কেমন থাকতে পারে আজকের আবহাওয়া বিস্তারিত জানুন

আজকের আবহাওয়া খবর

কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আদ্রতা, বৃষ্টিপাত, প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা।

আজকের আবহাওয়া খবর

সিনপটিক অবস্থা: দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ যা "পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের" এসেছে।

আজকের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস: আজকে ময়মসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় সহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এমনকি বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানা গেছে।

আজকের দিনের তাপপ্রবাহের খবর: গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা প্রশমিত হতে পারে।

আজকের দিনের তাপমাত্রার খবর: আজকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের দিক ও গতি: দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যান্ত বাড়তে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৭৯%

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ০৬ টা ৩০ মিনিট।

আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ০৫ টা ২০ মিনিট।

আজকের দিনের আবহাওয়া

আজ (০৭.০৫.২০২৪) ঢাকাসহ দেশের সব বিভাগের অনেক জায়গা দিয়ে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হয়েছে।

দেশের ১৫ জেলার ওপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের নদীবন্দর গুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ("০৭ মে ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে)।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য এসব অঞ্চলের নদীবন্দর গুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলেছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

প্রথম দিনে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এর সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও হতে পারে বলে আশঙ্কা করছেন।

দ্বিতীয় দিনে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তার সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।

তৃতীয় দিনে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে শিলাবৃষ্টিরও আশঙ্কা।

বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বান্দরবান জেলায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

কালবৈশাখী ঝড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টিপাতের কারণে বান্দরবান জেলার বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। ডাল ভেঙ্গে পড়ে বিদ্যুতের তারও ছিড়ে গেছে, এমনকি বান্দরবানের বিভিন্ন জায়গায় উপড়ে গেছে বিদ্যুতের খুঁটিও। যে কারণে বিদ্যুৎ সংযোগ কাল বিকেল থেকে বন্ধ রয়েছে।

সোমবার (০৬ মে ২০২৪) বিকেল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ঝড়ের মহা তাণ্ডব চলে। এসময় বান্দরবান জেলার বিভিন্ন জায়গায় গাছপালা ভাঙ্গার সাথে সাথে কাঁচা বাড়ি বা ঘরের টিন উড়িয়ে নিয়ে গেছে এবং রাস্তার উপর ডালপালা ভেঙে পড়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোন প্রান হানীর কথা বা খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের কারণে বিকেল থেকে শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

শুধু এক দুই জায়গায় নয় বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পরছে এবং খুঁটি উপড়ে পরেছে যে কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে, কবে বা কত দিনে এই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হবে সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী "ছৈয়দ আমির হোসেন" বলেছেন, নীলাচল মহাসড়ক থেকে কেরানীহাট সড়ক পর্যান্ত ৩৩ কেভি তারের উপর প্রচুর গাছ ভেঙে পড়েছে। যে কারণে দোহাজারী থেকে সংযোগ চালু করা যাচ্ছে না। সংযোক ঠিক করার জন্য আমাদেরকে প্রচুর গাছ কাটতে হবে, তার জন্য আমাদের সময় প্রয়োজন। জানি না কবে নাগাদ সব কাজ শেষ করতে পারবো, তবে আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

নোট: বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০° সেলসিয়াস। বাংলাদেশের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস। কিন্তু ৫২ বছরের রেকর্ড ভেঙে এবার মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে মানুষ কিছিটা হলেও সস্তি অনুভব করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url