মেয়েদের ও ছেলেদের মুখের মেছতা দূর করার উপায়

মেয়েদের ও ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম

মেছতা সাধারণত মুখের পিগমেন্টেশন ব্যাধি, যার কারণে মুখে বাদামী বা ধূসর রঙের দাগ সৃষ্টি হয়। মেছতা সাধারণত দুই গালে, নাকের উপরে এবং কাঁপলে দেখা দেয়। আবার অনেকের ঠোঁটের উপরেও মেছতা দেখা যায়। মুখের এই দাগ সকলের জন্য একটি বিব্রতকর। কেননা এই দাগ গুলো মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অনুসারে ১০ শতাংশ ছেলেদের মুখে মেছতা দেখা দেয়। তবে ছেলেদের তুলনায় মেয়েদের মেছতা বেশি দেখা দেয়।

যারা মুখের মেছতা দূর করার ক্রিম সম্পর্কে জানতে চান, তারা আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত একনজর দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন। কেননা এই আর্টিকেলে মেয়েদের ও ছেলেদের মুখের মেছতা দূর করার উপায় ও ক্রিমের নাম তুলে ধরা হবে।

মুখের মেছতা কেন হয়

বেশিরভাগ সময় মেছতা হওয়ার বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তবে এমন কিছু কারণ আছে যার জন্য মেছতা হতে পারে। যেমন-

  • গর্ভধারণ,
  • বংশগত কারণে,
  • অতিরিক্ত দুশ্চিন্তার কারণে,
  • হরমোনজনিত সমস্যা থাকলে,
  • জন্ম নিয়ন্ত্রণের বড়ি গ্রহণ করলে,
  • সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির প্রভাব ইত্যাদি।

মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম

মেয়েদের মুখে মেছতা দেখা দেওয়া এটি একটি কমন সমস্যা। এই সমস্যা দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়। সেই ক্রিম গুলো থেকে কিছু জনপ্রিয় ক্রিম নিচে তুলে ধরা হলো-

  • Melanyc Cream (মেলানিক ক্রিম)
  • Melacare Cream (মেলাকেয়ার ক্রিম)
  • Hydroo 2% Cream (হাইড্রো 2% ক্রিম)
  • Betavate-N Cream (বেটাভেট-এন ক্রিম)
  • P Vita Melasma Cream ( পি ভিটা মেলাসমা ক্রিম)

তবে একটি কথা মনে রাখবেন সবার মেছতার ধরণ ও ত্বক এক রকম হয় না। তাই আপনি কোন ক্রিম ব্যবহার করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে তা বলা সম্ভব নয়। তাই স্কিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে ক্রিম ব্যবহার করা উচিত।

ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম

ছেলেদের বা পুরুষের মুখের মেছতা দূর করার বিভিন্ন ধরনের ক্রিম বাজারে পাওয়া যায়। এই ক্রিমগুলো ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেছতা দূর করে দিতে সহায়তা করে। ছেলেদের মুখের মেছতা দূর করার কিছু জনপ্রিয় ক্রিম নিচে তুলে ধরা হলো-

  • Benzoyl Peroxide Cream (বেনজোইল পারক্সাইড ক্রিম)
  • Glycolic Acid Cream (গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম)
  • Hydroquinone Cream (হাইড্রোকুইনোন ক্রিম)
  • Kojic Acid Cream (কজিক অ্যাসিড ক্রিম)
  • Vitamin C Cream (ভিটামিন সি ক্রিম)

উপরে উল্লিখিত ক্রিম গুলো ব্যবহার করার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন করবেন।

মেছতা দূর করার হোমিও ঔষধ

মেয়েদের ও ছেলেদের মুখের মেছতা দূর করতে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়। তার মধ্য থেকে কিছু হোমিওপ্যাথি ওষুধ নিচে তুলে ধরা হলো-

  • Thuja (থুজা)
  • Sepia (সিফিয়া)
  • Kali brom (ক্যালি ব্রোম)
  • Syphilinum (সিফিলিনাম)
  • Berberis Aquifolium (বারবারিস একুইফোলিয়াম)

তবে উপরে উল্লেখ্য করা ওষুধ গুলো নিজে নিজে গ্রহন করতে জাবেন না, একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহন করে তার পর সেবন করবেন।

মুখের মেছতা দূর করার ঘরোয়া উপায়

মুখে মেছতা ছেলে ও মেয়ে উভয়ের হয়ে থাকে। তবে ৩৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়াও যারা ত্বকের যন্ত্রে অবহেলা করে তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। এই সমস্যা দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি নিচে তুলে ধরা হলো-

  • টক দই: মেছতা দূর করতে টক দই বেশ কার্যকারী। প্রথমে সামান্য টক দই ফেটিয়ে ভালোভাবে মুখে লাগিয়ে নিন। এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত লাগালে মেছতা দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে ওঠবে উজ্জ্বল।
  • আমন্ড অয়েল: ত্বকের যন্ত্রে আমন্ড অয়েল অনেক উপকারী। ২-৩ ফোঁটা আমন্ড অয়েল হাতে নিয়ে মেছতার জায়গায় ম্যাসাজ করুন। এরপর এভাবে ঘণ্টাখানেক সময়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে মেছতা দূর হয়ে যাবে।
  • লেবু ও টমেটো: ১ চা চামচ টমেটো রসের সাথে ১ চা চামচ লেবুর রস নিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেছতা দূর করতে এভাবে প্রতিদিন ১ মাস ব্যবহার করুন।
  • আলু; আলুর রস মেছতার দাগ দূর করতে সাহায্য করে। মুখের মেছতা দূর করতে একটুকরো আলু নিয়ে মুখে ভালো ভাবে ঘসুন। তারপর ১৫-২০ মিনিট পর পানি দিয়ে মুখ দূয়ে ফেলুন। আলুর রস চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে।
  • গোলাপজল, সবুজ চা, শসার রস: শসার রস, গোলাপজল, সবুজ চা (গ্রিন টি), লেবুর রস, মুলতানি মাটি এবং পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে মেছতা দূর হয়ে যাবে।
  • টমেটো, চন্দন গুঁড়া, মুলতানি মাটি: ১ চা চামচ টমেটোর রস, ২ চা চামচ মুলতানি মাটি এবং চন্দন গুঁড়া একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর ত্বকে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন উপকার পাবেন।
  • অ্যালোভেরা: ২ চা চামচ অ্যালোভেরা জেল সাথে ১ চা চামচ লেবুর রস এবং সামান্য চিনি নিয়ে একটি পেষ্ট তৈরি করে হালকাভাবে ত্বকে ঘষুন। এরপর ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন। এছাড়াও শুধু অ্যালোভেরা জেল ত্বকে লাগাতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url