয়া
  38. দামাবরজো
  39. প্রেমস্বরূপিনী
  40. শ্রীগৌরাঙ্গী
  41. ক্রিয়েশ্বরীর
  42. আদ্যা শক্তি
  43. শ্যামপ্ৰণধণ
  44. কুলবতী
  45. নিত্য কেশরী
  46. মহেশ্বরী
  47. রাসবিহারী
  48. নিত্য বিহারিনী
  49. নব কিশোরী
  50. স্বধেশ্বরি
  51. ব্রজাধিপে
  52. অপদুন্ধারিণী
  53. অনুপমা
  54. কলাবতী
  55. ত্রিবেদভারতীশ্বরী
  56. সী ইন্দুমুখি
  57. ব্রজেশ্বরী
  58. ক্ষমেশ্বরি
  59. সুরেশ্বরি
  60. কৃপাবতি
  61. ইষ্ঠ ভক্তি প্রদায়িনী
  62. গোপেশ্বরী
  63. স্ত্রী অবনী ধারিণী
  64. শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী
  65. গোকুল ঈশ্বরী
  66. কৃষ্ণভক্তি প্রদায়িনী
  67. কুঞ্জনিবাসিনী
  68. দয়াময়ী
  69. নলিনাক্ষী
  70. করুণাময়ী
  71. কৌমারী
  72. কল্যাণী
  73. বল্লভী
  74. হরি প্রিয়া
  75. প্রধানা প্রকৃতি
  76. শ্রীশিবা
  77. ধাত্রী
  78. বৈজয়ন্তী
  79. মনোরোমা
  80. ত্রৈলোক্য মঙ্গলময়
  81. ক্ষমাবতী
  82. যোগেশ্বরী
  83. শান্তা
  84. সুগতি দায়িনী
  85. যোগগক্ষ্যা
  86. প্রেমাঙ্গী
  87. নরাঙ্গানা
  88. পূর্ণানন্দময়ী
  89. পরমার্থ প্রদায়িনী
  90. বংশীবট বিহারিনী
  91. নিধুবন নিবাসিনী
  92. নারী শিরোমনি
  93. রত্মা
  94. রমা
  95. পূর্ণা
  96. হরিণ নয়না
  97. শ্যামমোহিনী
  98. মদন মোহন মোহিনী
  99. ভবসাগর তরণী
  100. সুধামুখী
  101. সিন্ধু কন্যা
  102. মহাভাব স্বরূপিনী
  103. কৃষ্ণাত্মা
  104. সম্মোহিনী
  105. কৃষ্ণানন্দ প্রদায়িনী
  106. বৃন্দাবন বিহারী
  107. মহাভাব শিরোমনি
  108. বৃন্দাবন বিলাসিনী

রাধা-বল্লভ সম্প্রদায়ে, রাধাকে সর্বোচ্চ দেবতা হিসেবে পূজা করা হয়। অন্যত্র, চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত কৃষ্ণায়ত নিম্বার্ক সম্প্রদায়, স্বামীনারায়ণ সম্প্রদায়, পুষ্টিমার্গ, মহানাম সম্প্রদায়, বৈষ্ণব-সহজিয়া এবং গৌড়ীয় বৈষ্ণবধর্ম আন্দোলনে রাধাকে বিশেষভাবে পূজা করা হয়। রাধা রানীকে স্বয়ং কৃষ্ণের মেয়েলি রূপ হিসাবেও বর্ণনা করা হয়েছে। রাধা রানীর জন্মদিন রাধাষ্টমী হিসেবে পালন করা হয়।

রাধাকে মানব আত্মার রূপক হিসাবেও গন্য করা হয়, কৃষ্ণের প্রতি তার আকাঙ্ক্ষা ও ভালবাসাকে ধর্মতাত্ত্বিকভাবে ঐশ্বরিক সত্তা (ব্রহ্ম) এবং আধ্যাত্মিক বৃদ্ধির সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক হিসাবে দেখা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url