বিভিন্ন ফুলের ইংরেজি নাম ও ফুল দিয়ে বাক্য গঠন ১০টি

বিভিন্ন ফুলের ইংরেজি নাম

আমরা সকলেই কম বেশি অনেক ফুলের বাংলা নাম জানি। কিন্তু আমরা অনেকেই এই ফুলের ইংরেজি নাম গুলো জানি না। ফলে বাচ্চাদের ফুলের ইংরেজি নাম শেখানোর জন্য বিভিন্ন বই বা গুগলের উপর ভরসা করতে হচ্ছে। অনেকেই গুগল সার্চ করে অনলাইন থেকে খুঁজে বিভিন্ন ফুলের নাম বাচ্চাদের শেখাচ্ছেন। তাদের জন্য আমরা বিভিন্ন ফুলের ইংরেজি নামফুল দিয়ে বাক্য গঠন নিয়ে এসেছি আশা করছি উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে যেনে নেওয়া যায় ফুলের ইংরেজি নাম ও ফুল দিয়ে বাক্য গঠন।

বিভিন্ন ফুলের ইংরেজি নাম বাংলাসহ:

নিচে ৫৫টি ফুলের ইংরেজি নাম বাংলাসহ দেওয়া হলো-
  1. শাপলা - Water Lily
  2. গোলাপ - Rose
  3. ডালিয়া - Dahlia
  4. পলাশ - Palash
  5. সূর্যমুখী - Sunflower
  6. জুঁই - Jasmine
  7. লিলি - Lily
  8. পদ্মা - Lotus
  9. জবা - China Rose
  10. কদম - Kadamba
  11. গন্ধরাজ - Gardenia
  12. গাঁদা - Marigold
  13. বেলী - bela
  14. বকুল - Bokul
  15. কৃষ্ণচূড়া - Gulmohor
  16. কলমী লতা - Kalmi
  17. চাঁপা - Champa
  18. পপি - poppy
  19. কামিনী - China box
  20. রজনী গন্ধা - Tube rose
  21. কেয়া - Screw pine
  22. করবী - Oleander
  23. টগর - Fool foot
  24. হাসনা হেনা - Night queen
  25. অপরাজিতা - Clitoria
  26. শিউলি - Night iasmine
  27. কাঠগোলাপ - Wood Champa
  28. সন্ধ্যা মালতী - shandhya maloti
  29. মালতী - Echites
  30. মাধবী লতা - Madhobi lata
  31. জারুল - Jarul
  32. বাগান বিলাস - Bougainvillea
  33. অলকানন্দা - Alamanda
  34. রঙ্গন - Lxora
  35. জিনিয়া - Zinnia
  36. কলাবতী - Canna
  37. কুন্দ - Star Jasmine
  38. চন্দ্রমল্লিকা - Chrysanthemum
  39. চেরি - Cherry
  40. টিউলিপ - Tulip
  41. দোলনচাঁপা - Hedychium coronarium
  42. শেফালী - Night flowering Jasmine
  43. শ্বেত চন্দন - Indian sandalwood
  44. অশোক - Ashoka
  45. সোনালু - Golden shower
  46. ক্যাক্টাস - Cactus
  47. চামেলি - Jasminum grandiflorum
  48. জেসমিন - Jasmine
  49. ক্রোকাস - Crocus
  50. ক্যামেলিয়া - Cemellia
  51. কাদুপুল - Kadupul flower
  52. এক্টার - aster
  53. ডেইজি - Daisies
  54. পিউনি - Peony
  55. মটর ফুল - Sweet pea

ফুল দিয়ে বাক্য গঠন ১০টি:

ফুল তো আমরা সবাই চিনি। তবে সবাই কি ফুল দিয়ে বাক্য গঠন করতে পারি। নিচে ফুল দিয়ে বাক্য গঠন ১০টি ছোট্ট সোনামনিদের জন্য তুলে ধরা হলো-
  1. সবাই ফুল ভালোবাসে।
  2. ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।
  3. লাল রঙের ফুল হল ভালোবাসার প্রতীক।
  4. আমার প্রিয় ফুল হল গোলাপ।
  5. ফুল পাওয়া যায় পৃথিবীর সকল দেশে।
  6. পৃথিবীতে বিভিন্ন প্রকারের ফুল আছে।
  7. ফুল দিয়ে আমরা ঘর সাজাই।
  8. শহীদের স্মরণে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই।
  9. কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেক সুন্দর।
  10. আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে।
ফুল ভালোবাসার প্রতীক। বিশেষ করে লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে সব রকম ফুল এই আমাদের কাছে খুব প্রিয়। তবে সবার ভালোলাগা এক নয় কেউ লাল গোলাপ পছন্দ করে, কেউ সাদা গোলাপ পছন্দ করে, আবার কেউ কালা গোলাপ পছন্দ করে। সে যার যার মনের ব্যাপার তবে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু এক জনও নায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url