শারীরিক শিক্ষা কলেজের তালিকা (সরকারি ও বেসরকারি)

বেসরকারি শারীরিক শিক্ষা কলেজের তালিকা

শারীরিক শিক্ষা বলতে মূলত “শরীরের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি এবং শারীরিক দক্ষতা বৃদ্ধি করার শিক্ষা”কে বোঝায়। এটি শিক্ষার্থীদের শারীরিক নিরাপত্তা সম্পর্কে জ্ঞান দান করে, এছাড়াও শারীরিক দক্ষতা, স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যকর জীবনধারা বিকাশের পথ দেখায়।

স্কুলে শিক্ষার্থীদের অনেক বিষয় পড়ানো হয় তার মধ্যে শারীরিক শিক্ষা একটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে, শারীরিক শিক্ষা অবশ্যই উচ্চ মানের হতে হবে।

বর্তমানে মানুষের মাঝে শারীরিক শিক্ষার গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে, যে কারণে মানুষ শারীরিক শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে মাত্র ৬ টি সরকারি শারীরিক শিক্ষা কলেজ রয়েছে। যেখানে সবার পড়ার সুযোগ হয়ে উঠে না, আবার অনেকে সুযোগ পেলেও নিজ এলাকা থেকে দুরে হওয়ার কারনে পড়তে পারছেন না। ফলে তারা বেসরকারি শারীরিক শিক্ষা কলেজে ভর্তি হতে চাচ্ছেন। আপনিও কি বেসরকারি শারীরিক শিক্ষা কলেজে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু কোথায় পরবেন বা কোথায় বেসরকারি শারীরিক শিক্ষা কলেজের রয়েছে তা জানেন না তাহলে আজকের এই পোস্ট থেকে জেনে নিন।

বেসরকারি শারীরিক শিক্ষা কলেজের তালিকা:

বর্তমানে বাংলাদেশে ২৩ টি বেসরকারি শারীরিক শিক্ষা কলেজ রয়েছে। নিচে সেসব বেসরকারি শারীরিক শিক্ষা কলেজের নামগুলো জেলাসহ উল্লেখ করা হলো-

  1. চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ (চট্টগ্রাম)
  2. পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজ (পটুয়াখালী)
  3. পাকশী কলেজ অব ফিজিক্যাল এডুকেশন (পাবনা)
  4. বাংলাদেশ কলেজ অব ফিজিক্যাল এডুকেশন (নারায়নগঞ্জ)
  5. যশোর ফিজিক্যাল এডুকেশন কলেজ,নতুন উপশহর (যশোর)
  6. শহীদ জিয়া শারীরিক শিক্ষা কলেজ (রাজশাহী)
  7. সাভার শারীরিক শিক্ষা কলেজ (ঢাকা, সাভার)
  8. গাজীপুর ফিজিক্যাল এডুকেশন (গাজীপুর)
  9. আল আমিন শারীরিক শিক্ষা কলেজ (কমিল্লা)
  10. করতোয়া ফিজিক্যাল এডুকেশন কলেজ (সাতক্ষীরা)
  11. কুমিল্লা কলেজ এন্ড ফিজিক্যাল এডুকেশন (কুমিল্লা)
  12. কেশবপুর শারীরিক শিক্ষা কলেজ (যশোর)
  13. অলিম্পিয়া ইনস্টটিউট ফিজিক্যাল এডুকেশন (ঢাকা)
  14. ছাবিরা রউফ ফিজিক্যাল এডুকেশন কলেজ (গোপালগঞ্জ)
  15. শারীরিক শিক্ষা কলেজ (কুষ্টিয়া)
  16. সাফিয়া আছাব বি.পি এন্ড কলেজ (গাইবান্ধা)
  17. রংপুর বি.পি এন্ড কলেজ (রংপুর)
  18. লক্ষ্মীপুর বি.পি এন্ড কলেজ (লক্ষ্মীপুর)
  19. বগুড়া বি.পি এন্ড কলেজ (বগুড়া)
  20. পিরোজপুর বি.পি এন্ড কলেজ (পিরোজপুর)
  21. টি.এইচ.বি.পি. এন্ড কলেজ (বগুড়া)
  22. কলেজ অব এডুকেশন (বরিশাল)
  23. শহীদ মোস্তাফিজুর রহমান বি.পি এন্ড কলেজ (বগুড়া)

সরকারি শারীরিক শিক্ষা কলেজের তালিকা:

নিচে সরকারি শারীরিক শিক্ষা কলেজের নামগুলো জেলাসহ উল্লেখ করা হলো-

  1. বরিশাল বিভাগীও শারীরিক শিক্ষা কলেজ (বরিশাল সদর)
  2. সরকারি শারীরিক শিক্ষা কলেজ (ঢাকা, মোহাম্মদপুর)
  3. সরকারি শারীরিক শিক্ষা কলেজ (রাজশাহী, সপুরা)
  4. চট্টগ্রাম বিভাগীও সরকারি শারীরিক শিক্ষা কলেজ (চট্টগ্রাম, বড়পুল)
  5. খুলনা বিভাগীও শারীরিক শিক্ষা কলেজ (বাগেরহাট, শ্রীঘাট)
  6. ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজ (ময়মনসিংহ, মুক্তাগাছা)

নোট: একজন মানুষের সুখে থাকার মূল চাবিকাঠি হলো সুস্থ থাকা, আর সুস্থ থাকতে হলে প্রত্যেকটা মানুষের শারীরিক শিক্ষা বা শারীরিক জ্ঞান থাকা প্রয়োজন। আমরা অনেকেই আছি যারা শারীরিক শিক্ষাটাকে খুব একটা মূলায়ন করি না। আবার অনেক মা-বাবা এমনও আছে যারা নিজের সন্তানকে মাঠে ছোটা-ছুটি বা খেলা ধূলা করতে দেয় না। মনে করে খেলতে গিয়ে শুধু শুধু সময় নষ্ট বা পড়ে গিয়ে ব্যাথা পাবে। কিন্তু আপনি কি জানেন খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা বাচ্চাদের শারীরিক অবস্থার উন্নতি, কর্ম দক্ষতা ও মানসিক বিকাশ খুব দ্রুত হয়। সুস্থ দেহ ও সুন্দর মনের অধিকারী হতে চাইলে আপনাকে অবশ্যই শারীরিক শিক্ষার উপর জোর দিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url