বিল গেটসের বিখ্যাত বানী

বিল গেটস
চিত্র: বিল গেটস

বিল গেটসের সাফল্যের কথা সারা বিশ্বে প্রতিফরিত হচ্ছে। তিনি তার বাস্তব জীবনের কিছু কথা সাধারন মানুষের উদ্দেশ্যে বলেছেন। যে কথা গুলো আমাদের জীবনে প্রতিনিয়ত চলার পথে মোকাবিলা করতে শিখায়। নিচে বিল গেটসের সেই বিখ্যাত সব বাণীগুলো উল্লেখ করা হল। আশা করছি আপনিও এই কথা গুলো আপনার জীবনে কাজে লাগাবেন।

বিল গেটসের বিখ্যাত কিছু বানী

১। আপনার মূল্য নিয়ে পৃথিবীর কাউ ভাবে না,
আপনার কাছে সবাই কিছু প্রত্যাশা করে।

২। ভালোভাবে যদি কোনো কিছু করতে না পারেন,
তাহলে অন্তত চেষ্টা করুন।

৩। যে মনুষটা সব থেকে বেশি অসুখী তার দিকে লক্ষ্য করুন,
অনেক কিছু শিখে যাবেন।

৪। আপনি যদি জন্মগত ভাবে গরীব হন সেটা আপনার দোষ না,
কিন্তু আপনি যদি গরীব থেকেই মারা যান, তবে সেটা অবশ্যয় আপনার দোষ।

৫। তোমার পকেট ভর্তি যখন টাকা থাকবে তখন তুমিই শুধু ভুলে যাবে তুমি কে,
আর যখন তোমার পকেট শূন্য থাকবে, তখন পুরো দুনিয়ার সবাই ভুলে যাবে তুমি কে।

৬। স্বভাবের পিছনে প্রচুর টাকা ঢালতে হয় আমাদের,
যদি তা পরিবর্তন করতে চাই।

৭। সাফল্য অনেকটা শিক্ষকের দেওয়া উস্কানির মতন,
বুদ্ধিমান ও দক্ষ লোকদের ভাবতে বাধ্য করাই যে তারা কখনোই ব্যর্থ হবে না।

৮। জীবন কোনো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়,
এখানে গ্রীষ্ম কালীন কোনো ছুটি হয় না।

৯। আপনার সামর্থ্যকে চেনাতে খুব কম লোকই সামনে আসবে,
তাই নিজেই নিজেকে প্রতিদিন সেরাটা দিতে হবে।

১০। উৎযাপন করা ভালো নিজের সফলতায়,
কিন্তু ব্যর্থতার দিকেও নজর রাখতে হবে।

১১। মানুষের থেকে উচ্চ স্তরের প্রতিভা পাওয়ার আশা করে থাকে "মহান সংস্থাগুলো"

১২। সাফল্যের প্রধান শর্ত হলো ধৈয্য।

১৩। অসন্তুষ্ট ক্রেতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন,
তাদের প্রতিটা অভিযোগ শিক্ষার এক একটি উৎস।

১৪। মানুষকে তার সমস্যাগুলো দেখাও,
আবার সেই সমস্যা গুলোর সমাধানও দেখাও,
তবেই না তুমি প্রকৃত মানুষে পরিনত হবে।

১৫। কোনো কঠিন কাজ করার জন্য আমি কোনো অলস ব্যাক্তিকে বেছে নিব,
কারণ তারা এই কঠিন কাজটি করার জন্য কোনো না কোনো সহজ উপায় ঠিকই বের করবে।

১৬। "পরিপূর্ণ শিক্ষক হলো সাফল্য"
এটা মানুষকে স্মার্ট চিন্তার ভিতরে ডুবিয়ে দেয়,
যে কারনে তারা আর কখনো ব্যর্থ হয় না।

১৭। তুমি পৃথিবী পরিবর্তন করতে চাও তাহলে বিয়ের আগেই কর,
কারণ বিয়ের পরে তো তুমি টিভির চ্যানেলও নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারবে না।

১৮। পরিবর্তনকে মানুষ সর্বদা ভয় পায়,
বিদ্যুতের যখন আবিষ্কার হয়েছিল তখনও মানুষ ভয় পেয়ে ছিল।

১৯। পৃথিবীর করো সাথে নিজের তুলনা করো না,
তাহলে তুমি নিজেকে নিজেই অপমান করছ।

২০। আমরা আগামী দুই বছরে যা ঘটতে চলেছে তার গুরুত্ব দেই,
কিন্তু আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তার অবহেলা করি।

২১। শুধু মাত্র প্রযুক্তি হল একটি উপকরণ, বাচ্চাদের
একসাথে কাজ করার মতন উৎসাহ ও অনুপ্রাণিত
করার জন্য শিক্ষকের ভূমিকা অনেক।

২২। আমাদের সকলের এমন মানুষের দরকার যে,
যারা আমাদের মতামত দিবে কাজের সম্পর্কে,
তবেই নিজেদের উন্নত করতে পারবো আমরা।

নোট: উপরের উক্তি গুলো মন দিয়ে পড়লে বুঝতে পারবেন জীবনের মূল উদ্দেশ্য। আশা করছি আকের এই পোষ্ট থেকে সবাই কম বেশি কিছু শিখেছেন। এতোক্ষন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url