মেয়ে শিশুর মাসিকের রাস্তা বন্ধ

মেয়ে শিশুর মাসিকের রাস্তা বন্ধ

নিজের সন্তানের প্রতি প্রত্যেক মা খুব দায়িত্ববান ও কেয়ারিং হয়ে থাকে। সাধারণ অনেক বিষয় নিয়েও ভয় পান এবং চিন্তিত হয়ে থাকেন। আপনিও যদি মেয়ে শিশুর মাসিকের রাস্তা নিয়ে চিন্তা করেণ তাহলে এজকের এই পোষ্টি আপনার জন্য। দুশ্চিন্তা না করে চলুন জেনে নেওয়া যাক মাসিকের রাস্তা বন্ধ সম্পর্কে।

মেয়ে বাবুর মাসিকের রাস্তা বন্ধ

অনেক মায়ের একটি ভূল ধারণা রয়েছে যে মেয়ে শিশুর মাসিকের রাস্তা বাহির থেকে দেখা যায়। তাই তারা বার বার করে চেক করে যে তার সন্তানের মাসিকের রাস্তা আছে কিনা। কিন্তু মেয়ে শিশুর মাসিকের রাস্তা বন্ধ কিনা তা আপনি বা আমি সাধারণত চোখে দেখে বুঝতে পারব না।

অনেক সময় দেখা যায় নবজাতক মেয়ে শিশুর মাসিকের রাস্তার উপরের দুই পাপড়ি একে অপরের সাথে জোড়া লেগে আছে এটা দেখে মায়েরা মনে করেণ যে তার সন্তানের মাসিকের রাস্তা বন্ধ। যদিও এই ধরনের সমস্যা খুব একটা দেখা যায় না, তবে এই সমস্যাটা সাধারণত জন্মের দুই বছরের মধ্যে এমনিতেই ঠিক হয়ে যায়। এমন হলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এই সমস্যার জন্য কোন চিকিৎসারও প্রয়োজন নেয়। কারণ ডাক্তাররা এই সমস্যার জন্য বাবা মাকে ধৈর্য ধরার উপদেশ দিয়ে থাকেন কেননা এই সমস্যার অপারেশন করলে আবারও এমন হতে পারে।

আবার অনেক সময় অনেক মায়েরা মন্তব্য করে থাকেন যে তার মেয়ের মাসিকের রাস্তার ছিদ্র দেখা যায় না। ফলে তিনি ধরেই নেয় যে তার শিশুর মাসিকের রাস্তা বন্ধ। আসলে এটা সঠিক ধারণা নয়, কারণ অনেক শিশুর মাসিকের রাস্তা খুব ছোট হয় এবং তার উপর পাতলা আবরন থাকে যে কারনে ছিদ্রটা ভালো করে দেখা যায় না। এটা শিশুর বয়ঃসন্ধিকাল শুরু হলে আপনা আপনিই ঠিক হযে যায়।

সাবধানতা:

অনেক মা তার মেয়ের মাসিকের রাস্তা বন্ধ মনে করে বার বার মাসিকের রাস্তায় হাত দেয় এবং দেখার চেষ্টা করে। আপনারা ভূলেও এমনটা করবেন না তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। কারণ নবজাতক মেয়ে শিশুর যৌনাঙ্গ খুব ছোট এবং শৌখিন থাকে। ফলে আপনার হাত বার বার সেখানে লাগার ফলে যৌনাঙ্গ ব্যাথা হয়ে যেতে পারে আবার লাল বা ফুলে যেতে পারে। আবার আপনার হাতে থাকা জীবাণু শিশুর যৌনাঙ্গে প্রবেশ করে ইনফেকশনের সৃষ্টি করতে পারে। তখন ভোগান্তির আর শেষ থাকবে না। তাই আগে থেকেই সাবধান হোন।

বাচ্চাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং সব সময় একটা কিছু পরিয়ে রাখুন যাতে করে আপনার বাচ্চার মাসিকের রাস্তায় দূলো বালি জমতে না পারে।

মাসিকের রাস্তা বন্ধ কিভাবে বুঝবেন?

মাসিকের রাস্তা বন্ধ তা সাধারণত চোখে দেখে বুঝার উপায় থাকে না তবে বয়ঃসন্ধিকালে যখন মেয়েটির ঋতুস্রাব শুরু হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, যেখানে তার বয়সি অন্যান্য সকল বাচ্চাদের ঋতুস্রাব শুরু হয়ে গেছে। সেই সময়ে মেয়েটির তল পেটে প্রচুর ব্যাথা থাকে (পেটে ব্যাথা হওয়ার কারণ হল, তার শরীরে মাসিকের রক্ত তৈরি হচ্ছে কিন্তু তা বেড় হতে না পেরে তল পেটে জমা থাকছে। যে কারণে তার পেটে প্রচুর ব্যাথা হচ্ছে)। এমন হলে দেরি না করে আপনার নিকটবর্তী ভাল কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। কারণ হল এটি মাসিকের রাস্তা বন্ধ থাকার প্রধান লক্ষন।

চিকিৎসা

বর্তমান বিশ্ব অনেক এগিয়ে এখন জন্মগতভাবে যে সব মেয়েদের মাসিকের রাস্তা বন্ধ থাকে তা অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে তুলতে পারা সম্ভব।

ইতি মধ্যে অনেক মেয়ের বন্ধ মাসিকের রাস্তা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন যে, মাসিকের রাস্তা পুনর্গঠন করার পর সেই সব মেয়েরা বিয়ে করার উপযুক্ত হওয়ার পাশাপাশি সন্তান ধারণেরও সক্ষম হয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url