বাংলাদেশের দ্বীপ ও চরসমূহের তালিকা

বাংলাদেশের দ্বীপ ও চরসমূহের তালিকা

অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে আমাদেরকে গাছে গাছে পাখি, নদী-নানা, পাহাড়-পর্বত, দ্বীপ-চড় কি নেয় আমাদের দেশে। আজকে আমরা প্রকৃতির এক সুন্দর্যের কথা বলব আপনাদের তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের দেশের কোথায় কোথায় রয়েছে দ্বীপ ও চড়।

বাংলাদেশের দ্বীপ সমূহ:

বাংলাদেশে মোট কতটি দ্বীপ আছে তার সঠিক কোনো সংখ্যা নেই, তবে অনুমান করা হয় যে ৩৬ টির মতন দ্বীপ আছে। এই সব দ্বীপ গুলো আকারের দিক থেকে কিছু দ্বীপ বড় আবার কিছু দ্বীপ ছোট। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ যেটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং বাংলাদেশের সব থেকে ছোট দ্বীপ হলো প্রবাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী দ্বীপ। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের বিখ্যাত কিছু দ্বীপের নাম।

চট্টগ্রাম বিভাগের দ্বীপ সমূহ:

  • সেন্টমার্টিন দ্বীপ
  • কুতুবদিয়া দ্বীপ
  • সন্দ্বীপ দ্বীপ
  • মহেশখালী দ্বীপ
  • সোনাদিয়া দ্বীপ
  • শাহপরীর দ্বীপ
  • তামরুদ্দিন দ্বীপ
  • নলচিরা দ্বীপ
  • হারনি দ্বীপ
  • নিঝুম দ্বীপ
  • হাতিয়া দ্বীপ
  • চান্দনন্দি দ্বীপ

বরিশাল বিভাগের দ্বীপ সমূহ:

  • মনপুরা দ্বীপ
  • ভোলা দ্বীপ
  • গাজীপুর দ্বীপ
  • হাজির হাট দ্বীপ
  • নীলকমল দ্বীপ
  • মদনপুর দ্বীপ
  • মেদুয়া দ্বীপ
  • ভেদরিয় দ্বীপ

খুলনা বিভাগের দ্বীপ:

পুটনি দ্বীপ-সুন্দরবনের দক্ষিণে অবস্থিত (বঙ্গবন্ধু আইসল্যান্ড)

বাংলাদেশের চরসমূহের তালিকা:

বাংলাদেশে নাম জানা ও অজানা ছোট বড় অনেকগুলো চর রয়েছে। আমরা নিদিষ্ট করে বলতে পারছি না যে বাংলাদেশে মোট কতটি চর রয়েছে তবে অনুমানিক ৪৫ টির মতন চর রয়েছে।

বরিশাল বিভাগ:

  • আন্দর চর
  • আশার চর
  • কুকরি-মুকরি
  • চর জংলী
  • চর বিজয়
  • চর মানিক
  • চর ফ্যাসন
  • চর জব্বার
  • চর নিজাম
  • চর মনপুরা
  • চর নিউটন
  • চর জহির উদ্দিন
  • চর তমিজ উদ্দিন
  • চর ফয়েজ উদ্দিন
  • ছৈলার চর
  • ডাল চর
  • বুড়িরচর

চট্টগ্রাম বিভাগ:

  • চর কিং
  • চালচর
  • চর পিয়া
  • চর জব্বর
  • চর শ্রীজনী
  • চর কাঁকড়া
  • চর শাহবানী
  • চর গজারিয়া
  • চর শামসুদ্দিন
  • চর সোনারামপুর
  • চর আলেকজান্ডার
  • জাহাজির চর
  • জহিরাবাদ চর
  • বোরো চর
  • বয়রার চর
  • বাউলার চর/নিঝুম দ্বীপ
  • ভাসানচর
  • মুহুরীর চর
  • মিনি কক্সবাজার, চাঁদপুর
  • রাঙ্গাবালী
  • সুবর্ণচর
  • উড়িরচর

খুলনা বিভাগ:

  • মাঝের চর
  • দুবলার চর
  • পাটনির চর

রাজশাহী বিভাগ:

  • নির্মল চর

রংপুর বিভাগ:

  • মানুষমারা চর
  • ময়নামতির চর
আমরা ৩৬ টির মতন দ্বীপ ও ৪৫ টা চর সম্পর্কে জানতে পেরেছি আপনাদের চেনা জানা যদি এর বাইরে আরো থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url