সৌদি আরবের প্রদেশ ও শহর কয়টি

সৌদি আরবের প্রদেশ ও শহর

সৌদি আরব সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে সৌদি আরব পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে অনুসরণ করা হয় ইসলামি আইনের। ইসলামের দুই পবিত্র মসজিদ মসজিদে নববী ও মসজিদুল হারামের কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়। দেশটিতে ৩,৪৭,৬০,০০০ জন মানুষ বসবাস করে, যার মধ্যে আড়াই কোটি মানুষ সৌদির আর ৯৭,৬০,০০০ জন মানুষ বিদেশী।

সৌদি আরবের প্রদেশ কয়টি

সৌদি আরবের প্রদেশ ১৩টি। প্রতিটি প্রদেশের একজন গভর্নর, একজন ডেপুটি গভর্নর এবং একটি প্রাদেশিক পরিষদ রয়েছে। প্রতিটি প্রদেশের গভর্নর এবং ডেপুটি গভর্নর নিজ নিজ প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তারা তাদের প্রদেশের চাহিদার বিষয়ে চিন্তাভাবনা করে, উন্নয়ন বাজেট নিয়ে কাজ করে, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে এবং চলমান প্রকল্পগুলি পর্যবেক্ষণ করে। সে যাই হোক নিচে সৌদি আরবের প্রদেশ গুলো তুলে ধরা হলো-

  1. রিয়াদ প্রদেশ
  2. মক্কা প্রদেশ
  3. পূর্ব প্রদেশ
  4. মদিনা প্রদেশ
  5. 'আসির প্রদেশ
  6. জাজান প্রদেশ
  7. আল-কাসিম প্রদেশ
  8. তাবুক প্রদেশ
  9. হায়িল প্রদেশ
  10. আল-জাওফ প্রদেশ
  11. নাজরান প্রদেশ
  12. উত্তর সীমান্ত প্রদেশ
  13. আল-বাহাহ প্রদেশ

সৌদি আরবের শহর কয়টি

আমরা সৌদি আরবের শহরের নিদিষ্ট সংখ্যা জানতে পারিনি। নিচে সৌদি আরবের শহরের তালিকা দেওয়া হলো-

  1. রিয়াদ
  2. জেদ্দা
  3. মক্কা
  4. মদিনা
  5. সুলতানঃ
  6. দাম্মাম
  7. তায়েফ
  8. তাবুক
  9. আল খারজ
  10. বুরাইদাহ
  11. খামিস মুশাইত
  12. আল হুফুফ
  13. আল মুবাররাজ
  14. হাফর আল-বাতিন
  15. হাইল
  16. নাজরান
  17. আল জুবাইল
  18. আভা
  19. ইয়ানবু
  20. খোবার
  21. আরার
  22. সাকাকাঃ
  23. জিজান
  24. কুরাইয়াত
  25. ধহরান
  26. আল কাতিফ
  27. আল বাহাহ
  28. তরুত
  29. কালাত বিশাহ
  30. আর রাস
  31. আশ শাফা
  32. সায়াহাট
  33. আল মিথনাব
  34. আল খাফজি
  35. আদ দাওয়াদিমি
  36. সব্য
  37. আজ জুলফি
  38. আবু আরিশ
  39. সাফওয়া
  40. আফিফ
  41. রাবিঘ
  42. রহিমাহ
  43. তুরাইফ
  44. তুবরজাল
  45. অ্যাড দিলম
  46. উম্মে লাজ্জ
  47. আল-উলা
  48. আবকাইক
  49. বদর হুনাইন
  50. সমিতঃ
  51. আল ওয়াজ
  52. আল বুকাইরিয়াহ
  53. একটি নিমাস
  54. সুলায়িল হিসেবে
  55. তুরাবাহ
  56. আল জুমুম
  57. দুবা
  58. তরফে
  59. কাইসুমাহ
  60. আল বাত্তালিয়াহ
  61. আল মুনাযিলাহ
  62. আঃ ধীবিয়াঃ
  63. আল মাজারিদাহ
  64. তনুমাঃ
  65. আল কুরআন
  66. সাহিক হিসেবে উম্মে
  67. সাজির
  68. আল আওজাম
  69. ফরাসন
  70. আল মিন্দাক
  71. আল আরতাবিয়াহ
  72. আল জুবাইল
  73. আল কারাহ
  74. মারাত
  75. আল জাফর
  76. সুওয়ের
  77. তুমায়ের
  78. তুবিতে
  79. আল জারাদিয়াহ
  80. আল মুওয়াইহ
  81. সাফানিয়াহ হিসেবে
  82. আল হাদা
  83. আল মারকাজ
  84. মিসলিয়াহ
  85. আল মুতাইরিফি
  86. মিজিরাহ
  87. এডি দরব
  88. জুলায়জিলাহ
  89. মুলেজাহ
  90. আল ফুওয়াইলিক
  91. তবলাহ

সৌদি আরবের ঋতু কয়টি

সৌদি আরবের ঋতু ৪টি। যথা- গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত।

বি.দ্র: অনেকেই সৌদি আরবের বিভাগ কয়টিসৌদি আরবের জেলা কয়টি জানতে চান। আসলে সৌদি আরবের শাসন ব্যাবস্থা আমাদের দেশের মত না। সেখানে বিভাগ বা জেলা হিসাব করা হয় না। সৌদি আরব প্রদেশে বিভাক্ত করা।

সৌদি আরবের সরকার বা রাজনীতি শাসন পদ্ধতি মূলত ইসলামিক রাষ্ট্র-শাসন ব্যবস্থা। সৌদি আরব হল একটি সার্বভৌম আরব-ইসলামী রাষ্ট্র। সৌদি আরবের ধর্ম হল "ইসলাম ধর্ম"। সৌদি সরকারের মূল ক্ষমতার উৎস হল কোরআন ও রাসূলের হাদিস। দেশের সব আইন ও বিধান "কোরআন ও রাসূলের হাদিস" এর আলোকেই প্রণীত। ইসলামের বিধান অনুসারে ন্যায়বিচার, পরামর্শ ও সাম্য সরকার পরিচালনার নিয়ামক সৌদি আরব। এর রাষ্ট্রভাষা আরবি। রিয়াদ সৌদি আরবের রাজধানী। "আল-সৌদ" নামক বিশাল রাজপরিবার দ্বারা "সৌদির সরকার" নিয়ন্ত্রিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url