ইউরোপে কয়টি মুসলিম দেশ রয়েছে এবং দেশগুলোর নাম কি?

ইউরোপে মুসলিম দেশ কয়টি

বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল মহাদেশ হল ইউরোপ মহাদেশ। এই মহাদেশে বেশি ভাগ মানুষ খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে ইউরোপ মহাদেশে মুসলিম ধর্ম হলো দ্বিতীয় বৃহত্তম ধর্ম। উত্তর আফ্রিকার "মুরদে" অঞ্চলের মধ্যেমে অষ্টম থেকে দশম শতাব্দীতে মুসলিমরা দক্ষিণ ইউরোপে প্রবেশ করেন। তবে বর্তমানে ইউরোপের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলো হলো বলকান (আলবেনিয়া ও বসনিয়া, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া, হার্জেগোভিনা এবং মন্টিনিগ্রোর অংশ) ককেশাস, ভোলগা, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং ক্রিমিয়া। তবে অনেকেই ইউরোপ মহাদেশে মুসলিম দেশ কয়টি ও কি কি সেই সম্পর্কে জানতে চান। তাই যারা এই সম্পর্কে জানতে চান তারা এই পোষ্টটি ভালোভাবে পড়ুন।

ইউরোপে মুসলিম দেশ কয়টি ও কি কি

আমাদের সকলের ইউরোপ মহাদেশে মুসলিম দেশ কয়টি সেই সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ সরকারি - বেসরকারি কিংবা বিসিএস চাকরির পরীক্ষার প্রস্তুতি আরো দৃঢ় করতে পারেন। ইউরোপ মহাদেশে কয়টি মুসলিম দেশ আছে এবং কত শতাংশ মুসলিম রয়েছে তা নিচের তালিকা দেওয়া হলো-

দেশের নাম মুসলিমদের শতাংশ (%)
তুরস্ক ৯৯%
কসভো ৯৬%
বসনিয়া হার্জেগোভেনিয়া ৫১%
নর্দান সাইপ্রাস ৯৮%
মন্টিনেগ্রো ২০%
ফ্রান্স ৯%
আলবেনিয়া ৫৬%
সুইডেন ৮.১%
বেলজিয়াম ৭.৬%
নর্থ মেসিডোনিয়া ৩৩%
সুইজারল্যন্ড ৬.৩%
ডেনমার্ক ৬%
রাশিয়া ১৫%
জার্মানি ৬.১%
স্লোভেনিয়া ৪%
ফিনল্যান্ড ২.৭%
নেদারল্যান্ড ৬%
ক্রোয়েশিয়া ১.৬%
লুক্সেমবার্গ ৩.৬%
বুলগেরিয়া ৮%
অস্ট্রিয়া ৭%
আয়ারল্যান্ড ১.৫%
স্পেন ৩%
যুক্তরাজ্য ৭%
ইতালি ৫%
মাল্টা ২.৬%
নরওয়ে ৫.৭%

প্রশ্ন ও উত্তর সমূহ

আপনাদের মনে ইউরোপ মহাদেশ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। তাহলে চলুন প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক।

প্রশ্ন: কয়টি দেশ রয়েছে ইউরোপ মহাদেশে ?
উত্তর: জাতিসংঘ স্বীকৃত মোট ৫০ টি দেশ রয়েছে ইউরোপ মহাদেশে।

প্রশ্ন: ইউরোপ মহাদেশে একমাত্র মুসলিম দেশ ছিল কোনটি ?
উত্তর: ইউরোপ মহাদেশে একমাত্র মুসলিম দেশ ছিল আলবেনিয়া।

প্রশ্ন: ইউরোপের স্বাধীন দেশ কয়টি?
উত্তর: ইউরোপের স্বাধীন দেশ ৪৮ টি।

প্রশ্ন: ইউরোপে রেনেসাঁর যাত্রা শুরু হয় কত শতাব্দী থেকে?
উত্তর: ইউরোপে রেনেসাঁর যাত্রা শুরু হয় চতুর্দশ শতাব্দী থেকে।

প্রশ্ন: ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশের নাম কী?
উত্তর: ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশের নাম হলো যুক্তরাজ্য।

প্রশ্ন: যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল নাম কী?
উত্তর: যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল নাম হলো ল্যাঙ্কাশায়ার।

প্রশ্ন: ইউরোপের রণক্ষেত্র বা ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তর: ইউরোপের রণক্ষেত্র বা ককপিট বলা হয় বেলজিয়ামকে।

প্রশ্ন: মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশের নাম কী?
উত্তর: মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশের নাম হলো চেক প্রজাতন্ত্র।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url