পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদন

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদন

শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে না পারলে বা কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য বা প্রমোশনের জন্য প্রধান শিক্ষকের বরাবর দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয়।

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত দুইভাবে লিখা যায়। যথা-

  1. অভিভাবকের মাধ্যমে দরখাস্ত লিখা এবং
  2. নিজে নিজে দরখাস্ত লিখা

দুটি পদ্ধতির জন্য দুটি পথক দরখাস্ত নিচে তুলে ধরা হয়েছে।

অভিভাবকের মাধ্যমে দরখাস্ত লিখা

একটি ছাত্রীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেবার জন্য প্রধান শিক্ষিকাকে লিখিত দরখাস্ত বা আবেদন পত্র।

তারিখ: ১২/০৩/২০২৪ইং
বরাবর,
মাননীয় প্রধান শিক্ষিকা,

আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়
আগৈলঝাড়া, বরিশাল

বিষয়: পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন।

মহাশয়া,

         আমার মেয়ে (মেয়ের নাম) আপনার বিদ্যালয়ের (শ্রেণীর নাম) __ বিভাগের ছাত্রী। সে পঞ্চম শ্রেণী থেকেই আপনার বিদ্যালয়ে পড়ছে। এবং এতাবৎ সকল পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে। ষান্মাষিক পরীক্ষায় সে গড়ে ৬০ শতাংশ নম্বর পেয়েছিল।

         দুর্ভাগ্যবশত, গতমাসে সে টাইফয়েড-এ আক্রান্ত হয়েছে। এজন্য সে বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। সে এই পরীক্ষার জন্য ভালোরকম প্রস্তুতি নিয়েছিল এবং আমার বিশ্বাস সে পরীক্ষায় সুফল পেত। এখন আমার বিনীত প্রার্থনা এই যে বিগত পরীক্ষাগুলির ফলাফলের ভিত্তিতে তাকে (পরবর্তী শ্রেণী) প্রমোশন দিয়ে তার একটি মূল্যবান শিক্ষা বছর রক্ষা করা হোক।

         আপনার সহানুভূতিপূর্ণ বিবেচনার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদে,

আপনার বিশ্বস্ত,
শাহিন আলম
আগৈলঝাড়া, বরিশাল

নিজে নিজে দরখাস্ত লিখা

পরবর্তী শ্রেণীতে অধ্যায়নের সুযোগ চেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজে থেকে আবেদন করার ক্ষেত্রে নিচের দরখাস্তটি অনুসরণ করে লিখতে পারবেন।

তারিখ: ১২/০৩/২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক,
বিদ্যালয়ের নাম
বিদ্যালয়ের ঠিকানা,

বিষয়: পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য আবেদন।

জনাব,

         বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি ৬ষ্ঠ শ্রেণী থেকেই আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছি। দূর্ভাগ্যবশত আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ৮ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পর্যাপ্ত ফলাফল অর্জন করতে পারিনি। পরবর্তী শ্রেণীগুলোতে মনযোগ সহকারে পড়ব ও পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করার প্রতস্তুতি নিবো।

         অতএব, আমার বিনীত প্রার্থনা এই যে, আমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে ভালো পড়াশোনা ও পরীক্ষায় ভালো রেসাল্ট করার সুযোগ করে দেওয়ার জন্য আপনার সহানুভূতিপূর্ণ বিবেচনার অপেক্ষায় রইলাম।

বিনীত নিবেদক-

আপনার একান্ত অনুগত ছাত্র,
মো: শাহিন ইসলাম
শ্রেণী: ৮ম, শাখা: ক
রোল নং: ১৫
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url