সারা বছর কোন ফুল ফোটে

সারা বছর কোন ফুল ফোটে

ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে বলে আমি মনে করি না। কারণ যে ফুল পছন্দ করে না তার তো মনই নেয়, আর যার মন নেয় সে মানুষ হলো কি করে? সে যাই হোক আমরা ওদিকে আর যাবো না।

আমি পার্সোনালি ফুল খুব পছন্দ করি। আমার মত অনেক ফুল পাগল মানুষ আছে যারা "সারা বছর ফোটে এমন ফুলের গাছ" খুজচ্ছেন ছাদ বাগানের সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য। কিন্তু কোন ফুল লাগাবেন বুঝে উঠতে পারছেন না। আপনার চিন্তার কোনো কারণ নেয়। আমদের আজকের এই পোষ্ট থেকে জেনে নিতে পারবেন "বারোমাসি ফুল গাছ কি কি"। নিচে সারা বছর ফুল ফোটে এমন কয়েকটি ফুল গাছ নিয়ে আলোচনা করা হলো।

সব ঋতুতে কোন কোন ফুল ফোটে?

অনেকেই ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় ফুল গাছ লাগান। যে সব ফুল গাছ শুধু মাত্র একবার ফুল দিয়ে মারা যায় বা আর ফুল দেয় না সেই সব ফুল গাছ আমাদের ক্ষনিকের জন্য আনন্দিত করে। কিন্তু যে সব ফুল গাছ থেকে আমরা সারা বছরই কম বেশি ফুল পায় তা আমাদের মনকে সারাক্ষন আনন্দিত করে রাখে। যখন মন খারাপ থাকবে বা কিছু ভালো লাগবে না তখন ফুলের বাগানে গিয়ে বসলে মনে আলাদা এক প্রশান্তি পাওয়া যায়।

সারা বছর যে সকল ফুল ফোটে তার তালিকা:

  1. জবা
  2. গোলাপ
  3. বাগানবিলাস
  4. একজারা
  5. ইউফোরবিয়া মিলি
  6. কোলান্চো
  7. ল্যান্টেনা
  8. এলামন্ডা
  9. কমলা রং ট্রাম্পেট
  10. কাঞ্চন (সাদা)
  11. কামিনী
  12. করবী
  13. অলকানন্দা বা অ্যালামন্ডা
  14. জ্যাট্রোফা বা জয়তী
  15. হাজারপুটিয়া
  16. নয়নতারা
  17. টগর ফুল
  18. রজনীগন্ধা
  19. অপরাজিতা বা নীলকন্ঠ ফুল
  20. সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি ইত্যাদি।

নোট: অনেকেই হয়তো বলবেন গোলাপ শীত কালীন ফুল। এটা সারা বছর ফোটে না। তাদেরকে বলব আপনি ভূল জানেন, কারণ গোলাপ শীত কালীন ফুল এটা সত্য কথা। কিন্তু এর থেকে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়। শীতের সময় বা সৃজনে প্রচুর পরিমান ফুল পাওয়া যায় এবং সেই ফুল গুলো আকারে অনেক বড় হয়। কিন্তু অন্যান্য সময় গোলাপ গাছ থেকে যে ফুল পাওয়া যায় তা আকারে ছোট হয় এবং ফুলের পরিমান কম থাকে।

বারোমাসি সুগন্ধি ফুল:

নিচে ৫টি বারোমাসি সুগন্ধি ফুল গাছের নাম উল্লেখ করা হলো-
  1. বিচিত্রা ফুল
  2. কুর্চি ফুল
  3. কামিনী ফুল
  4. রজনীগন্ধা
  5. জুঁই ফুল

উপরের উল্লেখিত ফুল গাছ থেকে আপনি সারা বছরই কম বেশি ফুল পাবেন। তবে সৃজনের মত পাবেন না। আপনার চেনা যানা সারা বছর ফুল দেয় এমন কোনো ফুল নাম বাদ পড়লে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url