পানামা খাল কোথায় অবস্থিত ও কোন মহাসাগরকে যুক্ত করেছে

পানামা খাল

পানামা খাল

পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মিত পানামা খালটি জাহাজ চলাচল করার জন্য, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে ইস্থমাস বলা হয়, সাধারণত যার অন্য দুই পাশে পানি থাকে। পানামার ইস্থমাস দক্ষিণ ও উত্তর আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে আলাদা করে রেখেছে। খালটির পরিচালক ও মালিক হচ্ছে পানামা প্রজাতন্ত্র।

পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য দ্বারাই ৪০ মাইল (৬৫ কিলোমিটার)। কিন্তু প্রশান্তের গভীর জল থেকে আটলান্টিকের গভীর জল পর্যন্ত হিসাব করলে ৫০ মাইল (৮২ কিলোমিটার)। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের মধ্যে এই খালটি একটি (অন্যটি হচ্ছে সুয়েজ খাল)।

পানামা খাল তৈরি করা না হলে যুক্তরাষ্ট্রের পূর্ব - পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যেকোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেইপ হর্ন হয়ে যেতে হতো, যার জন্য অতিরিক্ত ৮ হাজার নটিক্যাল মাইল (১৫ হাজার কিলোমিটার) পথ অতিক্রম করতে হতো। এছাড়াও উত্তর আমেরিকার এক দিকের উপকূল - দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে ৬,৫০০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়। আবার ইউরোপ, পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় ৩,৫০০ কিলোমিটার পথ বেঁচে যায়।

পানামা খাল কোন দেশে অবস্থিত?

পানামা খাল উত্তর আমেরিকার সবচেয়ে দক্ষিণের দেশ পানামার অবস্থিত। এটি একটি চৌবাচ্চা সিস্টেমের খাল, যার পশ্চিম পাশে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব পাশে আটলান্টিক মহাসাগর অবস্থিত।

পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?

পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত এই দুইটি মহাসাগরকে যুক্ত করেছে।

একনজরে পানামা খালের বিবারণ:

  • মূল মালিক: সোসাইটি ইন্টারন্যাশনালে ডু ক্যানেল
  • প্রধান প্রকৌশলী: জন ফিন্ডলে ওয়ালেস (১৯০৪–১৯০৫), জন ফ্র্যাঙ্ক স্টিভেন্স (১৯০৫–১৯০৭), জর্জ ওয়াশিংটন গোয়েথালস (১৯০৭–১৯১৪)
  • প্রথম ব্যবহার: ১৯১৪ সালের ১৫ আগস্ট
  • শুরু হবার স্থান: আটলান্টিক মহাসাগর
  • শেষ হবার স্থান: প্রশান্ত মহাসাগর
  • বন্ধ স্থান: ৩টি
  • অবস্থা: উন্মুক্ত, ২৬ জুন ২০১৬ সালে উন্মুক্ত করা হয়
  • নৌ-চালনা কর্তৃপক্ষ: পানামা খাল কর্তৃপক্ষ

পানামা খাল সম্পর্কে কয়েকটি প্রশ্ন:

১। পানামা খাল কোন দেশ খনন করেন?
উত্তর: পানামা খাল যুক্তরাষ্ট্র খনন করেন।

২। পানামা খাল খনন করা হয় কত সালে?
উত্তর: পানামা খাল খনন করা হয় ১৯১৩ সালে।

৩। পানামা খালের প্রস্থ ও দৈর্ঘ্য কত?
উত্তর: পানামা খালের প্রস্থ ৯১ মিটার ও দৈর্ঘ্য ৮১ কিলোমিটার।

৪। পানামা খালের গভীরতা কত মিটার?
উত্তর: পানামা খালের গভীরতা ১৪ মিটার।

৫। পানামা খাল ব্যবহারকারী প্রধান দেশ কোনটি?
উত্তর: পানামা খাল ব্যবহারকারী প্রধান দেশ হল যুক্তরাষ্ট্র।

৬। যুক্তরাষ্ট্র পানামাকে পানামা খাল কবে হস্তান্তর করে?
উত্তর: যুক্তরাষ্ট্র পানামাকে পানামা খাল ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর হস্তান্তর করে।

৭। কোন দুটি মহাসাগরকে পানামা খাল সংযুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পানামা খাল সংযুক্ত করেছ।

৮। কোন মহাসাগরের প্রবেশদ্বার পানামা খালকে বলা হয়?
উত্তর: প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার পানামা খালকে বলা হয়।

৯। কোথায় পানামা খাল অবস্থিত?
উত্তর: মধ্য আমেরিকার দেশ পানামায় পানামা খাল অবস্থিত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url