রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় ও রোমানিয়া বেতন কেমন

রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর পূর্ব-উত্তরে রয়েছে মলদোভা ও ইউক্রেন, পশ্চিমে সার্বিয়া ও হাঙ্গেরি এবং দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। ইউরোপীয় ইউনিয়নের "নবম বৃহত্তম" আয়তনের দেশ হলো রোমানিয়া, এর আয়তন ৯২,০০০ বর্গ মাইল (২৩৮.৪০০ বর্গ কিলোমিটার)। ইউরোপীয় ইউনিয়নের "সপ্তম বৃহত্তম" জনসংখ্যার দেশ হল রোমানিয়া, এর মোট জনসংখ্যা ১৯ মিলিয়নের উপরে। এছাড়াও রোমানিয়ার রাজধানী "বুখারেস্ট" ইউরোপীয় ইউনিয়নের "দশম বৃহত্তম" শহর, যাতে প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) লোকের বসবাস।

অনেকে কাজের সুবাদে রোমানিয়া যেতে চান, আবার অনেকে এখান থেকে অন্য দেশে যেতে চান। ইউরোপের এই দেশ থেকে আপনারা কোন কোন দেশে যেতে পারবেন সে সম্পর্কে আজ আলোচনা করব।

রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়?

রোমানিয়া থেকে আপনারা ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন, সে জন্য আপনার কোন ভিসা বা গ্রীন কার্ড লাগবে না। তবে আপনার কাছে আবশ্যয় রোমানিয়ার ওয়ার্ক পারমিট থাকতে হবে। আপনার কাছে যদি রোমানিয়ার ওয়ার্ক পারমিট না থাকে তাহলে আপনি ইউরোপের কোনো দেশেই যেতে পারবেন না। চলুন যেনে নেওয়া যাক কোন কোন দেশে যেতে পারবেন।
  • গ্রীস
  • চেক প্রজাতন্ত্র
  • ফিনল্যান্ড
  • বেলজিয়াম
  • ক্রোয়েশিয়া
  • হাঙ্গেরি
  • অস্ট্রিয়া
  • আইসল্যান্ড
  • এস্তোনিয়া
  • লিচেনস্টাইন
  • লিথুয়ানিয়া
  • ফ্রান্স
  • ডেনমার্ক
  • নেদারল্যান্ড
  • পোল্যান্ড
  • নরওয়ে
  • ইতালি
  • পর্তুগাল
  • মাল্টা
  • স্পেন
  • লুক্সেমবার্গ
  • স্লোভেন
  • সুইজারল্যান্ড
  • সুইডেন
  • লাটভিয়া
  • স্লোভাকিয়া

রোমানিয়া বেতন কেমন?

রোমানিয়াতে কাজের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়। আপনি সেখানে কোন ভিসায় যাচ্ছেন বা সেখানে গিয়ে কি কাজ করবেন তার উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হয়। তবে সাধারণত রোমানিয়াতে ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন দিয়ে থাকে। আপনার কাজের দক্ষতা বাড়ার সাথে সাথে আপনার বেতন বৃদ্ধি পাবে। দক্ষতা যত বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার বেতনও বৃদ্ধি পেতে থাকবে, বেতন বেড়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পাড়ে।

রোমানিয়া জাবেন যে ভাবে:

রোমানিয়াতে যেতে হলে আপনাকে ভিসার মাধ্যমে যেতে হবে। কোন কোন ভিসার মাধ্যমে যেতে পারবেন নিচে সেই সব ভিসার খরচসহ উল্লেখ করা হল:

স্টুডেন্ট ভিসা:

আপনি যদি স্টুডেন্ট ভিসায় রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই রোমানিয়ার একটা ইউনিভার্সিটি থেকে অনুমোদন পেতে হবে। আপনি যদি সরকারি ভাবে যেতে চান তাহলে আপনার খরচ পরবে ৮০ থেকে ৯০ ইউরো। আর যদি বেসরকারি ভাবে যেতে চান তাহলে খরচ পরবে ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মতন।

বিজনেস ভিসা:

ব্যবসার কাজে অনেকেই রোমানিয়াতে যেতে চাচ্ছে। আপনি যদি বিজনেস ভিসায় ওখানে যেতে চান তাহলে আপনার খরচ পরবে ৬ থেকে ৭ লক্ষ টাকার মতন।

টুরিস্ট ভিসা:

অনেকেই রোমানিয়া ঘুরতে যেতে চান। কারণ রোমানিয়াতে পর্যটকদের দেখার মতো অনেক গুলো পর্যটন কেন্দ্র রয়েছে। আপনি যদি টুরিস্ট ভিসায় রোমানিয়াতে যেতে চান তাহলে আপনার খরচ পারবে প্রায় পাঁচ লক্ষ টাকা।

ড্রাইভিং ভিসা:

রোমানিয়াতে ড্রাইভারদের প্রচুর মূল্য রয়েছে, ফলে বেতনও অনেক বেশি দেওয়া হয় তাদের। আপনি যদি ড্রাইভিং ভিসায় রোমানিয়া যেতে চান তাহলে আপনার খরচ পরবে ৮ লক্ষ টাকার মতন।

ওয়ার্ক পারমিট ভিসা:

রোমানিয়ার বেতন অনেক বেশি হবার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে কাজ করতে। আপনি যদি সরকারি ভাবে যেতে পারেন তাহলে আপনার খরচ পারবে পাঁচ লক্ষ টাকা আর যদি বেসরকারি ভাবে যেতে চান তাহলে খরচ পরবে সাত থেকে আট লক্ষ টাকার মতন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url