মুলতানি মাটি কি, ব্যবহারের নিয়ম, চেনার উপায় ও দাম

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

নারীরা নিজেকে সুন্দর ও অকর্শনীয় করে তোলার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে। তার মধ্যে মুলতানি মাটি অন্যতম। মুলতানি মাটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, রোদে পোড়া দাগ, ব্রণ ও ব্রনের কালো দাগ দূর করতে সাহায্য করে। যে কারণে মুলতানি মাটি এতো বেশি পরিচিতি পেয়েছে।

মুলতানি মাটি কি ?

এক ধরনের প্রাকৃতিক মাটিকে মুলতানি মাটি বলা হয়। পৃথিবীর সব জায়গায় এ মাটি পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু জায়গায় "মুলতানি মাটি" প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়। মুলতানি মাটি সর্বপ্রথম পাকিস্তানের মুলতান শহরে পাওয়া যায়। যে কারণে মুলতানি মাটির নাম এই শহরের নাম আনুসারে রাখা হয়।

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

ত্বকের যত্নে মুলতানি মাটি কোনো তুলনা হবে না। শুষ্ক অথবা তৈলাক্ত ত্বক যে কোন ধরনের ত্বকের জন্য মুলতানি মাটি সেরা, তবে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ জরেছে ত্বকের তৈলাক্ত ভাব দূর করার জন্য। শুধু মুলতানি মাটি ত্বকে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায় না। যে কারণে অনেকেই মুলতানি মাটির সঠিক ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার্থে নিচে মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির নিয়ম নিয়ে আলোচনা করা হলো-

  1. ব্রণের সমস্যায় মুলতানি মাটি, চন্দন বাটা ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরী করে গালে ব্যবহার করে নিন। তারপর ১০ মিনিট আপেক্ষা করুন এবং পরিস্কার পানি দিয়ে ধূয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন, দেখবেন ধীরে ধীরে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে।
  2. ব্রনের কালো দাগ দূর করতে মুলতানি মাটি, টমেটোর রস বা ছোট একটা টমেটোর পেষ্ট, কাঁচা হলুদ বাটা ও চন্দন পাউডার এক সাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট আপেক্ষা করুন তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এটি ব্যবহার করলে আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে সাথে সাথে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও দাগমুক্ত।
  3. তৈলাক্ত ত্বকের সমস্যায় মুলতানি মাটি ও গোলাপ জল এক সাথে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন, তারপর তা মুখে ব্যবহার করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
    • আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে মুলতানি মাটি ও গোলাপ জলের সাথে মুসুর ডালের গুঁড়া ব্যবহার করতে হবে। এই ফেসপ্যাকটি তেল নিয়ন্ত্রণে দারুন কাজ করে।
  4. শুষ্ক ত্বকের সমস্যায় মুলতানি মাটির সাথে মধু ও কাঁচা দুধ মিশিয়ে একটি পেষ্ট তৈরি করে নিন। তারপর এই পেষ্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধূয়ে ফেলুন। ভাল ফলাফল পেতে এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন ত্বকের শুষ্ক ধূর হয়ে যাবে। তবে ত্বকের আতিরিক্ত শুষ্ক ভাব দূর করার জন্য মুলতানি মাটি ব্যবহার না করাই ভালো।
  5. সানট্যান দূর করতে মুলতানি মাটি, আলুর রস ও টকদই একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধূয়ে ফেলুন। সপ্তাহে এভাবে ২ দিন এটি ব্যবহার করুণ। এটি আপনার ত্বকের সানট্যান দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে।
  6. ফেইস ওয়াশ এর পরিবর্তে ক্লিনজার হিসেবে মুলতানি মাটি, টমেটোর পেষ্ট বা সস, শসার পেষ্ট ও লেবুর রস একসথে মিক্সড করে একটি প্যাক বানিয়ে মুখে ব্যবহার করলে স্কিন খুব ভালো ক্লিন হয়। এটি খুব ভালো ফেইস ওয়াশ বা ক্লিনজার হিসেবে কাজ করে। এটি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। ত্বক ভেতর থেকে ক্লিন হবে।
  7. মুখের পিগমেনটেশন দূর করতে মুলতানি মাটির সাথে আমন্ড অয়েল মিশিয়ে মুখে লাগান। তারপর ৩০ থেকে ৪০ মিনিট আপেক্ষা করুন, তারপর পানি দিয়ে পরিস্কার করে নিন। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন উপকার পাবেন। এটি ত্বকের পিগমেনটেশন দূর করে ত্বককে ফ্রেশ করে তুলে ফলে আপনার ত্বক গ্লোইং করবে।
  8. ত্বক প্রাকৃতিক উপায়ে ময়েশ্চারাইজ করতে ২ চা চামচ মুলতানি মাটি এবং এক চা চামচ মধু একসাথে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বককে ব্রনের হাত থেকে রক্ষা করার সাথে সাথে প্রাকৃতিক উপায়ে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করবে।
  9. স্ক্রাব হিসেবে মুলতানি মাটির সাথে চারকোল পাউডার ও চালের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন। এটি আপনার স্কিনের ভেতর থেকে ব্ল্যাক হেডস রিমুভ করবে, সাথে সাথে ত্বকের মৃত চামড়া দূর করতে সাহায্য করবে এবং স্কিন সফ্ট করবে। এটি সপ্তাহে কমপক্ষ্যে ১ দিন ব্যবহার করুন।

মুলতানি মাটি কি প্রতিদিন ব্যবহার করা যাবে

মুলতানি মাটি ত্বকের সমস্যা থেকে মুক্তির একটি নেচারাল সলিউশন। মুলতানি মাটি (Fuller’s Earth) পাকিস্তানের মুলতান শহর থেকে উৎপত্তি হয়। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম সিলিকেট যা উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন। যে কারণে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এটি ভীষণ কার্যকরী। এছাড়াও ত্বককে ভিতর থেকে ফর্সা করে, কালো দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে। মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে এতটাই সতেজ ও লাবণ্যময় করে তুলে যা চোখে পড়ার মত।

খাটি মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের কোনো প্রকার ক্ষতি করে না। চাইলে মুলতানি মাটি প্রতিদিন ব্যবহার করা যাবে তবে সপ্তাহে ৩ থেকে ৪ দিনের বেশি ব্যবহার না কারাই উত্তম।

মুলতানি মাটি ও গোলাপ জলের ব্যবহার

মুলতানি মাটি ও গোলাপ জল একসাথে ব্যবহার করার নিয়ম নিচে দেওয়া হলো-

  1. তৈলাক্ত ত্বকের সমস্যায় মুলতানি মাটি ও গোলাপ জল এক সাথে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন, তারপর তা মুখে ব্যবহার করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
    • আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে মুলতানি মাটি ও গোলাপ জলের সাথে মুসুর ডালের গুঁড়া ব্যবহার করতে হবে। এই ফেসপ্যাকটি তেল নিয়ন্ত্রণে দারুন কাজ করে।
  2. মুলতানি মাটি, শসা, কফি ও গোলাপ জল এক সাথে মিক্স করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। এটি আপনার ত্বকের জেল্লা বাড়াতে দ্বারুন কাজ করবে।

মুলতানি মাটি শুধু ত্বকেই ব্যবহার করা হয় না এর পাশাপাশি চুলেও ব্যবহার করা হল এবং এটি চুলের জন্য ভীষণ উপকারী। চুলের ডগা ফাটা কমাতে ও চুলের খুশকি দূর করতে মুলতানি মাটি দ্বারুন কাজ করে । এতো উপকারী বলেই মুলতানি মাটি সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়

ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা করতে চাইলে ২ চামচ মুলতানি মাটির সাথে ৩ থেকে ৪ টি জাফরান এর কেশর ও পরিমাণ মতো ছাগলের দুধ (না পেলে গরুর দুধ হলেও চলবে) নিন। দুধের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট জাফরান ভিজিয়ে নিন তারপর এর সথে ভালো ভাবে মুলতানি মাটি মিশিয়ে একটি পেস্ট তৈরি নিন। তারপর মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে ১০ থেকে ২চ মিনিট আপেক্ষা করুন তার পর পানি দিয়ে ধূয়ে নিন। এভাবে এই প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন।

এই ফেসপ্যাকটি একদিকে যেমন আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করবে অন্যদিকে ত্বকের ফেকাসে ভাব কমাতেও দারুণ কাজ করবে।

মুলতানি মাটির দাম কত

৮০ গ্রাম মুলতানি মাটির দাম ১৩০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়ে থাকে।

বাজারে দুই নাম্বারী মুলতানি মাটিতে ভরপুর সেই সব মুলতানি মাটির দাম ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়ে থাকে। যেহেতু মুলতানি মাটি ত্বকে ব্যবহার করবেন তাই ভালো মানের টা দেখে শুনে কিনবেন।

আসল মুলতানি মাটি চেনার উপায়

মুলতানি মাটি চেনার কোনো উপায় নায়। এ ক্ষেত্রে আপনাকে ভালো ও বিশ্বস্ত বা ব্রান্ডের কসমেটিক দোকান থেকে মুলতানি মাটি কিনলে ঠকবেন না।

পরামর্শ: যে কোনো প্রসাধনী ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই "প্যাচ টেস্ট" করে নেয়া উত্তম। মুলতানি মাটি ত্বক ও চুলে ব্যবহার করার সময় আপনার সমস্যা অনুযায়ী কিভাবে ব্যবহার করতে হবে সেই বিশষটি ভালো আবে ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url