স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত

আপনি যদি স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত সে সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। মনযোগ সহকারে সম্পূর্ন লেখাটি পড়ুন আশা করছি হতাশ হবেন না।

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত

স্বামীর রক্তের গ্রুপ স্ত্রীর রক্তের গ্রুপ এবং সন্তানের অবস্থান
পজিটিভ (+)পজিটিভ (+)সুস্থ সন্তান
নেগেটিভ (-)নেগেটিভ (-)সুস্থ সন্তান
নেগেটিভ (-)পজেটিভ (+)সুস্থ সন্তান
পজেটিভ (+)নেগেটিভ (-)প্রথম সন্তান সুস্থ দ্বিতীয় সন্তান থেকে সমস্যা শুরু হবে।

সহজ করে বলতে গেলে;

  • স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ (+) হলে, স্ত্রীর রক্তের গ্রুপ অবশ্যই পজিটিভ (+) হতে হবে।
  • স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ (-) হলে, স্বামীর রক্তের গ্রুপ অবশ্যই নেগেটিভ (-) হতে হবে।
  • কিন্তু স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ (-) হলে, স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ বা পজেটিভ (-/+) যে কোনোটা হতে পারে কোনো সমস্যা নেয়।

যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ (+) আর স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ (-) হয় তাহলে কী সমস্যা হয় চলুন যেনে নেওয়া যাক:

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোন সমস্যা হয় না। কিন্তু স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ (-) আর স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ (+) হয় তাহলে "মারন জিন" বা "লিথাল জিন" নামে একটি জিন তৈরি হয়। যা পরবর্তীতে জাইগোট তৈরি করতে বাঁধা দেয় বা জাইগোটকে মেরে ফেলে, যে কারণে মৃত বাচ্চার জন্ম হতে পারে।

এছাড়াও স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ (+) হলে সাধারণত বাচ্চার রক্তের গ্রুপও পজিটিভ (+) হয়ে থাকে। যখন কোনো নেগেটিভ (-) রক্তের গ্রুপের মা পজিটিভ (+) ভ্রুণকে ধারন করবে, তখন সাধারনত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু ডেলিভারির সময় পজিটিভ (+) ভ্রূণের রক্ত, প্ল্যাসেন্টাল বাধা (placental barrier) ভেদ করে এবং প্ল্যাসেন্টাল ডিসপ্লেসমেন্ট (placental displacement) এর সময় মায়ের শরীরে প্রবেশ করবে। ডেলিভারির সময় মায়ের শরীরে যে রক্ত প্রবেশ করবে, তা ডেলিভারি হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে Rh এন্টিবডি তৈরি করবে।

ঐ মা যখন দ্বিতীয় বার সন্তান ধারন করবে, তখন যদি তার সন্তানের রক্তের গ্রুপ পুনরায় পজিটিভ (+) হয়। তাহলে মায়ের শরীরে আগে থেকেই যে Rh এন্টিবডি তৈরি হয়েছিলো সেটা প্ল্যাসেন্টাল বাধা (placental barrier) ভেধ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে। আর যখনি বাচ্চার শরীরে Rh antibody ঢুকবে তখনি বাচ্চার RBC এর সাথে সংযোজন (agglutination) হবে, ফলে RBC ভেঙ্গে যাবে। ফলস্বরূপ গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে বা মৃত বাচ্চার জন্ম হবে। একে মেডিকেল ভাষায় "Rh incompatibility" বলে।

নোট: স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ এবং স্বামীর পজিটিভ রক্তের গ্রুপ হয় তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে মেডিকেল ভাষায় "Rh Isoimmunization" বলা হয়। তবে বর্তমানে এরও সহজ চিকিত্‍সা বা টিকা রয়েছে। অনেকের একটি ভূল ধারণা আছে তা হল বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার "থ্যালাসেমিয়া" হয়। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ "থ্যালাসেমিয়া" রোগ সাধারণত "ক্রোমোজোম এবনরমালিটি" থেকে হয়ে থাকে। আশা করছি উপরের আলোচনা থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url