শেরপুর জেলার থানা/ উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নাম

শেরপুর জেলা

শেরপুর জেলার মোট আয়তন ১,৩৬৩.৭৬ বর্গকি.মি (৫২৬.৫৫ বর্গমাইল)। এর মোট জনসংখ্যা ৫,০১,৮৫৩ জন। শেরপুর জেলার পূর্বে ময়মনসিংহ জেলা, পশ্চিমে জামালপুর জেলা, উত্তরে ভারতের মেঘালয় এবং দক্ষিণে জামালপুর জেলা ও ময়মনসিংহ জেলা আবস্থিত। শেরপুর জেলার বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৩° সে. এবং সর্বনিম্ন ১২° সে.। এর বার্ষিক বৃষ্টিপাত ২১৭৪ মি.মি.।

শেরপুর জেলার উপজেলা কয়টি

শেরপুর জেলার ৫টি থানা/ উপজেলা রয়েছে। নিচে শেরপুর জেলার থানা সমূহ উল্লেখ করা হলো-

  1. শেরপুর সদর,
  2. ঝিনাইগাতী,
  3. নকলা,
  4. নালিতাবাড়ী ও
  5. শ্রীবরদী।

শেরপুর জেলার ইউনিয়ন কয়টি

শেরপুর জেলার ৫২টি ইউনিয়ন রয়েছে। নিচে শেরপুর জেলার ইউনিয়ন সমূহ তুলে ধরা হলো-

  1. কাংশা,
  2. ধানশাইল,
  3. নলকুড়া,
  4. গৌরীপুর,
  5. ঝিনাইগাতী,
  6. হাতীবান্ধা,
  7. মালিঝিকান্দা
  8. গণপদ্দী,
  9. নকলা,
  10. উরফা,
  11. গৌড়দ্বার,
  12. বানেশ্বর্দী,
  13. পাঠাকাটা,
  14. টালকী,
  15. চর অষ্টধর,
  16. চন্দ্রকোনা,
  17. পোড়াগাঁও,
  18. নন্নী,
  19. রাজনগর,
  20. নয়াবিল,
  21. রামচন্দ্রকুড়া,
  22. কাকরকান্দি,
  23. নালিতাবাড়ী,
  24. রূপনারায়ণকুড়া,
  25. মরিচপুরান,
  26. যোগানিয়া,
  27. বাঘবেড়,
  28. কলসপাড়,
  29. কামারের চর,
  30. চর শেরপুর,
  31. বাজিতখিলা,
  32. গাজির খামার,
  33. ধলা,
  34. পাকুড়িয়া,
  35. ভাতশালা,
  36. লছমনপুর,
  37. চর মোচারিয়া,
  38. চর পক্ষীমারী,
  39. বলাইরচর,
  40. কামারিয়া,
  41. রৌহা,
  42. বেতমারী ঘুঘুরাকান্দি,
  43. সিংগাবরুনা,
  44. রানীশিমুল,
  45. কাকিলাকুড়া,
  46. তাতীহাটি,
  47. গোঁসাইপুর,
  48. শ্রীবরদী,
  49. ভেলুয়া,
  50. খড়িয়া কাজিরচর,
  51. কুড়িকাহনিয়া এবং
  52. গড়জরিপা।

শেরপুর জেলার গ্রামের নাম

শেরপুর জেলায় মোট ৬৭৮টি গ্রাম রয়েছে। নিচে শেরপুর জেলার গ্রামের নাম তুলে ধরা হলো-

শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম:

ঝুলগাও, বরইকচি, সিংগাবরুনা, কর্নঝোড়া, হারিয়াকোনা, মাটিফাটা, জলংগা পাড়া, মোরগাচড়া, তুরমুজপারা, ভায়াডাঙ্গা মোল্লা পাড়া, ভায়ডাঙ্গা সিংগার ভিটা, ভায়াডাঙ্গা বানিয়াপাড়া, ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া, ভায়াডাঙ্গা দক্ষিণপাড়া, আসান্দিপাড়া, দড়িপাড়া, বালুর চর, নয়াপাড়া, বাঘহাতা, হাঁসধরা, চক্রপুর, হাতিবর, মালাকোচা, তেতুলীয়া, হালুয়াহাটি, বালিজুরী, বিলভরট, টেংগরপাড়া, শিমূলকুচি, রাণীশিমূল পশ্চিমপাড়া, রাণীশিমূল উত্তরপাড়া, রাণীশিমূল দক্ষিণপাড়া, চকপাড়া, মাটিয়াকৃড়া, গড়গরিয়া ও গিলাগাছা।

গোনাপাড়া, জংগলখিলা, ভারেরা, ধাতুয়া, শংকরঘোষ, রহমতপুর, বালিয়াচন্ডি, গোশাইপুর, ছেউরিয়া, দহেরপাড়, আড়ালেকান্দা, কুতুবপুর, মলামারী, খামারপাড়া, কামারপাড়া, চকপাড়া, চিথলীয়াপাড়া, পিরিজপুর, ভতনীকান্দা, সাতানীপাড়া, উলিপাড়া, গড়খুলাত, গেড়ামারা, গবরীকুড়া, কামারদহ, খঞ্চেপাড়া, পুটল, দীগদারী, চিংগুতাইর, খাটিয়াডাঙ্গা, সকরারদী, খাসপাড়া, বলদিয়ারচর, সকরারদী, খোশালপুর, কানিপাড়া, দিয়ালপাড়া, নয়াপাড়া, চুরিয়াপাড়া, ছন কান্দা, চককাউরিয়া, ঝালুপাডা, গেরামারা, পেড়গড় ও বকচড়।

ষাইট কাকড়া, জান কিখিলা, পুরান শ্রীবরদী, কুকড়ার পাড়া, নয়ানী শ্রীবরদী, কুড়ি পাড়া, বাঘবেড়, মানিজালিয়া, বালুঘাট, নবীনগর, নিজমামদামারী, ইজারা পাড়া, দহের পাড়, বাকসা বাইদ, আবুয়ার পাড়া, মামদামারী নয়াপাড়া, ধীয়ার চর, মামদামারী, টাংগার পাড়া, ঢনঢনিয়া, কদমতলী, চকবন্দি, তিনানী ভেলুয়া, চকবন্দি মধ্যপাড়া, লক্ষীডাংরী, ভেলুয়া, বন্দধাতুয়া, শিমুল চড়া, চরশিমুল চড়া, দষ্টিপাড়া, চাংপাড়া, চরহাবর, ডাকরাপাড়া, বারার চর, বলিদাপাড়া, কাউনের চর, ঝগড়ার চর, তিনানী পাড়া, বীরবান্ধা, মাদারপুর, খড়িয়া, পোড়াগড়, কাজির চর ও রুপার পাড়া।

বন্ধবৈষ্ণবের চর, লংগর পাড়া, উলুকান্দা, হালগড়া, বৈষ্ণবের চর, গড়পাড়া, কুরুয়া জীপাড়া, কুরুয়া উত্তরপাড়া, কুরুয়া পশ্চিমপাড়া, কুরুয়া ভটিপাড়া, কুরুয়া গড়খোলা, কুরুয়া গড়খোলা, কুড়িকাহনীয়া, আশিনাকান্দা, নৈলেরপাড়, ইন্দিলপুর পশ্চিমপাড়া, ইন্দিলপুর মধ্যপাড়া, ইন্দিলপুর মোল্লাপাড়া, ইন্দিলপুর দক্ষিণপাড়া, ইন্দিলপুর পূর্বপাড়া, তেজারকান্দি, কারার পাড়া, চিথলিয়া, পূব ঝিনিয়া, পশ্চিম ঝিনিয়া, গোপালখিলা, ধিয়ারপার, চাউলিয়া, গড়জরিয়া, চৈতাজানি, ঘোনাপাড়া, অমূতা, ঘোড়জান ও শৈলারপার।

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম:

পশ্চিম কলসপাড়, পূর্ব কলসপাড়, গাগলাজানী, সূর্য্যনগর, পাঁচগাও, ডহরিয়াপাড়া, বালুঘাটা/তারাকান্দী, উত্তর নাকশী, নাকশী, বিন্নীবাড়ী, কাউলারা, ঘাইলারা, শালমারা, মানিককুড়া, পিঠাপূনী, কাকরকান্দি, মধ্যমকুড়া, বেনুপাড়া, রসাইতলা, হাতীবান্দা, বরুয়াজানী, সোহাগপুর, পলাশিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী পূর্বপাড়া, আমলাতলি, নন্নী উত্তরবন, তাজুরাবাদ, বন্ধধারা, উদলাকচি, ছাইচাকুড়া, ঢেকড়াপাড়া, উত্তরবন, কয়রাকুড়ি, অভয়পুর, কুতুবাকুড়া, কাচিমৌ, নিশ্চিন্তপুর ও বনকুড়া।

খরখিরয়াকান্দা, খালভাংগা, শেহড়াতলী, চরপাড়া, নিজপাড়া, চিনামারা, সুতিয়ারপাড়, চান্দেরনুন্নী, ভেদীকুড়া, জয়নুদ্দিনপাড়া, কেন্দুয়াপাড়া, পম্চিম গেরাপচা, বনপাড়া, পূর্ব গেরাপচা, আন্দারিয়াগোপ, ভালুকাকুড়া, ছালুয়াতলা, সমশ্চুড়া পূর্ব /পশ্চিম, ধোপাকুড়া, পোড়াগাঁও, তোয়ালকুচি, বেকীকুড়া, শেকেরকুড়া, বোনারপাড়া, আন্ধারুপাড়া, খলচান্দা, বুরুঙ্গা, পলাশীকুড়া, বাতকুচি, পশ্চিম কালিনগর, উত্তর কালিনগর, রাণীগাও, দ: রাণীগাও, উ: রাণীগাও, সন্ন্যাসীভিটা, শিমুলতলা ও উমতা বাঘবেড়।

গোজাকুড়া, উল্লারপাড়, মনকান্দা, বাশকান্দা, মরিচপুরান, খলাভাংগা, ফকিরপাড়া, উত্তর কোন্নগর, দক্ষিন কোন্নগর, ভোগাইরপাড়, কয়ারপাড়, দয়রেকান্দা, গোজাকুড়া নলকুড়া, তালুকপাড়া, বাইটকামারী, গড়াকুড়া, কুত্তামারা, ঘোড়ামারা, বাইটকামারী, দিকপাড়া, বফথুয়ারকান্দা, গেরামারা, নয়াপাড়া, চক যোগানিয়া, উজানগাঙ্গপাড়, ভাটিগাংপাড়, যোগানিয়া কান্দাপাড়া, আড়িলা, পঃকাপাশিয়া, জারুয়ারপার, উঃকাপাশিয়া, পুব কাপাশিয়া, জামিরাকান্দা, নামাছিটপাড়া, গোবিন্দনগর, নামাছিটপাড়া, দোহালিয়া, রাজনগর, চাঁদগাও, কৃষ্ণপট্টি, বড়ডুবী ও সাগরদি।

কালাকুমা, তমত্মর, মায়াঘাসী, বিশগিরীপাড়া, রামচন্দ্রকুড়া, পানিহাতা, বেলতৈল, মন্ডলিয়াপাড়া, ঘাকপাড়া, ফুলপুর, কেরেঙ্গাপাড়া, গেদালুপাড়া, সিংগুয়ারপাড়, নিজপাড়া, পূর্ব বাগিচাপুর, পশ্চিম বাগিচাপুর, পাইখাতলা, ত্তর কাউয়াকুড়ি, দক্ষিণ কাউয়াকুড়ি, গাছগড়া, দেবীপুর, গোপালপুর, কিল্লাপাড়া, কৃষ্ণপুর ও আয়নাতলী।

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম:

বাছুরআলগা উত্তর, বাছুরআলগা দক্ষিন, রামপুর, চকবড়ইগাছি, চরবেতমারী, বালিয়াদি, রঘুনাথপুর, জানকীপুর, চন্দ্রকোনা, রাণীগঞ্জ, চরবাছুরআলগী, বন্দটেকি, হুজুরীকান্দা, চরমধুয়া, চরমধুয়ানামা, রেহারচর, ফুলপুর, মজিদবাড়ী, বড়পাগলা, ঝড়াকান্দা, পোয়াভাগ, রামেরকান্দী, টালকী, সালুয়া ও চাঁনবাড়ী।

নয়াবাড়ী, বাজিদবাড়ী, বিবিরচর, সাইলামপুর, চরকামানিরপাড়, বহর্দী, বিষ্ণুপুর, চকজানকিপুর, চরবসন্তি, দুধেরচর, গোয়ালেরকান্দা, জাঙ্গীরারপাড়, দুধেরচর, মোজাকান্দা, পলাশকান্দি, পাঁচকাহনিয়া, পাঠাকাটা, কৈয়াকুড়িনামাপাড়া, কৈয়াকুড়িকান্দাপাড়া, দশকাহনিয়া, বারারচর, পাঠাকাটা ও পিপঁড়ি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url