আমরা সকলেই কম বেশি অনেক ফুলের বাংলা নাম জানি। কিন্তু আমরা অনেকেই এই ফুলের ইংরেজি নাম গুলো জানি না। ফলে বাচ্চাদের ফুলের ইংরেজি নাম শেখানোর জন্য বিভিন্ন বই বা গুগলের উপর ভরসা করতে হচ্ছে। অনেকেই গুগল সার্চ করে অনলাইন থেকে খুঁজে বিভিন্ন ফুলের নাম বাচ্চাদের শেখাচ্ছেন। তাদের জন্য আমরা বিভিন্ন ফুলের ইংরেজি নাম ও ফুল দিয়ে বাক্য গঠন নিয়ে এসেছি আশা করছি উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে যেনে নেওয়া যায় ফুলের ইংরেজি নাম ও ফুল দিয়ে বাক্য গঠন।
বিভিন্ন ফুলের ইংরেজি নাম বাংলাসহ:
নিচে ৫৫টি ফুলের ইংরেজি নাম বাংলাসহ দেওয়া হলো-
- শাপলা – Water Lily
- গোলাপ – Rose
- ডালিয়া – Dahlia
- পলাশ – Palash
- সূর্যমুখী – Sunflower
- জুঁই – Jasmine
- লিলি – Lily
- পদ্মা – Lotus
- জবা – China Rose
- কদম – Kadamba
- গন্ধরাজ – Gardenia
- গাঁদা – Marigold
- বেলী – bela
- বকুল – Bokul
- কৃষ্ণচূড়া – Gulmohor
- কলমী লতা – Kalmi
- চাঁপা – Champa
- পপি – poppy
- কামিনী – China box
- রজনী গন্ধা – Tube rose
- কেয়া – Screw pine
- করবী – Oleander
- টগর – Fool foot
- হাসনা হেনা – Night queen
- অপরাজিতা – Clitoria
- শিউলি – Night iasmine
- কাঠগোলাপ – Wood Champa
- সন্ধ্যা মালতী – shandhya maloti
- মালতী – Echites
- মাধবী লতা – Madhobi lata
- জারুল – Jarul
- বাগান বিলাস – Bougainvillea
- অলকানন্দা – Alamanda
- রঙ্গন – Lxora
- জিনিয়া – Zinnia
- কলাবতী – Canna
- কুন্দ – Star Jasmine
- চন্দ্রমল্লিকা – Chrysanthemum
- চেরি – Cherry
- টিউলিপ – Tulip
- দোলনচাঁপা – Hedychium coronarium
- শেফালী – Night flowering Jasmine
- শ্বেত চন্দন – Indian sandalwood
- অশোক – Ashoka
- সোনালু – Golden shower
- ক্যাক্টাস – Cactus
- চামেলি – Jasminum grandiflorum
- জেসমিন – Jasmine
- ক্রোকাস – Crocus
- ক্যামেলিয়া – Cemellia
- কাদুপুল – Kadupul flower
- এক্টার – aster
- ডেইজি – Daisies
- পিউনি – Peony
- মটর ফুল – Sweet pea
ফুল দিয়ে বাক্য গঠন ১০টি:
ফুল তো আমরা সবাই চিনি। তবে সবাই কি ফুল দিয়ে বাক্য গঠন করতে পারি। নিচে ফুল দিয়ে বাক্য গঠন ১০টি ছোট্ট সোনামনিদের জন্য তুলে ধরা হলো-
- সবাই ফুল ভালোবাসে।
- ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।
- লাল রঙের ফুল হল ভালোবাসার প্রতীক।
- আমার প্রিয় ফুল হল গোলাপ।
- ফুল পাওয়া যায় পৃথিবীর সকল দেশে।
- পৃথিবীতে বিভিন্ন প্রকারের ফুল আছে।
- ফুল দিয়ে আমরা ঘর সাজাই।
- শহীদের স্মরণে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই।
- কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেক সুন্দর।
- আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে।
ফুল ভালোবাসার প্রতীক। বিশেষ করে লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে সব রকম ফুল এই আমাদের কাছে খুব প্রিয়। তবে সবার ভালোলাগা এক নয় কেউ লাল গোলাপ পছন্দ করে, কেউ সাদা গোলাপ পছন্দ করে, আবার কেউ কালা গোলাপ পছন্দ করে। সে যার যার মনের ব্যাপার তবে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু এক জনও নায়।
Advertisement