বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক, বুকিং নিয়ম ও ফ্লাইট সিডিউল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান সংস্থার নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট থেকে আপনারা টিকিট প্রাইস, বুকিং ও টিকিটের অবস্থা চেক করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই অনলাইনে ফ্লাইটের টিকেট চেক করতে পারবেন। তার জন্য নিচের নিয়ম গুলো অনুসরণ করতে পারেন-

  1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট চেক করার জন্য আপনাকে প্রথমেই https://www.biman-airlines.com ওয়েবসাইটে যেতে হবে।
  2. তারপর মেনু থেকে Web Check In অপশনে ক্লিক করতে হবে।
  3. তারপর টিকেট বুকিং করার সময়ে দেয়া PNR Code (6 letter) প্রথম ফাঁকা ঘরে লিখতে হবে।
  4. তারপর টিকেট বুকিং করার সময়ে দেয়া আপনার নামের শেষ অংশ (Last Name / SURNAME) দ্বিতীয় ফাঁকা ঘরে লিখতে হবে।
  5. এরপর সার্চ বাটনে ক্লিক করবেন।
Web Check In

নোট: সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার টিকিটের সকল তথ্য দেখতে পারবেন। যদি টিকিট টি না পাওয়া যায়, তাহলে "বিমান বাংলাদেশ এয়ারলাইন্স" কল সেন্টারে ফোন করে যোগাযোগ করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং করার জন্য আপনাকে কোথায়ও যেতে হবে না। ঘরে বসে জামেলা ছারাই নিজে নিজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই অনলাইনে টিকেট বুক করতে পারবেন। তার জন্য নিচের নিয়ম গুলো ফলো করতে পারেন-

  1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট বুক করার জন্য আপনাকে প্রথমেই https://www.biman-airlines.com ওয়েবসাইটে ডুকতে হবে।
  2. ওয়েবসাইটের মেনু থেকে Book Flight অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর আপনি যদি শুধু যাবার টিকিট বুক করতে চান তাহলে One way এ ক্লিক করবেন। আর যদি যাওয়া এবং ফিরে আশার টিকিট বুক করতে চান তাহলে Round-trip এ ক্লিক করবেন।
  4. তারপর Flying From এর ঘরে আপনি কোথার থেকে টিকিট বুক করতে চাচ্ছেন সেই জায়গা সিলেক্ট করবেন।
  5. তারপর Flying To এর ঘরে আপনি কোথার যেতে চাচ্ছেন সেই জায়গা সিলেক্ট করবেন।
  6. এরপর Departure এর ঘরে আপনি তারিখ যাবেন সেটা সিলেক্ট করবেন।
  7. যদি Round-trip এ ক্লিক করেন তাহলে Return এর ঘরে ফিরে আশার তারিখ সিলেক্ট করবেন।
  8. তারপরের ঘরে কয় জনের টিকেট বুকিং দিবেন বা আপনার সাথে কোন বাচ্চা থাকলে সেটা সিলেক্ট করবেন।
  9. এরপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে প্রাইস অপশন আসবে।
  10. এরপর বুকিং প্রাইস সিলেক্ট করবেন।
  11. তারপর CONTINUE TO PASSENGERS ক্লিক করবেন।
  12. তারপর আপনার নাম, পদবি, জন্ম তারিখ, জেন্ডার, ফোন নাম্বার ও ইমেল দিয়ে CONTINUE TO SEAT SELECTION ক্লিক করবেন।
  13. তারপর সিট সিলেক্ট করবেন এবং CONTINUE TO EXTRAS ক্লিক করবেন।
  14. তারপর CONTINUE TO PAYMENT ক্লিক করবেন।
  15. তারপর VISA/Master/AMEX, Nagad, bKash বা VISA/MasterCard এর যে কোনো একটি সিলেক্ট করে টিকেট মূল্য পরিশোধ করার সাথে সাথে টিকিট বুকিং হয়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল চেক করার জন্য https://www.biman-airlines.com ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে Flight Schedule নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। তারপর Flight From এর ঘরে কোথার থেকে যাবেন তা সিলেক্ট করবেন এবং Flight To এর ঘরে কোথায় যেতে চান তা সিলেক্ট করবেন। তারপর তারিখ নির্বাচন করবেন এবং সার্চ বাটুবে ক্লিক করবেন। তাহলে ফ্লাইটের সিডিউল তথ্য চেক করতে পারবেন।

Photo

উপরের উল্লেখিত পদ্ধতি সমূহ অনুসরণ করে যে কেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট চেক, ফ্লাইট স্ট্যাটাস চেক এবং ফ্লাইট সিডিউল সমূহ ঘরে বসেই চেক করতে পারবেন। এছাড়াও, বাংলাদেশ বিমান সম্পর্কিত সকল তথ্য এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url