জীবন নিয়ে উক্তি ও ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি

জীবন নিয়ে উক্তি

আপনি যা কিছু করেন বা ভাবেন তার থেকে যে শিক্ষা গ্রহন করেন তার মূল কথাটাই হল উক্তি। আর এই উক্তি গুলো যতটা ছোট মনে হয়, তা ততটাই মনোবল বাড়ানোর চেষ্টা করে। জীবনের সাথে সম্পর্কিত উক্তি গুলো সবার মন ছুয়ে যায়। কারণ এই সব উক্তি কিছু মানুষের জীবনের সাথে হুবাহু মিলে যায় এবং এই সব উক্তি থেকে সব সময় কিছু না কিছু শিক্ষা নেওয়া যায়।

জীবন নিয়ে উক্তি

১। জীবনে এমন ভাবে বাঁচুন যেন আগামী কালকেই আপনি মারা যাবেন এবং এমন ভাবে শিক্ষা গ্রহন করুন যেন চিরকাল বেঁচে থাকবেন।

২। যাদের অন্যকে ঠকাতে বিবেকে বাঁধে, বুক কাঁপে তাদের জীবনে কখনো সুখের দেখা মিলে না। আর যারা অন্যকে ঠকাতে এক মিনিটও সময় নেন না, তারাই সুখে থাকে সারা জীবন।

৩। কষ্ট পেয়ে কখনো জীবনকে সমাপ্তি করবেন না, জীবন যা দেয় তা নিয়েই জীবনকে আরো উন্নত করুন এবং নতুন কিছু তৈরি করুন।

৪। বারবার ব্যর্থ হচ্ছেন, ভাবছেন আপনাকে দিয়ে কিছু হবে না? তহলে সফল মানুষের সফলতার পিছনের গল্প শুনুন দেখবেন তারা প্রথমে কতবার ব্যর্থ হয়েছিল।

৫। যে নিজেকে নিজে দমন করতে পারে না, সে যেমন সবার জন্য বিপদজনক ঠিক তেমনি নিজের জন্যও বিপদজনক।

৬। জীবনে চলার পথে বহু বাধা-বিপত্তি আসতেই থাকবে, তাই বলে থেমে যেতে হবে বিষয়টা এমন নয়, যেখানে বাধা আসবে সেখান থেকে আবার নতুন করে শুরু করুব, দেখবেন কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না।

৭। কিছু মানুষের কাছ থেকে জীবনে এতো পরিমাণ ভালোবাসা পেয়েছি যা দিয়ে হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু কিছু মানুষের কাছ থেকে এতো পরিমাণে অবহেলা পেয়েছি যা নিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না।

৮। জীবন অনেক কঠিন, আর যদি আপনি বোকা হন তখন আপনার জন্য জীবন আরো কঠিন হয়ে যায়।

৯। একটি অভিশপ্ত জীবনের নাম হলো মধ্যবিত্ত, জন্ম থেকেই মানিয়ে নিতে হয় জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত।

১০। আমাকে সাহায্য করার জন্য যারা মানা করে দিয়েছে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, তাদের না করার জন্য আমি আমার নিজের কাজ নিজে করতে শিখেছি।

১১। আমার পুরো জীবনটা সমাধানের অঙ্কের মত যখনই ভাবি সমাধান করে ফেলেছি, তখনই দেখি উত্তর ভূল।

১২। একটি পর্বত হলো জীবন, আর আপনার লক্ষ্য পর্বতের শীর্ষে পৌঁছানো, অন্যের দেখানো পথ অনুসন্ধান করা নয়।

১৩। সেই অনুভূতি হলো সুখ যা শক্তি বৃদ্ধি করে, আর সেই অনুভূতি হলো দুঃখ যা প্রতিরোধকে পরাজিত করে।

১৪। সাফল্য বা অর্থ মানুষকে পরিবর্তন করতে পারে না, পরিবর্তন তো শুধু ভালোবাসা দিয়ে করা সম্ভব।

১৫। এমন কোনো কাজ নেই পৃথিবীতে যা করলে মানুষ ব্যার্থ হয়, শুধু সেই কাজের প্রতি মন লাগান সময় দিন ঠিক সফল হবেন।

১৬। জীবনে সবাই সুখে থাকতে চায় কিন্তু কিছু মানুষের সুখে থাকতে চাওয়াটাই জীবনে দুঃখের কারণ হয়ে দাড়ায়।

১৭। আপনি আপনার জীবনকে তিনটি উপায়ে কাটাতে পারেন।
  1. আপনি জীবন নষ্ট করতে পারেন,
  2. আপনি আপনার জীবন ব্যয় করতে পারেন,
  3. জীবনকে বিনিয়োগ করতে পারেন।
আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তা আপনার সিদ্ধান্ত, তবে উত্তম হবে জীবনকে বিনিয়োগ করা।

১৮। জীবনে বহুবার ব্যর্থতার পর কিছু মানুষ এমন সময় হাল ছেড়ে দেয়, বুঝতেই পারে না যে তারা সাফল্যের দ্বারপ্রান্তে ছিল।

১৯। আপনি যতটা পারেন, যত সময় পারেন, মানুষের জন্য ততক্ষণ ভালো করুন, দেখবেন আপনার জন্য ভালো কিছু আপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারেন নি।

২০। আপনার জীবনের সব থেকে বড় বন্ধু হলো সমালোচনাকারী, যার জন্য আপনি আপনার ভূল গুলো সুধরিয়ে নিতে পারবেন এবং আপনি আরো বোশি শক্তিশালী হয়ে উঠবেন।

২১। ভুল সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই অন্যের স্বভাব পরিবর্তন করতে গিয়ে, নিজের আত্মসন্মান বিসর্জন না দিয়ে সেখান থেকে চলে আসাটাই ব্যাক্তিত্বের পরিচয়।

২২। জীবন হলো সাইকেল চালানোর মতন, ভারসাম্য বজায় রাখলে সঠিক ভাবে চলবে। আর যদি ভারসাম্য বজায় না রাখতে পারেন তাহলে উলটে পড়বেন।

২৩। পাঠের ধারাবাহিকতা হলো জীবন, যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে।

২৪। জীবনে আপনার সাথে যা ঘটে তা দশ শতাংশ, বাকি নব্বই শতাংশ কিভাবে কাটবে তা আপনার উপর নির্ভর করে।

২৫। আমার মা আমাকে সব সময় বলতেন, মনে রেখো জীবন হল একটি চকলেট বক্সের মতন। কখনই তুমি বুঝবে না তুমি কি পেতে চলেছ।

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি

ক্ষণস্থায়ী বা অনিশ্চিত জীবন নিয়ে উক্তি নিয়ে অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করতে চান। কিন্তু কি লিখবেন বুজতে পারছেন না তাহলে আজকের এই পোষ্টি আপনার জন্য চলুন জেনে নেয়া যাক ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি

১। ক্ষণস্থায়ী এই জীবন হলো একটি মুদ্রার মতন, আপনি আপনার ইচ্ছে মতন এটি ব্যয় করতে পারেন। কিন্তু তা শুধুমাত্র একবারই ব্যয় করতে পারবেন।

২। জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে মৃত্যু, তাই মরণ কে ভয় না পেয়ে বাচার মত একদিন বাচুন।

৩। অনিশ্চিত এই জীবনে আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করেই পুরো জীবন ব্যয় করে দেন, তবে কোনোদিন আপনি রোদ উপভোগ করতে পারবেন না।

৪। জীবনের প্রতিটি দিন এমন ভাবে কাটানো উচিত, মনে হয় যেন আজকেই আপনার জীবনের শেষ দিন।

৫। জীবন নামের রেল গাড়িটা সীমিত সময়ের জন্য, কোন সময় শেষ হয়ে যাবে কেউ যানে না। সুতরাং অন্য কারো জন্য সেই সময় ব্যয় না করে নিজের জন্য বাচুন।

৬। অন্যকে কষ্ট দিয়ে নিজের লক্ষ্যে পৌছানোর, সত্যিই কি কোনো দরকার আছে? কারণ ক্ষণস্থায়ী এই জীবনে কোন দিন আপনার শেষ দিন হবে তা তো কারোই জানা নেন।

৭। সুন্দর এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী বসবাস করতে পারব না, কারণ এখানে আমরা সবাই ক্ষণস্থায়ী বসবাসের জন্য এসেছি তাই কারো মনে দুঃখ দিও না।

৮। জীবন খুবই ক্ষণস্থায়ী আর এই সময়ের মধ্যেই তোমার সমস্ত কাজ ঠিক সময়ে শেষ করে নিতে হবে। সুতরাং বাজে কাজে সময় নষ্ট করো না।

৯। জীবনের মাত্রা শেষ হবে একদিন সেদিন থাকবে না কোনো আশা কারণ জীবন হল ক্ষণস্থায়ীর পূর্ণমাত্রা।

১০। হয়তো আমি নিজেই কিছু জিনিস বিশ্বাস করি না। কারণ আমি সত্যকে খুব ভয় পায় কারণ জীবন টা যে ক্ষণস্থায়ী সেটা মন মানতেই চায় না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url