সাদামাটা জীবন নিয়ে উক্তি

সাদামাটা জীবন নিয়ে উক্তি

সাদামাটা জীবন অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। যারা সাদামাটা জীবন পছন্দ করেন তাদের জন্য আজ আমরা সাদামাটা জীবন নিয়ে কিছু উক্তি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখা নেয়া যাক সাদামাটা জীবন নিয়ে উক্তি সমূহ-

  • যে মালিক অনেক ধন-সম্পদের থাকার পরেও সাদামাটা জীবন যাপন করে, সেই হলো পৃথিবীর প্রকৃত জ্ঞানী মানুষ।
  • জীবনকে জটিল করলেই জীবনকে জটিল বলে মনে হবে, আর সাদামাটা জীবন কাটালে সবকিছুই সহজ মনে হবে।
  • জীবনকে যতটা সাদামাটা ভাবে কাটাতে পারবেন, জীবন আপনাকে ততটা সুখী করবে এবং সফল হতে সাহায্য করবে।
  • তোমার সাদামাটা সাজ আর সাদামাটা জীবন আমার অনেক বেশি পছন্দ, তুমি এই ভাবেই থেকো সারাটা জীবন।
  • জীবনটা হোক সাদামাটা আর অনুভূতিগুলো হোক রঙিন। সেই রঙে যেন রাঙ্গাতে পারি তোমার জীবন।
  • দুই দিনের এই দুনিয়ায় কেউ জীবনকে জটিল করবেন না, কারণ সাদামাটা জীবন-যাপন করার মাঝেই আসল সুখ।
  • জীবন মানেই সুখী-সুন্দর জীবন নয়, তবে সাদামাটা জীবন মানেই অনেক সুন্দর জীবন যা সবাই উপভেগ করতে পারে না।
  • সাদামাটা জীবনায় অনেক ভালো তবে সবার কাছে সাদামাটা জীবন ভালো লাগে না, কিন্তু সাদামাটা জীবনে কোনো মানুষ অসুখী হয় না।
  • প্রত্যেকটি সাদামাটা জীবন-যাপন করা মানুষের মধ্যে নিখুঁত একটি আর্ট লুকিয়ে থাকে, যা সবার চোখে ধরা পড়ে না এবং বুঝতেও পারে না।
  • যাদের নিজের জীবন সাদামাটা ভাবে কাটিয়ে দেয়, তাদের জীবনে ভালোবাসার কোনো অভাব হয় না এবং তারা খুব সুন্দর মনের অধিকারী হয়।
  • সাদামাটা জীবন কাটাতে শেখ, তাহলে দেখবে জীবনের চাহিদা কমে যাবে, আর জীবনে চাহিদা যত কম হবে জীবনে সুখী হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে।
  • কে আপনাকে সম্মান দিলও আর কে অসম্মান করল তার চিন্তা না করে, আপনি আপনার মতন করে সাদামাটা জীবন যাপন করুন দেখবেন অনেক ভালো থাকবেন।
  • আমি ছোট বেলা থেকেই নিজের বাবা-মাকে সাদামাটা জীবন-যাপন করতে দেখেছি, কখনো কোনো কষ্ট তাদের ভাঙ্গতে পারেনি তাই আমিও সাদামাটা জীবনে অভ্যস্থ।
  • অনেকে নবাবের মত জীবন-যাপন করেও জীবনের আসল সুখ উপভেগ করতে পারে না। কিন্তু যারা সাদামাটা জীবন-যাপন করে তারা জীবনকে উপভোগ করতে পারে।
  • অনেকেই সাদামাটা জীবন-যাপন করা মানুষ গুলোকে বোকাসোকা মনে করেন, তবে সাদামাটা জীবন-যাপনই মানেই বোকা মানুষ নয় বরং এটা একটা মানুষের সরলতা।
  • আমি খুব সাদামাটা ও সহজ-সরল ভাবে কাটাতে পছন্দ করি। তাতে যার আমাকে ভালো লাগবে সে আমার সাথে থাকবে, আর যার আমাকে ভালো লাগবে না সে আমার থেকে দূরে চলে যাবে তাতে আমার কোনো সমস্যা নেই।

নিজেকে সুখি করার দায়িত্ব নিজেকেই নিচে হবে, কেউ আপনাকে সুখি করতে আসবে। কারণ সবাই আপনার কাজ, আচার-আচারণ, কথা বলার ধরন, হাটা-চলা ইত্যাদি নিয়ে সুযোগ পেলেই কথা শুনাবে কষ্ট দিতে চাইবে। তবে আপনি যদি সাদামাআ জীবন জাপন করেন তাহলে আর কেই কোনো ভাবেই আপনাকে কষ্ট দিতে পারবে না। তার কারণ হলো আপনি তখন এসব কথা হাসি ঠাট্টা করে উরিয়ে দিয়েন। একটা কথাও গায় মাখবেন না। নিজের মত করে বাচতে শিখে জাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url