অজানা হাইব্রিড ঘাস চাষ পদ্ধতি

অজানা হাইব্রিড ঘাস

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ঘাস হল অজানা হাইব্রিড ঘাস। খামারিরা যারা গরু বা ছাগল পালন করেন তাদের জন্য এই ঘাসটি খুবি প্রয়োজন। কেননা বর্তমান বিশ্বে দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, কোনোভাবেই এই খাবার দিয়ে লাভ করা সম্ভম নয়। যে কারণে ঘাস ছাড়া গরু পালন করা একেবাড়েই অসম্ভম হয়ে পড়েছে। কিন্তু অনেকেই এই ঘাসটি চাষ করার পদ্ধতি জানেন না তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট। চলুন নিচ থেকে জেনে নেওয়া যাক অজানা হাইব্রিড ঘাস চায় করার নিয়ম।

অজানা হাইব্রিড ঘাস যেভাবে চাষ করবেন:

অনেকেই পানিতে ঘাস চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাদের জন্য অজানা হাইব্রিড ঘাসটি উপযুক্ত হবে। কারণ এই ঘাসটি অধিক পানিতেও জন্মে এবং অধিক ফলন দিয়ে থাকে (মানে ৩৪ ফিট পানিতেও এই ঘাসটি মরবে না)। নিচে অজানা হাইব্রিড ঘাস চাষ পদ্ধতি তুলে ধরা হলো-

  • জমির আগাছা পরিষ্কার করে ভালো ভাবে ৩টি চাষ দিয়ে নিতে হবে।
  • তারপর প্রতি ১ শতাংশ জমিতে ১ কেজি পরিমাণ সার ছিটিয়ে দিতে হবে (হাফ কেজি পটাশ ও হাফ কেজি ডিএপি সার একসাথে মিষিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে)।
  • জমি প্রস্তুত হয়ে গেলে ঘাসের কাটিং ১ ফুট দুরে দুরে রোপণ করতে হবে।
    • জমি শুকনো হলে দুই গিটের কাটিং রোপন করবেন, এক গিট মাটির নিচে পুতে দিবেন আর এক গিট মাটির উপরে রাখবেন।
    • আর যদি জমিতে পানি থাকে তাহলে পানির অনুপাত হিসাব করে কাটিং সংগ্রহ করবেন, কারণ এক গিট পানির উপরে রাখতে হবে।
  • ঘাস যখন একটু বেড় হবে তখন প্রতি ১ বিঘা জমিতে ২০ - ২৫ কেজি ইউরিয়া সার দিবেন।
  • তার পর যখন ঘাস কাটবেন, তখন আবার প্রতি ১বিঘা জমিতে ১৫ - ২০ কেজি করে দিলেই হবে আর কিছু লাগবে না।
  • সব থেকে ভাল বিষয় হল আপনি এক বার এই ঘাস চাষ করলে ১০ - ২০ বছরের মধ্যে আর ঘাস লাগাতে হবে না।

নোট: যেসব জমিতে বছরের অর্ধেক সময় পানি জমে থাকে কিংবা ২-৩ মাস পানি থাকে সেসব জমিতে অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারবেন। আবার সারা বছর পানি থাকলেও চাষ করতে পারবেন, না থাকলেও চাষ করা যাবে। অজানা হাইব্রিড ঘাস শুকনো জমি এবং পানিতে উভয়েই চাষ করার জন্য উপযুগী এবং উচ্চ ফলনশীল ঘাস হিসেবে এই ঘাসটির বহুল জনপ্রিয়তা রয়েছে। প্রোটিন ও ঘাসের মান পানির অন্যান্য ঘাসের তুলনায় অনেক বেশি। গরু-ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ এই অজানা হাইব্রিড ঘাসটি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url