শ্রী কৃষ্ণ কোন যুগের অবতার

শ্রী কৃষ্ণ কোন যুগের অবতার

ভগবান শ্রী শ্রীকৃষ্ণের ব্যাপারে জানেন বা তাকে চিনেন না আমাদের সনাতন ধর্মে এমন কোনো মানুষ নেয়, এমনকি বিভিন্ন ধর্মের মানুষও শ্রী কৃষ্ণ সম্পর্কে জানতে আগ্রহী। সনাতন ধর্মাবলম্বীরা, বিশেষ করে বৈষ্ণব মতের ভক্তরা শ্রী কৃষ্ণের জন্ম দিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করেন। এই দিন নানা ভাবে উৎসব উৎযাপন করা হয়, যেমন- নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, মধ্যরাত্রি তে কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, দহিহান্ডি, উপবাস, পূজা-পার্বণ প্রভৃতি। যাইহোক, আজকে আমরা শ্রী কৃষ্ণ কোন যুগের অবতার তা নিয়ে আলোচনা করব।

শ্রী কৃষ্ণ কোন যুগের অবতার?

শ্রী কৃষ্ণ দ্বাপর যুগের অবতার।

ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ (Bhagwan Shri Krishna)। তিনি দেবকী ও বাসুদেবের ঘড়ে দৈবশক্তি সম্পন্ন মানব রূপে জন্মগ্রহণ করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দ্বাপর যুগ হলো চার যুগের তৃতীয় যুগ। দ্বাপর যুগের সূচনা হয় ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার। এই যুগের বিস্তৃতি ছিল ৮,৬৪,০০০ বছর। এই যুগের প্রধান অবতার ছিলেন শ্রি কৃষ্ণা (Lord Krishna)।

ভারতের বিভিন্ন রাজ্যে শ্রী কৃষ্ণের নাম সমূহ:

  • ওড়িশার ভক্তরা জগন্নাথ নামে ডাকেন।
  • কর্ণাটকের ভক্তরা কৃষ্ণায়া নামে ডাকেন।
  • মহারাষ্ট্রের ভক্তরা বিঠোবা নামে ডাকেন।
  • রাজস্থানের ভক্তরা শ্রীনাথজি নামে ডাকেন।
  • গুজরাটের ভক্তরা দ্বারকাধীশ ও রণছোড় নামে ডাকেন।
  • কেরালার ভক্তরা গুরুবায়ূরাপ্পান ও কান্নান নামে ডাকেন।
  • তামিলনাড়ুর ভক্তরা মায়ন, পার্থসারথি, কান্নান নামে ডাকেন এবং
  • উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশের ভক্তরা শ্রী কৃষ্ণে কানহাইয়া, ঠাকুরজী, বাঁকে বিহারী, কানহা, রাধা রমন, কুঞ্জ বিহারী, রাধা বল্লভ, কিষণ ও কিসনা নামে ডাকেন।

শ্রী কৃষ্ণের প্রধান মন্দির সমূহ:

  • স্বামীনারায়ণ মন্দির
  • পুনে ইসকন মন্দির
  • দিল্লি ইসকন মন্দির
  • পুরী জগন্নাথ মন্দির
  • বৃন্দাবন প্রেম মন্দির
  • চেন্নাই ইসকন মন্দির
  • হরে কৃষ্ণ স্বর্ণ মন্দির
  • উড়ুপি শ্রী কৃষ্ণ মন্দির
  • বৃন্দাবন ইসকন মন্দির
  • পন্ধরপুর বিঠোবা মন্দির
  • চেন্নাই পার্থসারথি মন্দির
  • মথুরা দ্বারকাধীশ মন্দির
  • বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির
  • মায়াপুর চন্দ্রোদয় মন্দির
  • ব্যাঙ্গালোর ইসকন মন্দির
  • দ্বারকা দ্বারকাধীশ মন্দির
  • কেরালা গুরুবায়ুর মন্দির
  • বৃন্দাবন রাধারমণ মন্দির
  • বৃন্দাবন রাধাবল্লভ মন্দির
  • নাথদ্বারা শ্রীনাথজি মন্দির
  • গধদা স্বামীনারায়ণ মন্দির
  • বাংলাদেশে কান্তজিউ মন্দির
  • থালিপরাম্বা ত্রিচম্বরম মন্দির
  • বিষ্ণুপুর রাধা মাধব মন্দির
  • ডাকোর রণছোড়রায় মন্দির
  • করৌলি মদন মোহন মন্দির
  • ইম্ফল শ্রী গোবিন্দজী মন্দির
  • বৃন্দাবন বাঁকে বিহারী মন্দির
  • জুনাগড় রাধা দামোদর মন্দির
  • বৃন্দাবন রাধা দামোদর মন্দির
  • ধলেরা শ্রী স্বামীনারায়ণ মন্দির
  • পশ্চিম ভার্জিনিয়া নিউ বৃন্দাবন
  • জয়পুর গোবিন্দ দেব জী মন্দির
  • আম্বালাপুঝা শ্রীকৃষ্ণ স্বামী মন্দির
  • পেনসিলভেনিয়া ব্রজ হিন্দু মন্দির
  • মালয়েশিয়া শ্রী কুঞ্জ বিহারী মন্দির
  • ভাণ্ডীরবণ রাধাকৃষ্ণ বিবাহ স্থলী
  • বৃন্দাবন রাধা মদন মোহন মন্দির
  • মান্নারগুড়ি রাজগোপালস্বামী মন্দির
  • মথুরা কৃষ্ণ জন্মস্থান মন্দির কমপ্লেক্স

শ্রীকৃষ্ণের ছবি:

শ্রীকৃষ্ণের ছবি

শ্রীকৃষ্ণের ছবি

শ্রীকৃষ্ণের ছবি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url