ঢাকাসহ যেসব এলাকায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে

আজ শনিবার (১১-০৫-২০২৪) ঢাকাসহ দেশের ৯ এলাকার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অফিস। সেই সাথে কোন কোন স্থানে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে (এ তথ্য জানানো হয়েছে শনিবার (১১ মে ২০২৪) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে)।

আবহাওয়াবিদের এক বিজ্ঞপ্তিতে যানা যায় আজকে রংপুর, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে কোন কোন জায়গায় বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

ভোর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে

আজ সকাল থেকেই ঢাকা শ্যরের বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন ছিল। তার সাথে সাথে দূরের আকাশে গুড়ুম গুড়ুম মেঘের ডাক ও শোনা যাচ্ছিল। অনুমানিক সকাল ৭ টা থেকে শুরু হয় দমকা বা ঝড়ো হাওয়া তার সাথে হালকা বৃষ্টি। তার পর ৭ টা ৩০ মিমিট থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। আবহাওয়ায় শীতের ছোয়া।

রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টি কখন থামতে পারে তার কোন ঠিক ঠিকানা নেয়। ঢাকার নতুনবাজার, রামপুরা, বাড্ডা, পল্টন, গুলিস্তান, মতিঝিল, মুগদা, মান্ডাসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও বেশি আবার কোথাও কম। বৃষ্টির কারণে নগর জুড়ে প্রশান্তি ফিরে এসেছে।

জানা গেছে আজ রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সেই কথা সত্য প্রমান করে ভোর থেকেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢাকা ছিল এবং আবশেষে শুরু হয় মুষলধারে বৃষ্টি। যে কারণে ভোর হওয়া সত্তেও রাজধানীতে বিরাজ করে আন্ধকার। দুর্ঘটনা এড়াতে রাস্তার গাড়ি গুলোকে হেড-লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এমন বৃষ্টি রাজধানী বাসীর জীবনে স্বস্তি এনে দিলেও অনেককে আবার পরেছেন ভোগান্তিতে। বিশেষ করে যাদেরকে সকালে বিশেষ কাজে বা জরুরি কোন কাজে ঘরের বাইরে যেতে হয়েছিল তাদের ভোড়ান্তিতে পড়তে হয়েছে। তাছাড়াও মান্ডা এলাকায় অনেক চাষাবাদ হয়, যেসব চাষীরা আবাধ করেছেন তারা টানা কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে পরছেন ভেগান্তিতে।

অনেকেই সকাল সকাল ঘর থেকে বেড় হয়ে পরেছেন বিপদে, বৃষ্টির মধ্যে কি করবেন কোথায় যাবেন। বৃষ্টির থেকে রক্ষা পেতে যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। কেউবা বিভিন্ন দোকান পাটে, কেউবা মার্কেটের বারান্দায় আশ্রয় নিয়েছেন। এতো কিছুর পরেও বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। অনেককেই বৃষ্টির এমন দৃশ্য ক্যামেরা বন্দি করতে দেখা গেছে।

তীব্র দাব-দাহের পর চলতি মাসের শুরুর দিক থেকে এখন পর্যান্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হয়ে যাচ্ছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল জনজীবনে। এরমাঝেই আবার বৃষ্টিপাতের প্রবণতা কমে যায়। আবহাওয়া অফিসও সেই কথা আগে থেকেই জানিয়েধিলেন যে আগামী মঙ্গলবারের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত সব বন্ধ থাকলেও সকালের হঠাৎ বৃষ্টিতে বেশ বিপদে পড়তে দেখা গেছে সাধারন শ্রমজীবী ও বেসরকারি চাকরি জীবীদের। যারাই ঘর থেকে কাজের জন্য বা অন্য কোনো প্রজনে বের হয়েছেন তারাই ভিজে গেছেন। আবার অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। এদিকে বৃষ্টি ‍শুরুর পর পরই ঢাকার সড়কে যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়ে।

এর আগে, রাতেই দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল আজ ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে রংপুর, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যে কারণে এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অফিসের অপর আর এক বিজ্ঞপ্তি যানা যায় এই সময় ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোন কোন জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

বৃষ্টির দিনের অনুভূতি

বৃষ্টির দিনের অনুভূতি গুলো সম্পূর্ণ আলাদা রকমের হয়ে থাকে, যেখানে শুধুই ভালোবাসা আর ভাললাগার গল্প থাকে। ঘরের ভিতরে বসে থেকে ঠান্ডা আবহাওয়ার সাথে পছন্দের খাবার কি যে প্রশান্তি এনে দেয় বলে শেষ করা যাবে না। যেমন ধরুন বাহিড়ে বৃষ্টির দিকে তাকিয়ে একটা একটা বাদাম ছুলে তাতে ফু দিয়ে খাওয়া কিংবা খুব ঝাল ঝাল করে মুড়ি মাখা কিংবা ফুচকা খাওয়া যেন এক আসাধারন অনুভূতি। আবার ধরুন সবাই মিলে বাড়ির উঠনে কিংবা বাসার ছাদে একসাথে বৃষ্টিতে ভেজার অনুভূতি মুখে বলে শেষ করা যাবে না। তারপর জানালার পাশে বসে ধোঁয়া ওঠানো গরম চা কিংবা কফিতে মুখ দিয়ে গান শুনতে বেশ ভালো লাগে।

বৃষ্টির দিনে গরম হাওয়া গুলো মুহূর্তেই শিতল হয়ে যায়। প্রকৃতির যেন নতুন করে প্রাণ ফিলে পায়। গাছপালা থেকে শুরু করে প্রকৃতির সব কিছুই বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে থাকে। বাহিরে বৃষ্টি চারদিকে সবুজ-শ্যামল প্রকৃতি এ যেন এক অন্য রকম সুখ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url