বরিশাল বিভাগের জেলা সমূহ, ইতিহাস ও কিসের জন্য বিখ্যাত (A to Z)

বরিশাল বিভাগের জেলা সমূহ

বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিনে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। অনেকেই বরিশাল জাননি বা শেখানে যেতে চান সে জন্য বরিশাল সম্পর্কে জানতে চান। আজকের এই আর্টিকেলে বরিশাল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। চলুন নিচ থেকে যেনে নেওয়া যাক বরিশাল সম্পর্কে।

বরিশাল বিভাগের জেলা সমূহ:

বরিশাল বিভাগের জেলা হলো ৬ টি।
  1. বরিশাল জেলা
  2. ঝালকাঠি জেলা
  3. বরগুনা জেলা
  4. পিরোজপুর জেলা
  5. পটুয়াখালী জেলা
  6. ভোলা জেলা

বরিশাল বিভাগের ইতিহাস:

বরিশাল বিভাগের ইতিহাস জটিল ও দীর্ঘ। ১৩ শতকের প্রথম দিকে এই অঞ্চলটিতে মূলত দেব, চন্দ্র ও মগধ জাতি গোষ্ঠী সহ বিভিন্ন আদিবাসী উপজাতি বসবাস করত। আর ১৩ শতকের প্রথম দিকে বাংলায় মুসলিম বিজয় লাভ করার পর "বাকলা" রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। এই রাজ্যটি মুসলিম রাজবংশের উত্তরাধিকার দ্বারা শাসিত হত। বাকলা রাজ্যটি ১৭ শতকের প্রথম দিকে মুঘল সম্রাট জয় করেন।

মুঘলদের শাসনকালে বরিশাল ব্যবসা - বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে গড়ে উঠে। এছাড়াও ওই সময় কালে বরিশালে অনেক সুফি সাধক বাস করতেন যারা ইসলাম ধর্ম প্রচারে সাহায্য করতেন। মুঘল সম্রাটের অবসান ঘটিয়ে ১৮ শতকের শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরিশাল জয় করে নেয়। বরিশালকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক শতাব্দীরও বেশি সময় কাল ধরে শাসন করেন এবং এই সময় বরিশাল অঞ্চলটি সামাজিক ও অর্থনৈতিক উন্নতির অভিজ্ঞতা লাভ করে।

১৯৪৭ সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়। তখন বরিশাল অঞ্চলটি পূর্ব পাকিস্তানে পরিণত হয়, যার নাম বাংলাদেশ রাখা হয়। পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেন তার পর থেকে বরিশাল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে অব্যাহত রয়েছে। বর্তমান বরিশালে "প্রাচীন বাকলা রাজ্যের" ধ্বংসাবশেষ সহ কয়েকটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানের আবাসস্থল রয়েছে।

বরিশাল কিসের জন্য বিখ্যাত:

বরিশাল বিভাগটি এক না একাধিক কারণে বিখ্যাত। বরিশালে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতির জন্য বিখ্যাত।চলুন যেনে নেওয়া যাক বিখ্যাত হবার কারণ।

প্রাকৃতিক সৌন্দর্য:

বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন ও কুয়াকাটা সমুদ্র সৈকত বরিশালে অবস্থিত। দক্ষিণ এশিয়ার দুটি সমুদ্র সৈকতের মাঝে একটি অবস্থিত বরিশালে যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তর দেখা যায়।

খাদ্য সামগ্রী:

খাবারের দিক থেকে বরিশাল বিখ্যাত হবার কারণ হল আমড়া। এছাড়া ইলিশ মাছ, তরমুজ, সুপারি, পেয়ারা ও পানের জন্যও বিখ্যাত বরিশাল।

সমৃদ্ধ ইতিহাস:

বরিশালকে নিয়ে একটি সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রাচীন যুগের। এখানে এক সময় অনেক গুরুত্বপূর্ণ হিন্দু ও বৌদ্ধ মন্দিরের অবস্থান ছিল। এছাড়াও মুঘল ও ব্রিটিশ আমলে ব্যাবসা বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বরিশাল।

বৈচিত্র্যময় সংস্কৃতি:

বরিশাল বিভাগে বহু জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। স্পন্দনশীল সংস্কৃতির জন্য বরিশাল অঞ্চলটি বেশ পরিচিতি পায়।

কুয়াকাটা সমুদ্র সৈকত:

কুয়াকাটা সমুদ্র সৈকত বরিশাল বিভাগের অন্যতম একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। যেখান থেকে উপভোগ করত পারবেন ঝাউবন, বৌদ্ধ মন্দির, সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্তর এছাড়াও এখানে বিভিন্ন পাখির বাসস্থান।

দুর্গা সাগর:

বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি মানব সৃষ্ট পুকুর। পিকনিক ও মাছ ধরার জন্য একটি জনপ্রিয় স্থান হলো দুর্গা সাগর। এছাড়াও দুর্গা সাগর কয়েকটি মন্দির ও মসজিদের আবাসস্থল।

দর্শনীয় স্থান:

বরিশাল বিখ্যাত হবার কিছু কারণ হলো দর্শনীয় স্থান সমূহ।
  • ঝাউবন
  • ভাসমান পেয়ারার বাগান
  • লাকুটিয়া জমিদার বাড়ি
  • ঝালকাঠি জমিদার বাড়ি
  • রায়েরকঠি জমিদার বাড়ি
  • বরিশাল বিভাগয় জাদুঘর
  • বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও জাদুঘর
  • বায়তুল আমান জামে মসজিদ
  • মিয়া বাড়ি মসজিদ
  • বিবির পুকুর
  • অক্সফোর্ড মিশন চার্চ
  • কুয়াকাটা বৌদ্ধ মন্দির
  • গঙ্গামতি সংরক্ষিত বন

বরিশাল জেলার আয়তন কত:

বরিশাল বিভাগের রাজধানী শহর হলো বরিশাল জেলা। এই জেলার মোট আয়তন হলো ২,৭৮৪.৫২ বর্গ কিলোমিটার বা ১,০৭৫.১১ বর্গ মাইল। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, বরিশাল জেলার জনসংখ্যা হলো ২৩,২৪,৩১০ জন যার জনঘনত্ব হলো ৮৩০ জন বর্গ কিলোমিটার বা ২,২০০ জন বর্গ মাইল।

বরিশাল বিভাগের জনসংখ্যা কত:

বরিশাল বিভাগ ছয়টি জেলা নিয়ে গঠিত। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, বরিশাল বিভাগের মোট জনসংখ্যা হলো ৮৩,২৫,৬৬৬ জন। বরিশাল বিভাগের জনঘনত্ব ৬৩০ জন বর্গ কিলোমিটার বা ১,৬০০ জন বর্গ মাইল।

বরিশালের অপর নাম কি:

চন্দ্রদ্বীপ হল বরিশালের প্রাচীন নাম। এছাড়াও বরিশালকে বাকলা বা ইসলামপুর নামে জানা যায়। তখন থেকেই প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার ন্যায় সব কিছুর বৃদ্ধি ঘটত এবং চাঁদের মতো আকৃতি ছিল বলে এর নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে চন্দ্রদ্বীপে কায়স্থ, বসু বংশীয় ও জমিদারগণের আদিপুরুষ দনুজমর্দন দেব চন্দ্রশেখর চন্দ্রবতীর কৃপায় রাজ্য লাভ করেন। যে কারণে ব্রাক্ষণের নামেই রাজ্যের নামকরণ করেন চন্দ্রদ্বীপ।

বরিশাল জেলার শিক্ষার হার:

বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি বরিশাল জেলায়। বরিশাল জেলায় শিক্ষার হার হলো ৬১.২%।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url